Thursday, December 14, 2017

বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ

নাজমিন স্বাস্থ্য সহকারী

" আল্লাহ সর্বশক্তিমান " বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ এর আজ ০৯/১২/১৭তারিখের সভায় আমামী ২৩/১২/১৭ অনুষ্ঠিতব্য স্বাস্থ্য সহকারীর সাথে চরম বৈষম্য সৃষ্টি কারী জাতীয় ভিটামিন এ প্লাস প্রোগ্রাম বর্জন করার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় সকল স্বাস্থ্য সহকারীর পক্ষ থেকে নেতৃবৃন্ধকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডিজি স্যারকে স্বারকলিপি ও ভিটামিন এ প্লাস এবং EPI কর্মসূচী বন্ধের বিষয়টি মিডিয়াতে প্রচারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি বাস্তবায়ন পরিষদের নিকট আবেদন জানাচ্ছি।দেশের সকল জেলা ও উপজেলা নেতৃবৃন্ধের প্রতি সবিনয় অনুরোধ করছি আপনারা অতি দ্রুত সকল জেলা উপজেলায় মিটিং করে আগামী ১৯/১২/১৭ ঢাকায় মানববন্ধন কর্মসূচী সফল করা, ২৩/১২/১৭ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বর্জন করা এবং আগামী ০১/০১/১৮ হইতে EPI কর্মসূচী বন্ধ করার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য সবিনয় নিবেদন করছি। কর্মসূচী পালনের জন্য সকল উপজেলা নেতৃত্বকে সজাগ, সচেতন এবং সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। বাঁচব নাহয় মরব এমন দৃঢ় সংকল্প করতে হবে। আমাদের চির কাংখিত, শতভাগ ন্যায্য বেতন স্কেলসহ টেকনিক্যাল পদ-মর্যাদার দাবি আদায় করেই ঘরে ফিরব সেই দীপ্ত শপথ নিয়েই কর্মসূচী পালনের সিদ্ধান্তে অটল থাকব। আল্লাহর সাহায্যই আমাদের জন্য যতেষ্ঠ হোক।

শেয়ার করুন

0 comments: