Showing posts with label বাণিজ্য. Show all posts
Showing posts with label বাণিজ্য. Show all posts

Tuesday, March 12, 2019

 হরিশংকরপুর জে সি মাধ্যমিক বিদ্যালয়ে’এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, পুরস্কার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত

 হরিশংকরপুর জে সি মাধ্যমিক বিদ্যালয়ে’এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, পুরস্কার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ আজ ০৯/০৩/২০১৯ শনিবার  হরিশংকরপুর জে সি মাধ্যমিক বিদ্যালয়ে’এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, পুরস্কার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খন্দকার ফারুকুজ্জামান ফরিদ সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সভাপতি কার্যনির্বাহী সংসদ জেসি মাধ্যমিক বিদ্যালয় হরিশংকরপুর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ২৪ মার্চ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ( নৌকা মার্কা) জনাব মোঃ এডঃ  আব্দুর রশিদ সভাপতি ঝিনাইদহ সদর থানা আওয়ামীলীগ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম হিরন সাধারন সম্পাদক ঝিনাইদহ সদর থানা আওয়ামীলীগ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বাবু বিকাশ কুমার বিশ্বাস সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১১ নং পদ্বাকার ইউনিয়ন আওয়ামীলীগ।

জনাব মোঃ ফয়েজউল্লাহ ফয়েজ সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১২ নং দোগাছী ইউনিয়ন আওয়ামীলীগ।

জনাব মোঃ সোমশের হোসেন ( সোম) সভাপতি কৃষক লীগ ঝিনাইদহ জেলা।

জনাব মোঃ নুরই আলম বিপ্লব ভাইচ চেয়ারম্যান প্রার্থী ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ (  তালা মার্কা)।

জনাবা আরথী দত্ত মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থী ( হাস মার্কা)।

আরো উপস্থিত ছিলেন হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেত্রী বৃন্দ স্কুলের শিক্ষক, শিক্ষাকা ও ছাত্র ছাত্রী।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোঃ আবু আহমেদ বিশ্বাস প্রধান শিক্ষক জে সি মাধ্যমিক বিদ্যালয় হরিশংকরপুর।

Monday, February 4, 2019

বিপিএম (সেবা) পদক পেলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান

বিপিএম (সেবা) পদক পেলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান


বিপিএম (সেবা) পদক পেলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান নিকট পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য পুলিশ পদক বিপিএম (সেবা) পেয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। 

৪ ফেব্রুয়ারি সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন। পুলিশের চাকরিতে এই পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়।

মাদক, সন্ত্রাস দমন ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠাণে বিশেষ ভূমিকা রাখায় ২০১৯ সালে তিনি বিপিএম (সেবা) পদক পেলেন তিনি।

প্রধানমন্ত্রীর নিকট থেকে বিপিএম (সেবা) পদক গ্রহনের পর পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সবার দোয়া ও আল্লাহ্’র রহমতে ভালো কাজের স্বকৃতি পেয়েছি। এ স্বীকৃতি ভালো কাজে আরও উদ্দীপনা বাড়ায়। আরও ভালো কাজ করতে চাই। প্রকৃত সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সকলের কাছে দোয়া চাই।

Wednesday, September 26, 2018

 শ্রদ্ধেয় ডিজি স‍্যার আমরা ক্ষমাপ্রার্থী ৮ জন সহকর্মীর  সাময়িক বরখাস্ত আছে

 শ্রদ্ধেয় ডিজি স‍্যার আমরা ক্ষমাপ্রার্থী ৮ জন সহকর্মীর সাময়িক বরখাস্ত আছে

ডিজি স‍্যার ডঃ আবুল কালাম আজাদ এবং এলডি  ডাঃ আবুল হাসেম খাঁন

আল ফুরকান লিটন।।  শ্রদ্ধেয় ডিজি স্যার(অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ) এবং এলডি স্যার(ডাঃ আবুল হাসেম খাঁন) আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি আমরা সবাই(সিএইচসিপি)আপনাদেরেই সন্তান,স্বাস্থ্যবিভাগের কর্মচারী।রাজস্ব পাওয়ার জন্য যেহেতু আমরা সবাই আন্দোলনে অংশগ্রহন করেছি এবং সবাইকে যেহেতু সন্তানতুল্য মনে করে মাফ করে দিয়েছেন,এমনকি ১ মাস ১০ দিন অফিস না করেও ডিজি স্যার এবং এলডি স্যারের অান্তরিক প্রচেষ্টায় বেতন ভাতাদী পাওয়া সম্ভব হয়েছে,সেহেতু আমরা আশা করছি,৮ জন সহকর্মীর প্রতি স্যার মহোদয়বৃন্দ সদয় হয়ে তাদের মুক্তির ব্যবস্থা করবেন,ইনশাআল্লাহ্।আমাদের ৮ জন সাময়িক বরখাস্ত হওয়া সহকর্মীদের ভুল,ত্রুটিগুলো আর না খোজে নিজগুনে ক্ষমা করে দিন,স্যার!আল্লাহ্ আপনাদের মঙ্গল করুক!আমিন।স্বাস্থ্য বিভাগের সকলের প্রচেষ্টায় কমিউনিটি ক্লিনিক আজ জনবান্ধব হয়ে,বিশ্বে মডেল হয়েছে!রাজস্ব পাওয়া আমাদের অধিকার ছিলো,ভাগ্যে নাই,তাই পাওয়া হলো না,তবে আশা রাখি হবে ইনশাআল্লাহ্।কমিউনিটি ক্লিনিকের জন্মদাতা মাননীয় প্রধান মন্ত্রী খুশি হয়ে আমাদের স্থায়ীকরণের জন্য যে আইনটি পাস করেছেন,সেই জন্য,মাননীয় প্রধান মন্ত্রী,স্বাস্থ্য মন্ত্রী,ডিজি স্যার,এলডি স্যারসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্তৃপক্ষকের জন্য অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা রইলো।ক্ষমা মহত্ত্বের লক্ষণ,অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার কারনে সমুদ্রের ফেনা পরিমান গুনাহ কারীকেও,আল্লাহ্ ক্ষমা করে দিবেন!

