Showing posts with label কৃষি. Show all posts
Showing posts with label কৃষি. Show all posts

Wednesday, December 13, 2017

"না ডাক্তার, না ডিপ্লোমা, না প্যারামেডিক্স!"

"না ডাক্তার, না ডিপ্লোমা, না প্যারামেডিক্স!"

কিছুদিন আগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের সরিয়ে কাদের যেনো নিয়োগ দেওয়ার আওয়াজ (অযুক্তিক দাবী) শোনা গিয়েছিলো। ওরা কারা? ওরা কী ডাক্তার? না ডিপ্লোমা, না প্যারামেডিক্স? তারা যারাই হোক, তাদের সরাসরি ঐ ভিত্তিহীন, হীনকর ও অন্যায় দাবী কেউ পাত্তা না দেওয়ার দরুণ কালেরকন্ঠের এই রিপোর্ট। আমার ধারণা এই রিপোর্ট তারাই করিয়েছেন। আমি বিশ্বাস করি বর্তমান সময়ের কিছু সাংবাদিক এর সাথে বাম হাত মিলিয়ে যেকোনো রিপোর্ট'ই করা যায়। পত্রিকা জুড়ে যতসব মিথ্যে কথা লিখে রাখে। একজন শিক্ষিত কাল্পনিক চরিত্র সোলেমান এর বিপরীতে হাজারো কলিম উদ্দিন, জসিম উদ্দিন, মীর কাশেম, এর বাস্তব দৃশ্য দেখানো যায়। শোনানো যায় হাজার হাজার অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গল্প। ভোগতেরা সিসি সহ আরো আরো অনেক কমিউনিটি ক্লিনিক যেখানে প্রতি মাসেই নরমাল ডেলিভারী সহ অক্লান্ত পরিশ্রম করে যায়, জাতীয় পত্রিকা ছাপায় না সেইসব প্রাপ্তির কথা।
বিশ্বের রোল মডেল স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রতিষ্ঠান তিলে তিলে কর্মকর্তা, কর্মচারী ও সিএইচসিপি দের প্রচেষ্টায় যখন সাফল্যের উচ্চতা ছোঁবে তখন'ই কিছু লোভী - দুস্কৃতিকারি ও ষড়যন্ত্রকারি মহল উঠেপড়ে লেগে যায় কমিউনিটি ক্লিনিকের সুনাম ক্ষুন্ন করতে। এক এর পর এক চক্রান্তের নীল নকশার বর্শা ছুড়ে মারছে। এখনই এর প্রতিবাদ জরুরী। এসোসিয়েশন এর ও কিছু দায়বদ্ধতা থাকে, আমরা জানি না এই মিথ্যাচারের বিরুদ্ধে এসোসিয়েশন কী সিদ্ধান্ত নিয়েছে। অতীদ্রুত গঠনমূলক সংবাদ সম্মেলনের আয়োজন করা দরকার। দেশের মানুষকে এই চক্র ক্রমেই বিভ্রান্ত করে চলছে। তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা জরুরী মনে করছি।

Saturday, December 9, 2017

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ। আমি সত্যিই গর্বিত যে আমি সিএইচসিপি পরিবারের একজন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ। আমি সত্যিই গর্বিত যে আমি সিএইচসিপি পরিবারের একজন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ। আমি সত্যিই গর্বিত যে আমি সিএইচসিপি পরিবারের একজন।গতকাল নিবন্ধন পরিক্ষা দিতে ময়মনসিংহ শহরে আসলাম।আসার পূর্বে কিশোরগঞ্জ জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সংগ্রামি সভাপতি প্রিয় বড় ভাই মালেক ভাইয়ের কাছ থেকে কন্টাক্ট নাম্বারটা নিয়ে শুধু বলেছিলাম আপনাদের শহরে আসছি। আর তাতেই যত সব বিপত্তি। ময়মনসিংহ শহরে পৌছতে না পৌছতেই কয়েক বার ফোন দিলেন এসে পৌছলাম কি না? যখন শহরে গিয়ে পৌছলাম তখন ছুটে আসলেন দেখা করতে। প্রথম দেখা, পরিচয়, চিনতে ততটা সমস্যা হয়নি মোবাইলের কল্যানে।তারপর নিয়ে গেলেন বাসায়, রাতের খাবার ও থাকার ব্যাবস্থা করলেন।তারপর দোকানে গিয়ে চা খেলাম, সিএইচসিপিদের বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম।রাতে অনেকক্ষণ আড্ডা দিলাম ।একজন মানুষ প্রথমদিনের পরিচয়েই এতটা মিশুক ও অতিথি পরায়ন হতে পারে তা মনে হয় সিএইচসিপি ব্যতীত সম্বব নয়।এতোক্ষন যার কথা লিখছি, তিনি অন্য গ্রহের কেউ নয়, তিনি সিএইচসিপি পরিবারের সদস্য, ময়মনসিংহ জেলা ও বিভাগের পরিচিত মুখ, অন্যতম নেতা জনাব রাহাত ভাই।অন্তরের কুঠির থেকে রাহাত ভাইকে অনেক ধন্যবাদ ।আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না উনি যে আতিথেয়তা দেখিয়েছেন তা কখনো ভুলার নয়। আর যার কথা না বললেই নয় জনাব মালেক ভাই যিনি আমাকে রাহাত ভাইয়ের কন্ট্রাক্ট নাম্বার পেতে সহায়তা করেছেন, অনেক ধন্যবাদ জনাব মালেক ভাই ও রাহাত ভাইয়ের প্রতি। প্রিয় সিএইচসিপি ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ভালো থাকুন আপনারা........ভালো থাকুক প্রত্যেকটা সিএইচসিপি