Monday, December 11, 2017

দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক

জানি আলম তালুকদার
সময় টিভি
দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক
*************************
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের ধারণা দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর গণগ্রন্থাগারে "দারিদ্র্য বিমোচন ও মৌলিক অধিকার নিশ্চিতকরণ নিয়ে" আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'একবারে গ্রামীণ জনপদের ঘরের কাছে, বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে, প্রসূতি মায়েদের সেবা দেয়া হচ্ছে। দক্ষিণ-পূর্বে কমিউনিটি ক্লিনিকের একটি মডেল হয়ে গেছে। যখন যেখানে গিয়েছি, শুনেছি বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক হচ্ছে দক্ষিণ এশিয়ায় রোল মডেল।'
তিনি আরো বলেন, 'ভবিষ্যত বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রের জন্য বাজেটের বরাদ্দ বাড়িয়ে দিলে আমি আপনাদের আরো সার্ভিস দিতে পারবো।'

শেয়ার করুন

0 comments: