Showing posts with label প্রথমপাতা. Show all posts
Showing posts with label প্রথমপাতা. Show all posts

Thursday, February 7, 2019

নকলের অভিযোগে ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষককে বহিষ্কার ঝিনাইদহ আলিয়া মাদ্রাসায়

নকলের অভিযোগে ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষককে বহিষ্কার ঝিনাইদহ আলিয়া মাদ্রাসায়


ঝিনাইদহ প্রতিনিধি।। শহরের সিদ্দিকীয়া আলিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র থেকে এসএসসি দাখিল গণিত পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষককে বাহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তাদের বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী। বহিষ্কৃতরা শিক্ষকরা হল, সিদ্দিকীয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক রেজাউল ইসলাম ও শামসুন্নাহার এবং জেলা সদরের বাড়িবাথান মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান, কানুহরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আবু তালেব।

 এছাড়াও জেলার ভূটিয়ারগাতী মাদ্রাসা, উত্তরকাস্ট সাগরা মাদ্রাসা, বাড়িবাথান মাদ্রাসা, ঘোড়শাল মাদ্রাসা, হাটগোপালপুর মাদ্রাসা, নুরনগর মাদ্রাসা, আড়মুখ মাদ্রাসা ও পঞ্চগ্রাম মাদ্রাসার ১৪ শিক্ষার্থী রয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান, পরীক্ষা পরিদর্শন কালে দেখা যায় সিদ্দিকীয়া আলিয়া কামিল মাদ্রাস কেন্দ্রের বিভিন্ন কক্ষে অনিয়ম চলছে। কোথাও শিক্ষার্থীরা সেট কোড পরিবর্তন করে দিচ্ছে, কোন কোন কক্ষে একে অন্যের এমসিকিউ প্রশ্নের সমাধান করে দিচ্ছে, কোথায় কক্ষ পরিবর্তণ করে পরীক্ষা দিচ্ছে। তাদের এ কাজে সহযোগীতা করছে কতিপয় শিক্ষক।

 বিষয়টি তদন্ত করে জড়িত থাকার দায়ে ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে না এবং শিক্ষকরাও দাখিল পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না বলে ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান।

Monday, February 4, 2019

বিপিএম (সেবা) পদক পেলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান

বিপিএম (সেবা) পদক পেলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান


বিপিএম (সেবা) পদক পেলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান নিকট পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য পুলিশ পদক বিপিএম (সেবা) পেয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। 

৪ ফেব্রুয়ারি সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন। পুলিশের চাকরিতে এই পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়।

মাদক, সন্ত্রাস দমন ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠাণে বিশেষ ভূমিকা রাখায় ২০১৯ সালে তিনি বিপিএম (সেবা) পদক পেলেন তিনি।

প্রধানমন্ত্রীর নিকট থেকে বিপিএম (সেবা) পদক গ্রহনের পর পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সবার দোয়া ও আল্লাহ্’র রহমতে ভালো কাজের স্বকৃতি পেয়েছি। এ স্বীকৃতি ভালো কাজে আরও উদ্দীপনা বাড়ায়। আরও ভালো কাজ করতে চাই। প্রকৃত সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সকলের কাছে দোয়া চাই।

Friday, December 29, 2017

স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি

স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি

"বিসমিল্লাহির রাহমানির রাহিম" বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন এর সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগামী ০১/০১/২০১৮ ইং তারিখ হতে ই, পি,আই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হতে বিরত থাকার জন্য অনুরোধ ক্রমে নির্দেশ প্রদান করা যাচ্ছে। আগামী ০১/০১/২০১৮ হতে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ই, পি,আই সহ সকল কর্মসূচী বাস্তবায়ন করা হতে বিরত থাকার প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কর্মসূচী সফল করার জন্য সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্ধের প্রতি বিনীত ভাবে অনুরোধ করছি। সেইসাথে মানববন্ধন কর্মসূচীতে স্বতঃস্ফুর্ত ভাবে সর্বকালর অন্যতম সেরা মনববন্ধন কর্মসূচী সফল ও স্বার্থক করার জন্য দেশের সকল স্বাস্থ্য সহকারীর প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নেই, দাবি আদায় করেই ঘরে ফিরতে চাই। জসিম উদ্দীন চৌধুরী, দপ্তর সম্পাদক, বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন।

Friday, December 15, 2017

ঝিনাইদাহ স্বাস্থ্য বিভাগ  মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন।

ঝিনাইদাহ স্বাস্থ্য বিভাগ মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন।

মো তানভীর আহম্মেদ সিএইচসিপি

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন। ঝিনাইদাহ মহান জাতীয় বিজয় দিবস - ২০১৭।বিজয়ের ৪৬ বছর। সবাইকে শুভেচ্ছা।ঝিনাইদাহ সকল  স্বাস্থ্য বিভাগ

Thursday, December 14, 2017

লক্ষ্য যেহেতু স্থির, আজ হয়তো হয়নি, বিজয় একদিন না একদিন আসবেই। হেলাল উদ্দিন রাজ

লক্ষ্য যেহেতু স্থির, আজ হয়তো হয়নি, বিজয় একদিন না একদিন আসবেই। হেলাল উদ্দিন রাজ

হেলাল উদ্দিন রাজ

মহাখালী থেকে তেজগাঁও-মগবাজার-কাকরাইল-শান্তিনগর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যতটুকু পথ আমরা পায়ে হেঁটেছি, নিঃসন্দেহে বাংলাদেশের আর কোন পেশাজীবী সংগঠনের ইতিহাসে এরকম পদযাত্রার নজির দ্বিতীয়টি নেই। ঢাকা শহরের রাজপথের প্রতিটি মানুষ আমাদের দাবী সম্পর্কে জেনেছে। আমাদের শ্লোগানে মুখরিত হয়েছে ঢাকার রাজপথ। প্রশাসনের সব লেভেল আমাদের সম্পর্কে জেনেছে। আমাদের মহিলা সহকর্মীদের প্রাণোচ্ছল শ্লোগানগুলো এখনো কানে বাজছে। সত্যিকারের রাজপথের আন্দোলন শিখে গেছি আমরা।
...........................
লক্ষ্য যেহেতু স্থির, আজ হয়তো হয়নি, বিজয় একদিন না একদিন আসবেই।
...........................
আমরা করবো জয়।
দাবি আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতাদের যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদা

দাবি আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতাদের যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদা

রবিউল ইসলাম
দাবি আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতাদের যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদা দিয়েই বলছি যে যত দ্রুত সম্ভব ২ / ৪ দিনের মধ্যে আপনারা কেন্দ্রীয় কমিটির সকল সদস্য এবং জেলা পর্যায়ের নেতাদের নিয়ে আন্দোলনের ব্যপারে আলোচনা করে অতি দ্রুত একটি আলটিমেটাম প্রদান করুন। এবং সেই মোতাবেক আন্দোলনের ডাক দিন। আশা রাখি অধিকাংশ CHCP সাড়া দেবে। এটা ঠিক যে অনেক দুঃখ কস্ট আছে আপনাদের মনে অনেকের fb নেতামুর কারনে। তবে নেত্ত্ত দিতে গেলে অনেক ত্যাগ করতে হয় বা অনেক কথা শুনা লাগে। তাই বলছি পাছে লোকের কথা না ভেবে যত দ্রুত সম্ভব আনদোলনের ডাক দিন। যেহেতু মহামান্য আদালতের রায়ও আছে আমাদের সাথে। তাই এখনই সময় আন্দোলনের। তা না হলে পরে নেতৃত্ত সংকটে পড়বেন। তখন আর নেতাদের ডাকে কেউ সাড়া দেবে না। তাই বিনয়ের সাথেই বলছি বিষয়টি ভেবে দেখবেন । সকল CHCP দের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি 
আল্লাহ হাফেজ
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড) ২৩ ডিসেম্বর, ২০১৭ ইং।

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড) ২৩ ডিসেম্বর, ২০১৭ ইং।

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড) ২৩ ডিসেম্বর, ২০১৭ ইং।
জেলা এ্যাডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা।
আয়োজনে :সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ ।
তাং :১৪/১২/২০১৭ ।
স্থান :সম্মেলন কক্ষ, সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ ।
সময় :সকাল ১০:৩০ 
জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেই‌নের বা‌জেট ব্রেকা‌পে স্বাস্থ্য সহকারী পদ‌কে স্বাস্থ্য কর্মী ব‌লে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।

জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেই‌নের বা‌জেট ব্রেকা‌পে স্বাস্থ্য সহকারী পদ‌কে স্বাস্থ্য কর্মী ব‌লে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।

এ এইচ এম ফারুক

জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেই‌নের বা‌জেট ব্রেকা‌পে স্বাস্থ্য সহকারী পদ‌কে স্বাস্থ্য কর্মী ব‌লে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।
‌নি‌য়োগ বি‌ধি‌তে বিদ্যমান প‌দের প‌রিব‌র্তে অন্য নাম(স্বাস্থ্য সহকারী এর প‌রিব‌র্তে স্বাস্থ কর্মী) সরকারী জিও তে উ‌ল্লেখ করা ঠিক হয়‌নি ব‌লে ম‌নে কর‌ছি।
বা‌জেট ব্রেকা‌পে সক‌লের বরাদ্ধ থাকলেও মূল বাস্তবায়নকারী স্বাস্থ্য সহক‌ারী‌দের জন্য বরাব‌রের মত এবারও কোন বরাদ্ধ রাখা হয়‌নি। এ বছর প্রথম রাউ‌ন্ডে বিষয়‌টি ডি‌জি ম‌হোদ‌য়ের নজ‌রে আন‌লে তি‌নি লাইন ডাই‌রেক্টরের সা‌থে কথা ব‌লে ব্যবস্থা নি‌বেন ব‌লে আশ্বাস দি‌য়ে‌ছি‌লেন। বর্তমান রাউ‌ন্ডে বরাদ্ধ না দি‌লে তারা এ প্লাস কর্মসূচী বর্জন কর‌বেন ব‌লে সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। কোনরূপ ব্যবস্থা না নি‌লে ক্যা‌ম্পেইন বাস্তবায়‌নে সমস্যা তৈরী হ‌বে ব‌লে ম‌নে হ‌চ্ছে।
মাননীয় ডি‌জি ম‌হোদয়, এল‌ডি স্যা‌রের সা‌থে আলাপ ক‌রে স্বাস্থ্য সহকারী‌দের জন্য বরাদ্ধ কর‌নের দ্রুত ব্যবস্থা নি‌তে আপনার নিকট বিন‌য়ের স‌হিত আ‌বেদন কর‌ছি।

Wednesday, December 13, 2017

$জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন বর্জন$

$জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন বর্জন$

‌মো: অারিফুল ইসলাম সরকার
স্বাস্হ্য সহকারী,


আজ ১২ ডিসেম্বর ২০১৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে UH&FPO Sir সহ সকল স্বাস্থ্য সহকারী ও শংশ্লিস্ট সকলের সমন্বয়ে মাসিক সম�ন্বয় সভা অনুষ্ঠিত হয়, যদিও উক্ত সভার নিয়মিত তারিখ ছিল অাগমী ১৯/১২/২০১৭ তারিখে, অামাদের মানব বন্ধন থকার কারনে পূর্বেই UH&FPO স্যারের সাথে অালোচনা করে অাজকের তারিখ নির্ধারণ করা হয়েছিল।মাসিক সভার প্রচলিচ সকল অালোচনার এক পর্যায়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে অাগামী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন সভাটিও অাজকে করার বিষয়টি অালোচনায় অানেন,অতঃপর সভায় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সম্প্রতি গৃহীত কর্মসুচিসমুহ সম্পর্কে সকলকে অবহিত করা হয় এবং কর্মসুচীসমুহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কর্মসুচীসমুহ বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করা হয় ও অামাদের গৃহীত কর্মসূচী সম্বলিত ৩ পাতার সেটটি UH&FPO মহোদয়ের হস্তগত করা হয়, যার কারনে ক্যাম্পেইনের অরিয়েন্টেশন অাজ হয়নি। এতে করে ক্যাম্পেইন বর্জনের প্রথম ধাপটি সফলতার মুখ দেখল, ধন্যবাদ জানাই UH&FPO মহোদয়কে, অামাদের বিষয়গুলি খুব সহজে উপলব্ধি করার জন্যে।উপস্হিত সকলে BHAA এর কর্মসুচির সাথে একাত্বতা পোষণ করে কর্মসুচির সফলতা কামনা করেন।মাসিক সভা শেষে Hi, AHI গণ সহ অামরা সকলে, অাগামী সকল কর্মসূচী বাস্তবায়নে বিশদ অালোচনা করি ও সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করি।
এবারের সংগ্রাম অামাদের অস্তিত্বের সংগ্রাম, মাঠে যখন নেমেছি বিজয় নিশ্চিত করে ফিরব ইনশাঅাল্লাহ।
ধন্যবাদসহ-
সিনিয়র সহ-সভাপতি
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা
০১৮১৭ ৬১১০৩০।



Tuesday, December 12, 2017

পোল্ট্রি খাতে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে

পোল্ট্রি খাতে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে

মোহাবুব করিম মিলটন
পোল্ট্রি খাতে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হল। এরপর মৎস এবং দুধ সেক্টর। অবহেলাকারী প্রত্যেক সরকারী কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি।
ভেজালকারী যেই হোক না কেন, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আমরা একটি নিরাপদ ও বসবাসযোগ্য ভূমি চাই। ভিশন ২০২১, আলোকিত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ।

পোল্ট্রি খাতে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হল। এরপর মৎস এবং দুধ সেক্টর। অবহেলাকারী প্রত্যেক সরকারী কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি।
ভেজালকারী যেই হোক না কেন, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আমরা একটি নিরাপদ ও বসবাসযোগ্য ভূমি চাই। ভিশন ২০২১, আলোকিত হবে বাংলাদেশ ইনশাআল্লাহ
 সরকারের অনেক মহামান্য নীতি নির্ধারক ব্যক্তিবর্গের সিদ্ধান্তে সিএইচসিপি পদ সৃষ্টি

সরকারের অনেক মহামান্য নীতি নির্ধারক ব্যক্তিবর্গের সিদ্ধান্তে সিএইচসিপি পদ সৃষ্টি


 Hussain Md Al Imran

 
আজ আপনাদের দোয়ায় দেশে প্রথমবারের মত উদযাপিত ন্যাশনাল আইসিটি দিবস 2017 উপলক্ষে জাতীয় শ্রেষ্ঠ হেলথ আইসিটি এচিভমেন্ট এওয়ার্ড 2017 পেলাম। অধ্যাপক ড. আবুল কালাম আজাদ

আজ আপনাদের দোয়ায় দেশে প্রথমবারের মত উদযাপিত ন্যাশনাল আইসিটি দিবস 2017 উপলক্ষে জাতীয় শ্রেষ্ঠ হেলথ আইসিটি এচিভমেন্ট এওয়ার্ড 2017 পেলাম। অধ্যাপক ড. আবুল কালাম আজাদ

অধ্যাপক . আবুল কালাম আজাদ
Image may contain: 7 people, people smiling, people standing and shoesআজ আপনাদের দোয়ায় দেশে প্রথমবারের মত উদযাপিত ন্যাশনাল আইসিটি দিবস 2017 উপলক্ষে জাতীয় শ্রেষ্ঠ হেলথ আইসিটি এচিভমেন্ট এওয়ার্ড 2017 পেলাম। অন্য পুরস্কার বিজয়ীদের মধ্যে আরও ছিলেন স্বনামধন্য অধ্যাপক ড. জাফর ইকবাল।
জাতীয় সংসদের মাননীয় স্পীকার পুরস্কার তুলে দেন। সংগে উপস্থিত ছিলেন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর বিশেষ করে পরিসংখ্যান কাজে নিয়োজিত ভাই-বোনদের একনিষ্ঠ ও অব্যাহত অংশগ্রহণের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বড় করে দেখি - যা না হলে ডিজিটাল হেলথ অর্জনের তাগিদ আমরা অনুভব করতাম না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করি। কেননা তিনি এই দেশটি প্রতিষ্ঠা না করলে আমরা হয়ত স্বপ্ন দেখাও ভুলে যেতাম। মাননীয় প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদের কথাও স্মরণ করি। কেননা তিনি দিয়েছেন অনুপ্রেরণা ও অমূল্য পরামর্শ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবগণ ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার কথাও স্মরণ করি।
আমার কিছু সহকর্মীও পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন। তাই আমি আরও আনন্দবোধ করেছি।
কোন পত্রিকা (কালের কন্ঠ নাকি)?  কমিউনিটি ক্লিনিকের বিরুদ্ধে জঘন্য প্রচারণা!

কোন পত্রিকা (কালের কন্ঠ নাকি)? কমিউনিটি ক্লিনিকের বিরুদ্ধে জঘন্য প্রচারণা!

এম শামিম রেজা

দেখেই তো মনে হচ্ছে ফরমায়েশি অভিযোগ! এমন ভাব যে, উন্নয়ন কর্মী হয়েও তিনি জানেন না কমিউনিটি ক্লিনিক কি, কারা এখানে সেবা দেয়।উনি বুকে ব্যাথা নিয়ে দূর্গম চরে গেছেন!!!?? মাছ খোকো সাংবাদিকের এ লেখায় পাত্তা দেওয়ার দরকার নেই, অনেক বড় বড় বিশ্ব নন্দিত প্রতিষ্ঠান এই কার্যক্রম মূল্যায়ন করছে। আমাদের আশাবাদী হওয়ার অনেক কিছু আছে। হতাশ হবেন না। সিএইচসিপি’রা চিকিৎসা দেয় না। তাদের হাতে আছে এমোক্সিসিলিন 250 মিঃগ্রাঃ আর মেট্রোনিডাজলের মতো এন্টিবায়োটিকস, আর কোন এন্টিবায়োটিকস তারা ব্যবহার করে না, তারা যে আসলে কমিউনিটি ক্লিনিক সর্ম্পকে জানে না সেটা প্রমানিত! অন্য কোন মোটিভও থাকতে পারে!!।
ঐ সলায়মান আর সাম্বাদিক কি জানেন না প্রমত্তা মেঘ্নার চরে ডাক্তার পাওয়া যাইবেক না!! আর ডিপ্লোমা, প্যারামেডিক তাহারা তো সহায়ক নয় ডাক্তারের চেয়ে বেশি। শিক্ষিত উন্নয়ন কর্মী যুবক সলায়মান ঐ দুর্গম জায়গায় কমিউনিটি ক্লিনিক দেখিয়া অবাক না হইয়া, ক্লিনিকের দশা দেখিয়া, বহু কষ্টে শহরে গিয়া কালের কণ্ঠের এই সাম্বাদিক এর সাথে দেখা হইল। আর উনি গরু নদীতে নামাইয়া, গরুর রচনা...... কমিউনিটি ক্লিনিক ভালো না ... এর কর্মীরা ভালো না। ইত্যাদি। এই বাবস্থা যারা চালান তাদের কারো মন্তব্য নাই, যাহাদের নাম আসিয়াছে, তাহাদের বিষয়ে খোঁজখবর নিলে দেখা যাবে সব ব্যক্তিগত মতামত, কোন গবেষণা বা জরিপের ফল নয়, কাউকে হয়ত খুজেই পাওয়া যাবে না!
সিসিতে ডাক্তার (তারা বলে না), তারা বলতে চায় ডিপ্লোমা/ প্যারামেডিক স নিয়োগ দিলে ভালো হয়, তারা জনগণ কে চিকিৎসা সেবা দিবে। কিন্তু কমিউনিটি ক্লিনিক স্থাপনের লক্ষ্য উদ্দেশ্য আলাদা। কমিউনিটি ক্লিনিক তার লক্ষে্য বহুদূর এগিয়েছে। উপজেলা স্বাস্থ্য বাবস্থা জোরদার করতে পারলে, একটি কার্যকরী রেফারেল বাবস্থা গড়ে তুলতে পারলেই কাংখিত লক্ষ্য অর্জন সম্ভব। Community Clinik is for Health Education & Promotion!! (প্রয়োজনীয় সুযোগ সুবিধা থাকা সাপেক্ষে বিশেষ সেবা যেমন নরমাল ডেলিভারি সেবা দেওয়া হয়) ছোট খাটো কাঁটা ছেড়া জ্বর জারি সর্দি কাশি সীমিত নিরাময় সেবা। এর চেয়ে বেশি হলে রেফার! স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরাও এখানে কর্মরত আছেন। সলায়মান যেমন নিজেই বুঝতে পেরেছে তার জন্য পারাসিতামল কিংবা Entacid নয়, তেমনি বেশীর ভাগ মানুষ এসে সোজা ওষুধের নাম ধরে চায়, বাড়িতে থাকা, বউ ছেলেমেয়েদের জন্য চায়, মাস্তান, ক্ষেত্র বিশেষে সুপারভাইজার, প্রভাবশালী এসে বাড়তি ওষুধ চায়!! আর জ্ঞানী সাম্বাদিক একটা সিসির আজগুবি উদাহরণ দিয়ে সারা দেশের সিসির জাত মারলেন! (কত বড় পদ্ধতিগত ভুল!!)। যেখানে দেশে বিদেশে এই কার্যক্রম আজ নন্দিত! মাননীয় প্রধানমন্ত্রী নিজে এর অগ্রগতি, ভালো মন্দ দেখভাল করেন।
এই নেতিবাচক, মনগড়া সংবাদ এবং বিশ্লেষণ এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। সস্তা মন্তব্য করে একটি রাজনৈতিক অঙ্গীকার, সরকারের লক্ষ্যকে অবমাননা করা মেনে নেওয়া যায় না!
(সাধু ও চলিত এর মিশ্রণ দূষণীয়!!)
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের যাত্রা শুরু হলো

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের যাত্রা শুরু হলো

উদ্বোধন করা হলো দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক- ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ঢাকায় নিজ বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্কটি উদ্বোধন করেন। উদ্বোধন কালে প্রধানমন্ত্রী নবীন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। তিনি এই পার্কে বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশকে প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন।যশোর শহরের নাজিরশঙ্করপুর এলাকায় নিজস্ব জায়গায় এই পার্কটি তৈরি করা হয়েছে। এতে খরচ হয়েছে ৩০৫ কোটি টাকা।আজ বেলা একটার ঠিক আগে গণভবন থেকে সুইচ টিপে পার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে সিএইচসিপিদের দায়ের করা গাজীপুর,ময়মনসিংহ, রংপুর,রাজশাহী,কুমিল্লা, জামালপুর,লালমনিরহাট,ঝিনাইদাহ, সিরাজগন্জ,ফরিদপুর জেলার মোট দশটি মামলার রায় প্রদান করেন।

আজ মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে সিএইচসিপিদের দায়ের করা গাজীপুর,ময়মনসিংহ, রংপুর,রাজশাহী,কুমিল্লা, জামালপুর,লালমনিরহাট,ঝিনাইদাহ, সিরাজগন্জ,ফরিদপুর জেলার মোট দশটি মামলার রায় প্রদান করেন।

অাসসালামুঅালাইকুম,
***********************
আলহামদুলিল্লাহ আজ মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে সিএইচসিপিদের দায়ের করা গাজীপুর,ময়মনসিংহ, রংপুর,রাজশাহী,কুমিল্লা, জামালপুর,লালমনিরহাট,ঝিনাইদাহ, সিরাজগন্জ,ফরিদপুর জেলার মোট দশটি মামলার রায় প্রদান করেন।সিএইচসিপিদের পক্ষে আইনজীবি হিসেবে উপস্হিত ছিলেন এ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া।
রায় বাস্তবায়নের জন্যও কেন্দ্রীয় দাবী আদায় বাস্তবায়ন কমিটি নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছে,সময় হলেই জানানো হবে।সব সময় সব বিষয় ফেসবুকে দেয়া যায় না।
পাশে ছিলাম, আছি, থাকবো,দাবী আদায় না হওয়া পর্যন্ত মিলিমিশে লড়বো।
ধন্যবাদান্তে
মোঃকামাল হোসাইন সরকার
প্রধান উপদেষ্টা
দাবী আদায় বাস্তবায়ন কমিটি।
Image may contain: 9 people, people smiling, people standing
ট্রাম্প সাহেব জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করাকে সমর্থন করেছেন।

ট্রাম্প সাহেব জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করাকে সমর্থন করেছেন।


ট্রাম্প সাহেব জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করাকে সমর্থন করেছেন। এ নিয়ে মুসলিম জনগোষ্ঠীর ভিতরে উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। অনেক দল কিছু একটা করা দরকার মনে করে রাস্তা দিয়ে দল বল নিয়ে ঘুরে আসার মত কর্মসূচি দিয়ে একেই জেহাদ বলে আত্মতৃপ্তি পেতে চাইছে। এ প্রসঙ্গে আমার কথা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করার জন্য মুসলমানদেরকে কয়েকটি বিষয় ঠাণ্ডা মাথায় ভাবতে হবে।

