Showing posts with label নরমাল ডেলিভারী. Show all posts
Showing posts with label নরমাল ডেলিভারী. Show all posts

Thursday, September 20, 2018

কমিউনিটি ক্লিনিকে ৫০ তম নরমাল ডেলিভেরী সম্পন্ন করলাম

কমিউনিটি ক্লিনিকে ৫০ তম নরমাল ডেলিভেরী সম্পন্ন করলাম

কান্দি কাবিলাপাড়া কমিউনিটি ক্লিনিক
২ দিন টানা ডিউটি!
রাতে ডেলিভারি! সকাল৮:৩০ থেকেই রোগী আসা শুরু!! টিকাদান, মা সমাবেশ, উপজেলা মেডি: অফিসার সি/সি পরিদর্শন ও রোগী দেখেন।
৩:৩০ বাড়ি ফেরা
২০/৯/১৮ইংতারিখে রাত ১২:৩০ মিনিটে ২০১৮সালের ৫০ তম নরমাল ডেলিভেরী সম্পন্ন করলাম। মা ও নবজাতক সুস্হ আছেন।কান্দি কাবিলাযপারা কান্দি কাবিলাপাড়া কমিউনিটি ক্লিনিক

Thursday, July 5, 2018

কমিউনিটি ক্লিনিক দেউপুর সিসিতে ৮ম ডেলিভারী

কমিউনিটি ক্লিনিক দেউপুর সিসিতে ৮ম ডেলিভারী

নিজস্ব প্রতিনিধি
দেউপুর কমিউনিটি ক্লিনিক তাসলিমা আক্তার গত ২৭/০৬/১৮ ইং তারিখ রাত ৯:২৭ মিনিটে  ৮ম ডেলিভারী সম্পন্ন হয়। তাসলিমা আক্তার বলেন মা ও  নবজাতক শিশু দুইজন সুস্থ্য আছে।  একজন সিএইচসিপিগন এই কার্যক্রমের মূল চালিকাশক্তিতি যারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত  থেকে অভীষ্ট লক্ষ্যয অর্জনে কাজ করেন এজন্য তাদের কার্যকর প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রদান খুবই গুরুত্বর্ন । একজন সিএইচসিপিগন আরো সেবা দিয়ে থাকেন যেমন , সাধারণ যখন জ্বর ব্যথা পোড়া সর্প দংশন বিষ ক্রিয়া হাঁপানি, চর্ম রোগ, চোখ, দাঁত , ও কানের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে । ম‍্যালেরিয়া ফাইলেরিয়া , kalajar যক্ষা কুষ্ঠ কৃ আয়োডিন স্বল্পতা রাতকানা নিউমোনিয়াসহ ডায়রিয়া রোগের   লক্ষণ  ভিত্তিক        ও  পরামর্শ দান
দেউপুর কমিউনিটি ক্লিনিক তাসলিমা আক্তার                                    নিউজ সিএইচসিপি

Tuesday, January 9, 2018

প্রচন্ড শীত উপেক্ষা করে ডেলিভারী করলেন

প্রচন্ড শীত উপেক্ষা করে ডেলিভারী করলেন

মো তানভীর আহমেেদ
০৯/০১/২০১৮ রাত ১২ টা সিএইচসিপি শামিমা নাজমিনকে ফোন করে ডাকা হয় রোগীর কল,পেয়ে সিএইচসিপি প্রচন্ড শীত উপেক্ষা করে বেরিয়ে পরে,আল্লাহর অশেষ রহমতে ভোর ৪.২০ মিনিটে ডেলিভারী হল একটা ফুটফুটে মেয়ে।মা- মেয়ে দুজনই ভাল আছে।এটা ২০১৮ সালের প্রথম ডেলিভারী এর আগে দুইটা চেষ্টা করেছিলেন কিন্তু obstructed labor হওয়ার কারনে নরমাল ডেলিভারী হয়নি।


