Showing posts with label স্বাস্থ্য সহকারী. Show all posts
Showing posts with label স্বাস্থ্য সহকারী. Show all posts

Saturday, September 8, 2018

এলাকার গন্যমান্য ব্য‌ক্তি বর্গ নি‌য়ে এক জরু‌রী সভা

এলাকার গন্যমান্য ব্য‌ক্তি বর্গ নি‌য়ে এক জরু‌রী সভা


জুনায়েদ ইসলাম সিএইচসিপি।। আজ ৮/৯/১৮ইং বেলা ১১ ঘটিকার সময় বিশ‌গি‌রিপাড়া ক‌মিউ‌নি‌টি ক্লিনিকের পা‌শে সিজি ও এলাকার গন্যমান্য ব্য‌ক্তি বর্গ নি‌য়ে এক জরু‌রী সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপ‌তিত্ব ক‌রেন ওর্য়াড মেম্বার মিজানুর রহমান।‌বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রামচন্দ্রকুড়া ইউনিয়নের সচিব মহোদয়।সভায় সি‌সির বি‌ভিন্ন সমস্যা নি‌য়ে অা‌লোচনা হয়।সচিব মহোদয় সভাপতি সাহেবকে সিসিতে পা‌নি ও টয়‌লে‌টের ব্যবস্থা করতে বলেন ৷মেম্বার সা‌হেব চেয়ার‌ম্যো‌নের সা‌থে অা‌লোচনা ক‌রে পা‌নি ও টয়‌লে‌টের ব্যবস্থা কর‌বেন ব‌লে সভায় অাশ্বাস দেন।

Friday, September 7, 2018

আমরা সিএইচসিপিরা কতবড় স্বার্থপর

আমরা সিএইচসিপিরা কতবড় স্বার্থপর


মোঃ কায়কোবাদ রানা।।  আমি নিজেকে নিজেই ক্ষমা করতে পারছি না। ৫০০হাজার নয়, ২০০০হাজার নয়,১০০০হাজার নয়। আমার মনে হয় ১৪০০০হাজার সিএইচসিপি মাত্র জন প্রতি ৭০০/৮০০শত করে টাকা দিলেই মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় এই নিষ্পাপ শিশুর জীবন টা বাঁচাতে পারতাম । ছিঃ ছিঃ ভাবতে আমার লজ্জা লাগছে!  ইয়া আল্লাহ!! তুমিই আমাদের একমাত্র রহম করনে ওয়ালা তুমি ছাড়া আমাদের ফিহাকে বাঁচানে ওয়ালা আর কেউ নেইএছাড়া আর কোনো উপায় ও পাচ্ছি না
আপনারাই পারেন আমার হৃদয়ের ধন কলিজার টুকরাকে আমার বুকে ফিরিয়ে দিতে

আপনারাই পারেন আমার হৃদয়ের ধন কলিজার টুকরাকে আমার বুকে ফিরিয়ে দিতে

সংবাদ ডেস্ক।। তাসলিমা আপা বলেল, আমি বড়ই অসহায় কাদঁতে ও পারছিনা সইতেও পারছিনা। প্রতিদিনের চিকিৎসা খরচ মেটানো খুব বেশি কষ্ট হচ্ছে। যেদিকে তাই সেদিকেই অন্ধকার। কবে শুনবো আমার হৃদয়ের ধন কলিজাটা সম্পূর্ন সুস্ত্য। এ যে কতো কষ্টের তা কি করে বুজাই।  যাচ্ছে সময়, খরচ হচ্ছে অর্থ! বাড়ছে মানসিক যন্ত্রনা। পাচ্ছিনা কুল কিনারা নিরাশা আর হতাশায় ভোগছি আমরা। পাচ্ছি না সুচিকিৎসা - কারন এ রোগের সুচিকিৎসা এ দেশে নেই। আছে নামি দামী দেশী বিদেশী সার্টিফিকেট ও পরিক্ষা নিরিক্ষার মেশিন। নেই শুধু মনোবল। রোগি পাওয়া মানে টাকার মেশিন পাওয়া- এমনিই!
গচ্ছিত অর্থকুড়ি যা ছিলো তা শেষ করে হাত পেতেছি আপনাদের কাছে - সময় খুব কম ৭ দিনও যাচ্ছে না রক্ত পানি হয়ে যাচ্ছে। আর কতোদিন রাখবো রক্ত ভরে? গায়ে বিন্দু পরিমান রক্ত তৈরি হচ্ছে না। জরুরী উন্নত সুচিকিৎসা দরকার। আপনারাই পারেন আমার সন্তানকে বাচাতে।দরকার কোটি টাকার উপরে। যা আমার পক্ষে সম্ভব না।
মনে রাখবেন আপনার দানকৃত অর্থই পারে আমার মা মনির মুখে হাসি ফুটাতে।আপনারাই পারেন ফিহার চিকিৎসা খরচ মেটাতে। 

 আপনারাই পারেন আমার হৃদয়ের ধন কলিজার টুকরাকে আমার বুকে ফিরিয়ে দিতে



বিকাশ পারসোনাল-
01818191415
01714980451
01714804279
একাউন্ট নং
১। M/s Matrimomota Enterprize .
Account Number 2056901012097
Pubali Bank
Charpara Branch Mymensingh.
এবং
২। mst Taslima Akter
0810010013001
Rupali Bank
Trishal Mymensingh.

Friday, July 13, 2018

আসছে জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস।

আসছে জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস।

জেসমিন সুলতানা (পুষ্প)
জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস।

আসছে জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস।
হোসেনপুর উপজেলার সকল সেবা গ্রহিতাদের জন্য সুখবর।আসছে আগামী ১৪/০৭/২০১৮ইং তারিখ শনিবার "জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস সারা বাংলাদেশে একযুগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।ইতিমধ্যেই কিশোরগঞ্জ জেলার, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ নাসিরুজ্জামান শেলিম স্যার মহোদয়ের নেতৃত্বে "জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন" দিবসটির প্রস্তুতি কাজ সম্পুর্ণ হয়েছে।
আমি হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল স্বাস্থ্য কর্মীদের পক্ষ্য থেকে স্যার কে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।
আমি হোসেনপুর উপজেলার সকল সেবাগ্রহীতা বিশেষ করে ৬মাস-৫৯মাস বয়সী সকল শিশুর মা-বোনদের বিশেষ আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই নিজ দায়িত্বে আপনার নবজাতক শিশুটিকে আপনার বাড়ির পাশের কেন্দ্রে নিয়ে আসুন,ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন এবং বর্তমান সরকার শেখ হাসিনার স্বপ্ন শিশুমৃত্যু হ্রাস করতে জাতীয় প্রোগ্রামে অংশ গ্রহণ করুন।
অন্ধত্ব ও অপুষ্টিত্ব প্রতিরোধ করতে,
আপনার শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসুন।
ভিটামিন এ খাওয়ান,
শিশু মৃত্যুর ঝুকি কমান।

Monday, July 9, 2018

 জাতীয় ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্বক সফল করার লক্ষ্যে  মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পর্কে জানানো

জাতীয় ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্বক সফল করার লক্ষ্যে  মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পর্কে জানানো

ঝিনাইদহ প্রতিনিধি

জাতীয় ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্বক সফল করার লক্ষ্যে  মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পর্কে জানানো এবং ক্যাম্পেইনের দিন মসজিদ মাইকের মাধ্যমে সংযুক্ত বার্তাটি প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
In order to make the national Vitamin 'A' plus campaign a success, all the religious organizations including mosques, madrasas, temples and churches were informed about feeding Vitamin 'A' capsules and urging them to take necessary measures to spread the message through mosque microphone on campaign day.

Thursday, July 5, 2018

জাতিসংঘের জনপ্রশাসন বিভাগের প্রতিনিধির দল

জাতিসংঘের জনপ্রশাসন বিভাগের প্রতিনিধির দল

নিজস্ব প্রতিনিধি
জাতিসংঘের জনপ্রশাসন বিভাগের প্রতিনিধিদের কাছে ডেটা বিশ্লেষণ ও ব্যবস্থাপনায় স্বাস্থ্যের আইসিটি ব্যবহার প্রদর্শন করা হচ্ছে। তাদের মুখ নেভিগেশন mesmerized চেহারা সত্যিই গর্ব একটি বিষয় ছিল। আমাদের কৃতিত্বের একটি বিশ্বব্যাপী প্রদর্শন তার পথে চলেছে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগে মহাপরিচালক অধ্যাপক অধ্যাপ আবদুল কালাম আজা
আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড

আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড

ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ১৪ জুলাই ২০১৮ (৩০ আষাঢ় ১৪২৫) রোজ শনিবার সারাদেশব্যাপী উপযাপন উপলক্ষ্যে সংযুক্ত মসজিদ বার্তাটি আপনার আওতাধীন সকল মসজিদে শুক্রবার জুম্মার নামাজের খুতবার পূর্বে সম্মানীত ইমাম অথবা খতিবের মাধ্যমে মসজিদে আগত মুসল্লিগণের মাঝে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। উল্লখ্য যে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাইকিং এর সময় উক্ত বার্তাটি প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। 

Upcoming National Vitamin A 'plus Campaign (1st Round) 14 July, 018 (30 Ashadh 1425) Everyday mosque message related to the nationwide prayer on the mosque will be held on Friday in front of th Jumma prayer before you, to take measures to propagate among the devotees coming to the mosque through the revered Imam or Khatib. The request was made. It is noteworthy that at the time of Mikeing at union and ward level, the message was requested for the promotion of the message.

Tuesday, January 2, 2018

ট্যাক‌নিক্যাল পদ মর্যাদ‌া পে‌তে হ‌লে আ‌গে যোগ্যত‌া অর্জন কর‌তে হ‌বে।

ট্যাক‌নিক্যাল পদ মর্যাদ‌া পে‌তে হ‌লে আ‌গে যোগ্যত‌া অর্জন কর‌তে হ‌বে।

ফারুক
মূল্যায়ন ও প্রত্যাশা
সু‌প্রিয় স্ব‌াস্থ্য সহকারী সহকর্মীবৃন্দ, 
সফল ভা‌বে আ‌ন্দোলন কর্মসূচী পাল‌নের জন্য আপনা‌দের সকল‌কে শু‌ভেচ্ছা। কিন্ত আমি যতটা জfনি, আমরা যা চা‌চ্ছি(দাবী~১), তা দেওয়ার ক্ষমত‌া বাংলা‌দে‌শের পিএম এরও নে। সেজন্যই বারবর আশ্বাস পা‌চ্ছি। কিন্তু আসলটা পা‌চ্ছি না।
‌পে‌তে হ‌লে আ‌গে যোগ্যত‌া অর্জন কর‌তে হ‌বে। ম‌নে রাখ‌তে হ‌বে, হাওয়ায় বি‌ল্ডিং করা‌র বা করা‌নোর সাধ্য ক‌া‌রো নেই। আ‌গে মা‌টি লাগ‌বে। তা‌তে ফাউ‌ন্ডেশন কর‌তে হ‌বে। তারপর বি‌ল্ডিং দাড় করা‌নো যা‌বে।
‌কোন কর্মকর্তা ই‌চ্ছে কর‌লে বা তা‌কে ব‌াধ্য কর‌লে ট্যাক‌নিক্যাল পদ মর্যাদ‌া দেওয়ার সাধ্য তার নেই।
ঐ পদ হা‌সিল কর‌তে হ‌লে ডি‌প্লোমা করা বাধ্যত‌ামূলক। ডি‌প্লোমা ছাড়া ঐ মর্যাদা হা‌সিল করার চিন্তা হাওয়ায় অট্টা‌লিকা তৈরীর স্ব‌প্নের মত। সেজন্যই আ‌মি লি‌খে‌ছিলাম চাকুরীরত প্রিয় সহকর্মী‌দের ইন সা‌র্ভিস ডি‌প্লোম‌া করার সি‌স্টেম চালুর ব্যবস্থা করতে হ‌বে। দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে কর্মরত সকল‌কে এই কোর্স সমাপন করা‌তে হ‌বে। চাকুরী বি‌ধি সং‌শোধন ক‌রে এই কোর্স এডজাষ্ট কর‌তে হ‌বে। কোর্স সমাপন সা‌পে‌ক্ষে ট্যা‌নিক্যাল পদ মর্যাদা এবং ঐ মর্যাদার আ‌র্থিক বে‌নি‌ফিট পা‌বেন ম‌র্মে প‌রিপত্র জারী কর‌তে হ‌বে।
সেখা‌নে আ‌মি আমার প্রিয় সহকর্মী‌দের সকল ডিসকার্সান গু‌লো খু‌টি‌য়ে খু‌টি‌য়ে প‌ড়ে‌ছি। বি‌শ্লেষণ ক‌রে‌ছি। আর বারংবার ম‌নে ক‌রে‌ছি আ‌মি বোধ হয় জগ‌তের সব চাই‌তে বোকা লোক। আ‌মি ম‌নে হয় নিয়ম কানুন কিছুই জা‌নিনা। সেজন্যই মন্ত্রণাল‌য়ের প্রশাস‌নের একজন স‌র্বোচ্চ কর্তা‌কে বিষয়‌টি ব‌লেছিলাম। তি‌নি আমার উপর রা‌জ্যের বির‌ক্তি নি‌য়ে বল‌লেন, "স্বয়ং ....... এ‌সে বল‌লেও আ‌মি এই প‌রিপত্র জারী কর‌তে পার‌বো ন‌া। বাংলা‌দে‌শে এই ক্ষমতা কা‌রো নেই।"
কিন্তু আ‌জো দেখছি আমার প্রিয় সহকর্মীগণ অ‌নে‌কেই আমার ইন সা‌র্ভিস কোর্স বক্তব্য‌কে ফাঁদ ব‌লে আখ্যা‌য়িত কর‌ছেন। আ‌মি এ‌তে একটুও কষ্ট পা‌চ্ছিনা। বরং খুবই এক্সাই‌টেড হ‌য়ে হাওয়ায় অট্টা‌লিকা তৈরীর প্র‌ক্রিয়া দেখ‌তে অধীর আগ্র‌হে অ‌পেক্ষা কর‌ছি।
‌প্রিয় সহকর্মীবৃন্দ, আ‌মি যে লিখা ‌লিখলাম তা‌তে হয়ত অ‌নে‌কে ম‌নে কষ্ট পে‌তে পা‌রেন। সেজন্য কর‌জো‌ড়ে ক্ষমা চে‌য়ে নি‌চ্ছি আপনা‌দের কা‌ছে। আশা ক‌রি আপনা‌দের নিজ গু‌নে আ‌মি হয়ত ক্ষমা প্রাপ্ত হব।
ত‌বে আমার আজ বারংবার ম‌নে পড়‌ছে বহুল উচ্চা‌রিত প্রবচন, "গরী‌বের কথা বাসী হ‌লে ফ‌লে।"
তথাপীও সর্ব শ‌ক্তিমা‌নের কা‌ছে দোয়া ক‌রি, আমার ধারনা বা ভাবনা মি‌থ্যে প্রমা‌নিত হোক, আমার প্রিয় সকল সহকর্মীর দাবী পূরণ হোক।
আপনা‌দের সক‌লের মঙ্গল কামনা কর‌ছি। আপনা‌দের দাবীর সফল বাস্তবায়ন কামনা কর‌ছি।


Friday, December 29, 2017

স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি

স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি

"বিসমিল্লাহির রাহমানির রাহিম" বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন এর সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগামী ০১/০১/২০১৮ ইং তারিখ হতে ই, পি,আই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হতে বিরত থাকার জন্য অনুরোধ ক্রমে নির্দেশ প্রদান করা যাচ্ছে। আগামী ০১/০১/২০১৮ হতে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ই, পি,আই সহ সকল কর্মসূচী বাস্তবায়ন করা হতে বিরত থাকার প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কর্মসূচী সফল করার জন্য সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্ধের প্রতি বিনীত ভাবে অনুরোধ করছি। সেইসাথে মানববন্ধন কর্মসূচীতে স্বতঃস্ফুর্ত ভাবে সর্বকালর অন্যতম সেরা মনববন্ধন কর্মসূচী সফল ও স্বার্থক করার জন্য দেশের সকল স্বাস্থ্য সহকারীর প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নেই, দাবি আদায় করেই ঘরে ফিরতে চাই। জসিম উদ্দীন চৌধুরী, দপ্তর সম্পাদক, বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন।

Wednesday, December 27, 2017

CHCP দের আন্দোলন সম্পর্কিত অনেকে অনেক রুপরেখা তৈরী করছেন।

CHCP দের আন্দোলন সম্পর্কিত অনেকে অনেক রুপরেখা তৈরী করছেন।

সময় গেলে সাধন হবে না
CHCP দের আন্দোলন সম্পর্কিত অনেকে অনেক রুপরেখা তৈরী করছেন। অবশ্য যেকোন আন্দোলন সফল করতে হলে সঠিক পরিকল্পনা প্রয়োজন। কিন্তু মনে রাখতে হবে সব কিছুর সঠিক সময় থাকে সেই সময় পার হলে রেভ্যুনিউ আর সাধন হবে না। তাই আমার মতে পরিকল্পনা তৈরী করতে যেন আমরা অযথা সময় নস্ট না করি। কেননা সামনে নির্বাচন বিরোধী দল ও বিভিন্ন কর্মপরিকল্পনা তৈরী করছে। তাদের আন্দোলনে যেন আমাদের আন্দোলন হারিয়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তাছাড়া নির্বাচন এলে দেশ আর মন্ত্রীদের এখতিয়ারে থাকে না হয়ে যায় আমলাদের। তাই দ্রুত আনদোলনের রুপরেখা তৈরী করে আন্দোলনের ঘোষনা প্রদান করার অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে।
জয় হোক CHCP দের।
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

"বিসমিল্লাহির রাহমানির রাহিম" এতদ্বারা বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয়,বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং সকল স্বাস্থ্য সহকারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৭/১২/২০১৭ ইং ডিজি স্যারের সাথে বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী ২৯/১২/২০১৭ ইং তারিখে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০.০০ টায় মানববন্ধন কর্মসূচী পালিত হবে এবং ০১ লা জানুয়ারি ২০১৮ হইতে ই,পি,আই সহ সকল কর্মসূচী বাস্তবায়ন করা হতে বিরত থাকার জন্য বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন এর সকল সদস্যকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। আমাদের কর্মসূচীর সাথে বাংলাদেশ ইন্সপেক্টর সেক্টরাল এসোসিয়েশন (BISA) পূর্ণ সমর্থন দেয়ায় BISA এর নেতৃবৃন্ধের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। জসিম উদ্দীন চৌধুরী, দপ্তর সম্পাদক, বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন।Image may contain: 4 people, people sitting

Thursday, December 21, 2017

সিএইচসিপি দের চাকুরী সরকারীকরণ এবং প্রস্তাবিত নতুন নিয়োগবিধি

সিএইচসিপি দের চাকুরী সরকারীকরণ এবং প্রস্তাবিত নতুন নিয়োগবিধি

মোঃ আকরাম চৌধুরী

সিএইচসিপি দের চাকুরী #সরকারীকরণ এবং প্রস্তাবিত নতুন #নিয়োগবিধি/২০১৭ বাতিল পূর্বক সিএইচসিপিদের #নিয়োগবিধির আওতায় সিএইচসিপি দের #অর্ন্তভুক্ত করার দাবিতে#সিলেট_জেলা_সিএইচসিপি_এসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যান সমিতির চলমান আন্দোলনের সাথে #একাত্মতা প্রকাশ করছি।

Saturday, December 16, 2017

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রসঙ্গে :Swarup Roy

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রসঙ্গে :Swarup Roy

যে কোনও বিশেষ দিন আর আট দশটা দিনের চেয়েও আলাদা গুরুত্ব বহন করে । আপনার গত পাঁচ দিন আগের দুপুরের খাবারের মেনু কি ছিলো সেটা হয়তো মনে নাও থাকতে পারে কিন্তু আপনার বিবাহ অনুষ্ঠানের মেনু আপনার সারা জীবন মনে থাকবে , কিংবা গত জন্মদিনের পার্টির মেনুও অনেক দিন মনে থাকবে । এক্ষেত্রে মনে থাকার একমাত্র কারণ হচ্ছে বিশেষ দিনের উপলক্ষে ছিলো বলে । ঠিক তেমনই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনও জাতীয় জীবনের একটি বিশেষ দিন । এই দিনের যে কোনও ঘটনা আলাদা গুরুত্ব বহন করে । আমাদের এক সমাপ্ত ইপিআই কর্মসূচি বন্ধ রাখার চেয়ে একটি জাতীয় কর্মসূচি বন্ধ রাখা দাবি আদায়ের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে । আমাদের সৌভাগ্য আমরা এরকম একটি মহান কর্মযজ্ঞের অংশীদার । অথচ আমাদের কর্তৃপক্ষের উদাসীনতায় আমরা চরম অবহেলিত । আমরা ঘামে ভিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারা বাংলার শিশুর স্বাস্থ্য সুরক্ষা করি । অথচ জাতীয় কর্মসূচিতে নার্সদের দিয়ে আমাদের কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে আমাদের অবদান অন্ধকারে ফেলে রাখা হয় । সারা দেশের জনগণ এমন মেসেজ পাই যে আমরা নই নার্সরাই এ কাজের কান্ডারী । ব্যাপারটা এমন যে আমরা কলুর বলদের মতো খাটি আর সুবিধা ভোগ করে অন্য কেউ । আর এজন্যই আমাদের ফসলের উপর ভাগ বসাতে আসে অন্য কেউ । আমাদের অর্জন গুলি অন্যেরা নিজেদের বলে দাবি করে । তাই আমরা এই জাতীয় বিশেষ দিন বর্জনের মাধ্যমে আমরা আমাদের অস্তিত্ব জানান দিতে চাই । আমরা 500/1000 টাকা বরাদ্দের জন্য নয়, আমরা আমাদের মূল দাবি আদায়ের জন্য এবং আমাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি বর্জন করবো । বরাদ্দ নিয়ে এবং কর্মসূচি বিষয়ে আমাদের বিভিন্ন অভিযোগ হতাশা রয়েছে, কিন্তু সেটা মূল দাবির তুলনায় অতি গৌণ । কোনও রকম বরাদ্দ ছাড়াও সারা বাংলার স্বাস্থ্য সহকারীগণ নিজেদের পকেটের টাকা খরচ করে এত বছর যাবৎ এই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন করে এসেছে । আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবো অর্থমন্ত্রী তো অনেক দূরের স্বয়ং আমাদের স্বাস্থ্য মন্ত্রীও জানেন না যে স্বাস্থ্য বিভাগের এই সামান্য বেতনের স্বাস্থ্য সহকারীরাই এতোবৎসর যাবৎ সরকারের মুখাপেক্ষী না থেকে নিজেদের পকেটের নগদ কোটি কোটি টাকা খরচ করে এই জাতীয় কর্মসূচি সফল ভাবে সম্পাদন করে আসছে ( সরকারের বরাদ্দের টাকা কর্মসূচি বাস্তবায়নের অনেক পরে স্বাস্থ্য সহকারীর হাতে আসে ) । 
তাই আমরা আমাদের মূল দাবি তথা চার দফা দাবি আদায়ের প্রথম কর্মসূচি হিসাবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বর্জন করি । এক্ষেত্রে আমাদের আন্দোলনের গতি শ্লথ করতে হয়তো কর্তারা আমাদের সামনে সামান্য বরাদ্দ নামক মূলা ঝুলিয়ে দিতে পারে । তাই আমাদের সতর্ক থাকতে হবে । সামান্য বরাদ্দের বিনিময়ে আমরা আমাদের মূল লক্ষ্য হতে পিছু হইবো না এবং আমাদের এতবড় সুযোগ হাতছাড়া করবো না । ( এই বিষয়ে আমার আগের একটা লেখা নেতৃবৃন্দদের মনে করিয়ে দিতে চাই । নিন্মে আগের লেখাটি দেওয়া হলো ।)
________________________________________
23 ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2017 এর দ্বিতীয় রাউন্ড । 23 ডিসেম্বর প্রোগ্রামের তারিখ নির্ধারিত হওয়ায় এই জাতীয় প্রোগ্রাম টি আমাদের জন্য হতে পারে দারুণ এক ট্রাম কার্ড । এটা জাতীয় কর্মসূচি হওয়ায় আমাদের জন্য একটা দারুণ সুযোগ হতে পারে দাবি আদায়ের হাতিয়ার হিসাবে । আমি নিশ্চিত যে এই বিশাল জাতীয় কর্মযজ্ঞ কিভাবে এবং কাদের মাধ্যমে বাস্তবায়িত হয় সেটা দেশের অনেকেই জানেনা । খোদ স্বাস্থ্য মন্ত্রীও এটা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে কিনা আমার সন্দেহ আছে । নিকট অতীতে আমাদের একটা রাউন্ড সময় মতো হতে পারেনি বলে ( সেটা যে কারণে হোক ) সারা দেশব্যাপী অনেক আলোড়ন সৃষ্টি করেছিল । আর যদি একটা রাউন্ড বন্ধ করে দেওয়া হয় সেটা দেশব্যাপী কি ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে সেটা সহজেই বোধগম্য । আমরা এই জাতীয় কর্মসূচি বাস্তবায়ন থেকে নিজেদের বিরত রেখে জানান দিতে চাই আমরা স্বাস্থ্য বিভাগের কে , আমাদের কাজ কি । স্বাস্থ্য বিভাগের সকল সফল কাজের কারিগর আমরা আর সুফল ভোগী সকলেই, অবহেলিত শুধু আমরা । আমার মনে হয় এক সাপ্তাহ ইপিআই কর্মসূচি বন্ধের চেয়ে একটা জাতীয় কর্মসূচি বন্ধ ঘোষণা অনেক বেশি আলোড়ন সৃষ্টি করবে । তাই আমার ইচ্ছা এবং আমার মনে হয় সারা দেশের প্রত্যেক স্বাস্থ্য সহকারীর ইচ্ছা 19 ডিসেম্বর মানব বন্ধন কর্মসূচি থেকে 23 ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস কর্মসূচি বর্জনের ঘোষণা দেওয়া হোক ।

Friday, December 15, 2017

ঝিনাইদাহ স্বাস্থ্য বিভাগ  মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন।

ঝিনাইদাহ স্বাস্থ্য বিভাগ মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন।

মো তানভীর আহম্মেদ সিএইচসিপি

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন। ঝিনাইদাহ মহান জাতীয় বিজয় দিবস - ২০১৭।বিজয়ের ৪৬ বছর। সবাইকে শুভেচ্ছা।ঝিনাইদাহ সকল  স্বাস্থ্য বিভাগ

 ঝিনাইদাহ সিভিল সার্জন কার্যালয়  স্বাস্থ্য কমপ্লেক্স সদর ঝিনাইদাহ শ্রদ্ধাঞ্জলী নিবেদন।

ঝিনাইদাহ সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য কমপ্লেক্স সদর ঝিনাইদাহ শ্রদ্ধাঞ্জলী নিবেদন।

মো তানভীর আহম্মেদ 

১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। দিনটি জাতির জন্য পরম গৌরবের। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের। তবে একই সঙ্গে দিনটি বেদনারও। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা এবং এটি আমাদের সবার গর্বমহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন।
ঝিনাইদাহ সিভিল সার্জন কার্যালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর ঝিনাইদাহ

Thursday, December 14, 2017

বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ

বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ

নাজমিন স্বাস্থ্য সহকারী

" আল্লাহ সর্বশক্তিমান " বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ এর আজ ০৯/১২/১৭তারিখের সভায় আমামী ২৩/১২/১৭ অনুষ্ঠিতব্য স্বাস্থ্য সহকারীর সাথে চরম বৈষম্য সৃষ্টি কারী জাতীয় ভিটামিন এ প্লাস প্রোগ্রাম বর্জন করার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় সকল স্বাস্থ্য সহকারীর পক্ষ থেকে নেতৃবৃন্ধকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডিজি স্যারকে স্বারকলিপি ও ভিটামিন এ প্লাস এবং EPI কর্মসূচী বন্ধের বিষয়টি মিডিয়াতে প্রচারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি বাস্তবায়ন পরিষদের নিকট আবেদন জানাচ্ছি।দেশের সকল জেলা ও উপজেলা নেতৃবৃন্ধের প্রতি সবিনয় অনুরোধ করছি আপনারা অতি দ্রুত সকল জেলা উপজেলায় মিটিং করে আগামী ১৯/১২/১৭ ঢাকায় মানববন্ধন কর্মসূচী সফল করা, ২৩/১২/১৭ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বর্জন করা এবং আগামী ০১/০১/১৮ হইতে EPI কর্মসূচী বন্ধ করার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য সবিনয় নিবেদন করছি। কর্মসূচী পালনের জন্য সকল উপজেলা নেতৃত্বকে সজাগ, সচেতন এবং সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। বাঁচব নাহয় মরব এমন দৃঢ় সংকল্প করতে হবে। আমাদের চির কাংখিত, শতভাগ ন্যায্য বেতন স্কেলসহ টেকনিক্যাল পদ-মর্যাদার দাবি আদায় করেই ঘরে ফিরব সেই দীপ্ত শপথ নিয়েই কর্মসূচী পালনের সিদ্ধান্তে অটল থাকব। আল্লাহর সাহায্যই আমাদের জন্য যতেষ্ঠ হোক।
দাবি আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতাদের যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদা

দাবি আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতাদের যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদা

রবিউল ইসলাম
দাবি আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতাদের যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদা দিয়েই বলছি যে যত দ্রুত সম্ভব ২ / ৪ দিনের মধ্যে আপনারা কেন্দ্রীয় কমিটির সকল সদস্য এবং জেলা পর্যায়ের নেতাদের নিয়ে আন্দোলনের ব্যপারে আলোচনা করে অতি দ্রুত একটি আলটিমেটাম প্রদান করুন। এবং সেই মোতাবেক আন্দোলনের ডাক দিন। আশা রাখি অধিকাংশ CHCP সাড়া দেবে। এটা ঠিক যে অনেক দুঃখ কস্ট আছে আপনাদের মনে অনেকের fb নেতামুর কারনে। তবে নেত্ত্ত দিতে গেলে অনেক ত্যাগ করতে হয় বা অনেক কথা শুনা লাগে। তাই বলছি পাছে লোকের কথা না ভেবে যত দ্রুত সম্ভব আনদোলনের ডাক দিন। যেহেতু মহামান্য আদালতের রায়ও আছে আমাদের সাথে। তাই এখনই সময় আন্দোলনের। তা না হলে পরে নেতৃত্ত সংকটে পড়বেন। তখন আর নেতাদের ডাকে কেউ সাড়া দেবে না। তাই বিনয়ের সাথেই বলছি বিষয়টি ভেবে দেখবেন । সকল CHCP দের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি 
আল্লাহ হাফেজ
জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেই‌নের বা‌জেট ব্রেকা‌পে স্বাস্থ্য সহকারী পদ‌কে স্বাস্থ্য কর্মী ব‌লে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।

জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেই‌নের বা‌জেট ব্রেকা‌পে স্বাস্থ্য সহকারী পদ‌কে স্বাস্থ্য কর্মী ব‌লে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।

এ এইচ এম ফারুক

জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক্যা‌ম্পেই‌নের বা‌জেট ব্রেকা‌পে স্বাস্থ্য সহকারী পদ‌কে স্বাস্থ্য কর্মী ব‌লে উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।
‌নি‌য়োগ বি‌ধি‌তে বিদ্যমান প‌দের প‌রিব‌র্তে অন্য নাম(স্বাস্থ্য সহকারী এর প‌রিব‌র্তে স্বাস্থ কর্মী) সরকারী জিও তে উ‌ল্লেখ করা ঠিক হয়‌নি ব‌লে ম‌নে কর‌ছি।
বা‌জেট ব্রেকা‌পে সক‌লের বরাদ্ধ থাকলেও মূল বাস্তবায়নকারী স্বাস্থ্য সহক‌ারী‌দের জন্য বরাব‌রের মত এবারও কোন বরাদ্ধ রাখা হয়‌নি। এ বছর প্রথম রাউ‌ন্ডে বিষয়‌টি ডি‌জি ম‌হোদ‌য়ের নজ‌রে আন‌লে তি‌নি লাইন ডাই‌রেক্টরের সা‌থে কথা ব‌লে ব্যবস্থা নি‌বেন ব‌লে আশ্বাস দি‌য়ে‌ছি‌লেন। বর্তমান রাউ‌ন্ডে বরাদ্ধ না দি‌লে তারা এ প্লাস কর্মসূচী বর্জন কর‌বেন ব‌লে সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। কোনরূপ ব্যবস্থা না নি‌লে ক্যা‌ম্পেইন বাস্তবায়‌নে সমস্যা তৈরী হ‌বে ব‌লে ম‌নে হ‌চ্ছে।
মাননীয় ডি‌জি ম‌হোদয়, এল‌ডি স্যা‌রের সা‌থে আলাপ ক‌রে স্বাস্থ্য সহকারী‌দের জন্য বরাদ্ধ কর‌নের দ্রুত ব্যবস্থা নি‌তে আপনার নিকট বিন‌য়ের স‌হিত আ‌বেদন কর‌ছি।

Wednesday, December 13, 2017

যেদিন মাননীয় এমপি মহোদয় জাতীয় সংসদে বলেছিল কমিউনিটি ক্লিনিক কে যদি ফুলের বাগান

যেদিন মাননীয় এমপি মহোদয় জাতীয় সংসদে বলেছিল কমিউনিটি ক্লিনিক কে যদি ফুলের বাগান

মিজান সিএইচসিপির
যেদিন মাননীয় এমপি মহোদয় জাতীয় সংসদে বলেছিল কমিউনিটি ক্লিনিক কে যদি ফুলের বাগান ভাবেন তাহলে সিএইচসিপি ঐ বাগানের পরিচর্যাকারী তাহলে কি সেদিন তিনি ভুল বা মিথ্যা কথা বলেছিলেন?আবুল কালাম আজাদ স্যার বলেছিলেন মাঠ পর্যায়ে যে সমস্ত স্টাফ আাছে তাদের মোধ্যে সিএইচসিপিরা বেশি কাজ করে এ কথাও কি স্যার মিথ্যা বা ভুল বলেছিল?কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে আজ রোল মডেল এটা কাদের মাধ্যোমে সম্ভব হয়েছে?বিরোধী দলের কাজ বিরোধীতা করা সরকার যে কাজটিই করুক হয় সেটা ভালো আর না হয় মন্দ বিরোধী দলের কাজ বিরোধিতা করবেই।আমার মনেহয় এই কাজটি যিনি বা যাহার করেছেন তারা নিশ্চয় স্বাস্থ্য বিভাগের রাজাকার।প্রধানমন্ত্রীর স্পর্শ কাতর সফল এবং প্রশংশিত কমিউনিটি ক্লিনিক কে আবার গরুর গোহাল বানাতে চান? এবার ছার দেওয়া হবেনা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করার জায়গা পাচ্ছেন না সময় থাকতে ভালো হয়ে যান ঐ সমস্ত রাজাকার মির্জাফোর রা।সাহস থাকলে ঐ এনজিও কর্মি আপনি সামনে আসুন আর কোন এনজিওর কর্মি আপনি প্লিজ আপনি সামনে আসুন।
$জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন বর্জন$

$জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন বর্জন$

‌মো: অারিফুল ইসলাম সরকার
স্বাস্হ্য সহকারী,


আজ ১২ ডিসেম্বর ২০১৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে UH&FPO Sir সহ সকল স্বাস্থ্য সহকারী ও শংশ্লিস্ট সকলের সমন্বয়ে মাসিক সম�ন্বয় সভা অনুষ্ঠিত হয়, যদিও উক্ত সভার নিয়মিত তারিখ ছিল অাগমী ১৯/১২/২০১৭ তারিখে, অামাদের মানব বন্ধন থকার কারনে পূর্বেই UH&FPO স্যারের সাথে অালোচনা করে অাজকের তারিখ নির্ধারণ করা হয়েছিল।মাসিক সভার প্রচলিচ সকল অালোচনার এক পর্যায়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে অাগামী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন সভাটিও অাজকে করার বিষয়টি অালোচনায় অানেন,অতঃপর সভায় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সম্প্রতি গৃহীত কর্মসুচিসমুহ সম্পর্কে সকলকে অবহিত করা হয় এবং কর্মসুচীসমুহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কর্মসুচীসমুহ বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করা হয় ও অামাদের গৃহীত কর্মসূচী সম্বলিত ৩ পাতার সেটটি UH&FPO মহোদয়ের হস্তগত করা হয়, যার কারনে ক্যাম্পেইনের অরিয়েন্টেশন অাজ হয়নি। এতে করে ক্যাম্পেইন বর্জনের প্রথম ধাপটি সফলতার মুখ দেখল, ধন্যবাদ জানাই UH&FPO মহোদয়কে, অামাদের বিষয়গুলি খুব সহজে উপলব্ধি করার জন্যে।উপস্হিত সকলে BHAA এর কর্মসুচির সাথে একাত্বতা পোষণ করে কর্মসুচির সফলতা কামনা করেন।মাসিক সভা শেষে Hi, AHI গণ সহ অামরা সকলে, অাগামী সকল কর্মসূচী বাস্তবায়নে বিশদ অালোচনা করি ও সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করি।
এবারের সংগ্রাম অামাদের অস্তিত্বের সংগ্রাম, মাঠে যখন নেমেছি বিজয় নিশ্চিত করে ফিরব ইনশাঅাল্লাহ।
ধন্যবাদসহ-
সিনিয়র সহ-সভাপতি
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা
০১৮১৭ ৬১১০৩০।