.
১. তারা আজকের এই অবস্থায় কী করে আসলো? একটি সময়ে তারা তো জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে এমন অবস্থানে ছিল যে বাকি পৃথিবী তাদের দিকে সভয় সম্ভ্রমসহ চেয়ে থাকত। আজকে সেই তারা কেন পৃথিবীর সকল জাতি দ্বারা সর্বত্র লাঞ্ছিত। তাদের দেশগুলো বোমার আঘাতে লণ্ডভণ্ড। তাদের সাড়ে ছয় কোটি মানুষ উদ্বাস্তু। তাদের নারীরা ইজ্জতহারা।
.
৩. তারা তো এক জাতি ছিল, একটা নির্দেশনা ছিল, তাদের একটি লক্ষ্য ছিল। আজকে তারা নিজেরা নিজেরা কী কারণে হাজারো তরিকা, ফেরকা মাজহাব, দলাদলি করে মারামারিতে ব্যস্ত। 
.
এই যখন মুসলমানদের অবস্থা তখন শুধু জেরুজালেম নয় খোদ পবিত্র মক্কা মদীনাও যদি তারা দখল করে নেয় (পরোক্ষভাবে তারাই নিয়ন্ত্রণ করছে) তাহলে সেটা ঠেকানোর বিন্দুমাত্র মুরোদ এই শতধাবিচ্ছিন্ন, বিক্ষিপ্ত জনগোষ্ঠীর আছে বলে অন্তত আমি মনে করি না। 
.
যদি কার্যকর কিছু কোনো দিন করতে চান তাহলে দলাদলি ফেরকা মাজহাব ভুলে আগে ঐক্যবদ্ধ হন। সমস্ত সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এখন ট্রাম্প তথা পশ্চিমা প্রভুদের হাতে। এই মুসলিমরাও গত কয়েকশত বছর আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা বাদ দিয়ে ঐ পশ্চিমা প্রভুদেরই পদলেহন করছে। 
.
এমতাবস্থায় জেরুজালেম বা এ জাতীয় কোনো ইস্যু নিয়ে মাদ্রাসার লোকজন কথিত তওহীদী জনতার নামে যতই বিক্ষোভ, মিছিল, হাঙ্গামা করা, কুশপুত্তলিকা দাহ, দূতাবাস ঘেরাও করে কোনো লাভ হবে না। অসারের তর্জন গর্জনই সার হবে।

Monday, December 11, 2017

আন্তর্জাতিক অঙ্গনে “আইসিটি জগতের অস্কার” বলে খ্যাত অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশের জন্য বয়ে এনেছে দারুন অর্জন। গত ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় APICTA Award 2017 এর ১৭তম অধিবেশন।

আন্তর্জাতিক অঙ্গনে “আইসিটি জগতের অস্কার” বলে খ্যাত অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশের জন্য বয়ে এনেছে দারুন অর্জন। গত ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় APICTA Award 2017 এর ১৭তম অধিবেশন।

মির হোসাইন
Great Congratulation’s for Great person
Abul Kalam Azad
আন্তর্জাতিক অঙ্গনে “আইসিটি জগতের অস্কার” বলে খ্যাত অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশের জন্য বয়ে এনেছে দারুন অর্জন। গত ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় APICTA Award 2017 এর ১৭তম অধিবেশন।
আইসিটি বিষয়ক বেশ কয়েকটি ক্যাটেগোরীতে পুরষ্কৃত করা হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ ও সংগঠনগুলোকে। সেখানে Government and Public Sector ক্যাটেগোরীতে বাংলাদেশ অর্জন করে নিয়েছে ২টি অ্যাওয়ার্ড।
[<GREAT CONGRATULATIONS to DIGITAL DG HEALTH of DIGITAL BANGLADESH -- Prof.Dr. Abul Kalam Azad Sir for Winning Prestigious APICTA Merit Award For HRIS DATABASE Among 22 Countries from Asia Pacific Region .>]
With Thanks & Great CONGRATS!
এর মধ্যে একটি অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর অধীনস্ত বিশেষ সফটওয়্যার ট্যুল HRIS (central Human Resource Information System), প্রচলিত ভাবে যাকে HRM Software বলা হয়, সেটি অর্জন করেছে এই বিশেষ সম্মানের এই অ্যাওয়ার্ড।
সফটওয়্যার টুলটির নির্মাতা প্রতিষ্ঠান Activation Ltd. এর সিইও জনাব রায়হান সিকদার রাজন জানান, নিঃসন্দেহে এমন পুরষ্কার দেশের জন্য অশেষ গর্বের। এ পুরষ্কার প্রমাণ করে মানব সম্পদ ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য মন্ত্রনালয় অন্যান্য সব দেশের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে রইলো।
তবে এ সকল কিছুর মূল ভাবনা, পৃষ্ঠপোষকতা ও সৃজনশীলতায় যে মানুষটির নাম অগ্রগণ্য তিনি হলে স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান #মহাপরিচালক_অধ্যাপক_আবুল_কালাম_আজাদ স্যার। তাঁর ব্যতিক্রমী ভাবনা, স্বচ্ছতা, প্রযুক্তি সম্পৃক্ততা ও উদ্ভাবনী শক্তির সফল প্রয়োগ ঘটেছে আমাদের HRIS এ। ফলে সহজ হয়ে প্রযুক্তিনির্ভর মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নত হয়েছে ডিজিটাল স্বাস্থ্যসেবার পরিসর।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এর এমবিটি বিভাগের চিকিৎসক ডাঃ মারুফুর রহমান অপু রাজবাড়ীবিডি ডট কম-কে জানান, পুরষ্কার যে কোন কাজের জন্য একটি স্বীকৃতি।
অধিদপ্তরের এইচআরএম সিস্টেমটি একটি ইউনিক সফটওয়্যার ট্যুল যার মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ, তড়িৎ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্ভব হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক এবং এমআইএস এর শ্রদ্ধেয় পরিচালক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
অ্যাকটিভেশন আইটি’র পক্ষ থেকে আরো জানানো হয় যে, বিশ্বের প্রায় ২২ টি দেশের মধ্যে প্রতিযোগিতায় মাত্র ভগ্নাংশ ব্যবধানে হংকং প্রথম ও বাংলাদেশ দ্বিতীয় হয়। বিশেষ করে এতো দ্রুত সময় প্রযুক্তিনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনার মডেল তৈরী করা এবং একটি সম্পূর্ণ নতুন ‘হেলথ মিডিয়া আর্কাইভ’ নির্মাণকে সাধুবাদ জানান আন্তর্জাতিক বিচারকবৃন্দ।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ‘মিডিয়া মনিটোরিং সেল‘ এর প্রাক্তন ফোকাল পার্সন ও কো-অর্ডিনেশন অ্যান্ড সাপোর্ট সেন্টার (সিএসসি) প্রতিনিধি ডাঃ রাজীব দে সরকার এর যোগাযোগ করা হলে তিনি জানান যে, প্রতিদিন স্বাস্থ্য বিভাগ নিয়ে আমরা ভালো মন্দ নানা খবর শুনি।
কিন্তু জবাবদিহিতার এ যুগে কোন তথ্যকে আর ছোট করে দেখার সুযোগ নেই। আমার এবং আমার দলের সম্মানিত সদস্যদের কাজই ছিলো স্বাস্থ্যখাতের এই তথ্য বা খবরগুলোকে বিশেষ ট্যুল দিয়ে আর্কাইভিং করা এবং একটি ফীডব্যাক প্রদান করা। সেই ফীডব্যাক একদিকে যেমন পৌছে দেওয়া হতো টার্গেট প্রতিষ্ঠানের কাছে, অন্যদিকে তা পৌছে যেতো মন্ত্রনালয় বা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্তদের কাছে।
অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ স্যারের সুস্পষ্ট নির্দেশনা ছিলো, রেজপন্সিভ হয়ে নয় বরং প্রো-অ্যাকটিভ হয়ে কাজ করতে হবে এবং আমার দল সেটাই করেছে এবং বর্তমানে করে যাচ্ছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধান বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বে-নজির আহমেদ স্যার এবং পরিচালক (প্রশাসন) ডাঃ সমীর কান্তি সরকার স্যারকে।
দেশের তথ্যপ্রযুক্তি খাতের সকল মহলে আলোচিত হচ্ছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের এই অর্জন। বিশেষ করে হংকং, জাপান, অষ্ট্রেলিয়া, চায়নার মতো হেভি ওয়েট আইটি নির্ভর দেশ গুলোর সাথে টেক্কা দিয়ে এই অর্জন জাতি হিসেবে আমাদের জন্য এক অসামান্য প্রাপ্তি। যথোপযুক্ত পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারের অন্যান্য বিভাগও এই উৎকর্ষ অর্জন করবে এমন আশা সংশ্লিষ্ট সকলের।
দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক

দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক

জানি আলম তালুকদার
সময় টিভি
দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক
*************************
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের ধারণা দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর গণগ্রন্থাগারে "দারিদ্র্য বিমোচন ও মৌলিক অধিকার নিশ্চিতকরণ নিয়ে" আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'একবারে গ্রামীণ জনপদের ঘরের কাছে, বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে, প্রসূতি মায়েদের সেবা দেয়া হচ্ছে। দক্ষিণ-পূর্বে কমিউনিটি ক্লিনিকের একটি মডেল হয়ে গেছে। যখন যেখানে গিয়েছি, শুনেছি বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক হচ্ছে দক্ষিণ এশিয়ায় রোল মডেল।'
তিনি আরো বলেন, 'ভবিষ্যত বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রের জন্য বাজেটের বরাদ্দ বাড়িয়ে দিলে আমি আপনাদের আরো সার্ভিস দিতে পারবো।'
নগর স্বাস্থ্য কার্যক্রম বিষয়ক এ্যাডভোকেসি সভাঃ