Tuesday, September 25, 2018

কমিউনিটি ক্লিনিকে বিশাল অনুদান

কমিউনিটি ক্লিনিকে বিশাল অনুদান

সুযোগ্য কন্যা একুশে পদক প্রাপ্ত জনাবা ড. শরীফা খাতুন 

সঞ্জয় মজুমদার ।। অদ্য ২৫/০৯/২০১৮ ইং রোজ মঙ্গলবার জাহানপুর কমিউনিটি ক্লিনিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অত্র এলাকার সম্মানীত ব্যক্তি জনাব আসলাম সাহেবের সুযোগ্য কন্যা একুশে পদক প্রাপ্ত জনাবা ড. শরীফা খাতুন জাহানপুর কমিউনিটি ক্লিনিকের জন্য ৪৮ শতক জমি দান করেন। এছাডা জমি রেজিষ্ট্রি খরচ বাবত তিন লক্ষাধীক নগদ টাকা ও অনান্য খরচ প্রদান করেন। ড. শরীফা খাতুনের স্বামী সাবেক বিচারপতি  জনাব কাজী এবায়দুল হক এই মহতি কাজে সার্বিক সহোযোগিতা করেন।

সিভিল সার্জন জনাব হাসান শাহারিয়ার কবির স্যার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
১/ এম ও সি এস জনাব ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
২/জেলা স্বাস্থ্য সুপারেন্ডেন্ট জনাব দিদারুল আলম ভূঞা।

এছাডা আরো উপস্থিত ছিলেনঃ
১/অত্র ক্লিনিকের জমিদাতা ও ফেনী জেলা কৃষকলীগের সভাপতি জনাব এ বি এম সেলিম।
২/ শর্শদি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জানে আলম ভূঞা।
৩/অত্র ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য জনাব জিয়া উদ্দিন মোল্লা।
৪/অত্র ক্লিনিকের সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব মোঃ গোলাম সারোয়ার উদ্দিন।
৫/অত্র ক্লিনিকের সদস্য সচিব(সিএইচসিপি) জনাব সঞ্জয় কুমার মজুমদার।
৬/অত্র ক্লিনিকের স্বাস্থ্য সহকারী জনাব আবদুল জব্বার মিশর।
৭/অত্র ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সদস্য জনাব ইসমাইল হোসেন মাষ্টার।

Monday, September 24, 2018

গেজেট প্রকাশ নিয়ে সিএইচসিপিদের মাঝে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিলো'তা,নিরসনে

গেজেট প্রকাশ নিয়ে সিএইচসিপিদের মাঝে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিলো'তা,নিরসনে


আল ফুরকান লিটন।।  মাননীয় ডিজি মহোদয় স্যারের ফেজবুক কমেন্টস হুবহু তুলে ধরা হল

ফেসবুকে ঢোকার সময় পাই না। মাঝে মাঝে ঢুঁ মারলেও সামান্য দেখে চলে যেতে হয়। কমেন্ট করি না। একটি বড় বিভ্রান্তি নিরসনে এবার একটা কমেন্ট করছি। ১৮ সেপ্টেম্বরের গেজেটের যে অনুধারাটি নিয়ে আলোচনা হচ্ছে ২০ সেপ্টেম্বরের গেজেটে সেই অনুধারাটি পরিবর্তিতরূপে পাশ হয়েছে। এই একটি মাত্র অনুধারার কারণে ১৮ তারিখ আইনটি পাশ হয়নি। আমাদের তৎপরতার কারণে সংসদীয় স্থায়ী কমিটি ২০ তারিখ আইনের গেজেট সংসদে উপস্থাপনের পরপরই জরুরী সংক্ষিপ্ত সভায় বসে এবং ঐ অনুধারাটি প্রতিস্থাপন করে। প্রতিস্থাপিত অনুধারায় স্বয়ংক্রিয়ভাবে সিএইচসিপি হিসেবে প্রকল্প বা ওপিতে চাকুরীতে যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতাসহ চাকুরী স্থায়ী হবে এবং সরকারী সংবিধিবদ্ধ সংস্থার মত চাকুরীর সকল সুবিধা বহাল হবে এমন নিশ্চয়তার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। কোন পরীক্ষা বা পূনঃবিবেচনা ছাড়াই এই আত্মীকরণ সম্পন্ন হবে। ২০ তারিখে সংশোধিত গেজেট উপস্থাপিত হয় এবং হুবহু পাশ হয়। মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনটি কার্যকর হবে এবং বিধি-প্রবিধি প্রণয়নের পর বাস্তবায়ন করা যাবে। মন্ত্রণালয় দ্রুতই তা করবে। বললেন আমাদের শ্রদ্ধার স্যার আবদুল কালাম আজাদ