নগর স্বাস্থ্য কার্যক্রম বিষয়ক এ্যাডভোকেসি সভাঃ

শামিম রেজা
আজ কমি্উনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্লানের আওতায় নগর স্বাস্থ্য কার্যক্রমের বিভিন্ন ইস্যু ও করণীয় নির্ধারণ বিষয়ে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)ও চিকিৎসক সমাজের নেতা ডাঃ এহেতশামুল হক চৌধুরী (মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ স্যারের পক্ষে)প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক(পরিকল্পনা)প্রফেসর ডাঃ এনায়েত হোসেন । অনুষ্ঠানে পরিচালক, আইপিএইচএন; পরিচালক ও উপপরিচালক, স্বাস্থ্য, ঢাকা বিভাগ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন শাখার উপ সচিব ও সিনিয়র সহকারী সচিব, ঢাকা জেলার সম্মানিত সিভিল সার্জন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাগণ; সংশ্লিষ্ট ওপি’র প্রতিনিধি, নগর স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন উন্নয়ন সহযোগি সংস্থা (বিশেষ করে জাইকা প্রতিনিধি) ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন কমি্উনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্লানের সম্মানিত লাইন ডাইরেক্টর প্রফেসর ডাঃ মোঃ আবুল হাসেম খান।
Image may contain: 2 people, people sitting and indoorসাধারণ ভাবে নগরে প্রাথমিক স্বাস্থ্য সেবার দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের। বিশেষ করে ঢাকা শহরে দুই সিটি কর্পোরেশনের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উন্নয়ন সহযোগি সংস্থা এবং এনজিও সমূহ সিটি কর্পোরেশনের এই কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করে থাকে। আবার অন্যদিকে এই ঢাকা মহানগরীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারী, টারশিয়ারী ও বিশেষায়িত স্বাস্থ্য সেবা বিদ্যমান। এই সমস্ত হাসপাতালে (যেমনঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) নগর বাসী প্রাথমিক স্বাস্থ্য সেবাও নিচ্ছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন), প্রাইভেট কিংবা এনজিও পরিচালিত এই সব স্বাস্থ্য সেবা কার্যক্রমের (আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রোজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রংধনু ক্লিনিক ইত্যাদি)সাথে স্বাস্থ্য বিভাগের কার্যকরী যোগাযোগ ও সমন্বয় সম্ভব হচ্ছে না।অন্যদিকে নগরের ঝুপরি, বস্তিবাসি কিংবা ভাসমান মানুষের স্বাস্থ্য সেবা একটি গুরুত্বপূর্ন ইস্যু হয়ে উঠেছে। তাছাড়া ক্রমবর্ধমান দূষন, খাদ্যাভাস পরিবর্তন এবং সর্বোপরি অসংক্রামক রোগের প্রাদুর্ভাব নগর স্বাস্থ্য বিষয়টিকে জটিল করে তুলেছে।(শ্রদ্ধেয় এডিজি, প্রশাসন মহোদয় যেমন বললেন, এই শহরের একটি নিদ্দিষ্ট এলাকার ভাসমান জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমন আশংকাজনক)।এজন্য আরবান হেলথ একটি ব্রড ও হলিস্টিক ইস্যু। আরবান হেলথ ঝুকি মোকাবেলায় হলিস্টিক এপ্রোচ এ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার দের একসাথে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।সে উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এ কর্মশালার আয়োজন করা হয়।
আজকের আলোচ্য বিষয় সমূহঃ
১. নগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয় এমন সরকারী –বেসরকারী সংস্থার বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও এনজিও দের সাথে একটি কার্যকর সমন্বয় সাধন করা, প্রয়োজনে সহযোগিতা করা এবং একটি রির্পোটিং সিস্টেম চালু করা;
২. ঢাকা সহ সারা দেশে যে গভঃমেন্ট আউটডোর ডিসপেন্সারী (জিওডি) সমূহ আছে তার সংস্কার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহের মাধ্যমে শক্তিশালী করা (জাইকার সহযোগিতায়);
৩. নগরে অবস্থিত বিদ্যমান বক্ষব্যাধি ক্লিনিকসমূহে আরবান প্রাইমারী হেলথ কেয়ার চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
৪. বস্তি বা ভাসমান, শিল্প শ্রমিক মানুষের মাঝে স্যাটেলাইট ক্লিনিক পরিচারনা করা;
পরবর্তীতে এ বিষয়ে একটি কার্যকরী রূপরেখা প্রণয়ন করা হবে। সম্মানিত লাইন ডাইরেক্টর মহোদয় কর্মশালার পুরোটা সময় উপস্থিত থেকে তার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এবং অনুষ্ঠানের সার্বিক দেখভাল করেছেন। সিবিএইচসি’র আওতায় আরবান হেলথ কার্যক্রমের সফলতা কামনা করছি।
সকল সিএইচসিপির পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা

সকল সিএইচসিপির পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা

সকল সিএইচসিপির পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা
GREAT CONGRATULATIONS to DIGITAL DG HEALTH of DIGITAL BANGLADESH -- Prof.Dr. Abul Kalam Azad Sir for Winning Prestigious APICTA Merit Award among 22 Countries from Asia Pacific Region .
------ With Thanks & Great Congrats CONGRATS ---
আইসিটি এডমিন প্যানেল।