Tuesday, January 2, 2018

আজ কয়রা উপজেলাধীন উত্তর মদিনাবাদ সিসিতে একটি নরমাল ডেলিভারি হয়, 

আজ কয়রা উপজেলাধীন উত্তর মদিনাবাদ সিসিতে একটি নরমাল ডেলিভারি হয়, 

আজ কয়রা উপজেলাধীন উত্তর মদিনাবাদ সিসিতে একটি নরমাল ডেলিভারি হয়, পরিচালনা করেন উম্মে জয়নাব সি এস বি এ, সহযোগিতা করেন প্রকৃতি গাইন সিএসসিপি।  মা ও সন্তান উভয়ই সুস্থ আছেন।

Thursday, December 14, 2017

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড) ২৩ ডিসেম্বর, ২০১৭ ইং।

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড) ২৩ ডিসেম্বর, ২০১৭ ইং।

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড) ২৩ ডিসেম্বর, ২০১৭ ইং।
জেলা এ্যাডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা।
আয়োজনে :সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ ।
তাং :১৪/১২/২০১৭ ।
স্থান :সম্মেলন কক্ষ, সিভিল সার্জন অফিস, ঝিনাইদহ ।
সময় :সকাল ১০:৩০ 

Wednesday, December 13, 2017

$জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন বর্জন$

$জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন বর্জন$

‌মো: অারিফুল ইসলাম সরকার
স্বাস্হ্য সহকারী,


আজ ১২ ডিসেম্বর ২০১৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে UH&FPO Sir সহ সকল স্বাস্থ্য সহকারী ও শংশ্লিস্ট সকলের সমন্বয়ে মাসিক সম�ন্বয় সভা অনুষ্ঠিত হয়, যদিও উক্ত সভার নিয়মিত তারিখ ছিল অাগমী ১৯/১২/২০১৭ তারিখে, অামাদের মানব বন্ধন থকার কারনে পূর্বেই UH&FPO স্যারের সাথে অালোচনা করে অাজকের তারিখ নির্ধারণ করা হয়েছিল।মাসিক সভার প্রচলিচ সকল অালোচনার এক পর্যায়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে অাগামী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন সভাটিও অাজকে করার বিষয়টি অালোচনায় অানেন,অতঃপর সভায় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সম্প্রতি গৃহীত কর্মসুচিসমুহ সম্পর্কে সকলকে অবহিত করা হয় এবং কর্মসুচীসমুহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কর্মসুচীসমুহ বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করা হয় ও অামাদের গৃহীত কর্মসূচী সম্বলিত ৩ পাতার সেটটি UH&FPO মহোদয়ের হস্তগত করা হয়, যার কারনে ক্যাম্পেইনের অরিয়েন্টেশন অাজ হয়নি। এতে করে ক্যাম্পেইন বর্জনের প্রথম ধাপটি সফলতার মুখ দেখল, ধন্যবাদ জানাই UH&FPO মহোদয়কে, অামাদের বিষয়গুলি খুব সহজে উপলব্ধি করার জন্যে।উপস্হিত সকলে BHAA এর কর্মসুচির সাথে একাত্বতা পোষণ করে কর্মসুচির সফলতা কামনা করেন।মাসিক সভা শেষে Hi, AHI গণ সহ অামরা সকলে, অাগামী সকল কর্মসূচী বাস্তবায়নে বিশদ অালোচনা করি ও সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করি।
এবারের সংগ্রাম অামাদের অস্তিত্বের সংগ্রাম, মাঠে যখন নেমেছি বিজয় নিশ্চিত করে ফিরব ইনশাঅাল্লাহ।
ধন্যবাদসহ-
সিনিয়র সহ-সভাপতি
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা
০১৮১৭ ৬১১০৩০।



Tuesday, December 12, 2017

গর্ভবতী_মহিলাদের_আমলঃ -

গর্ভবতী_মহিলাদের_আমলঃ -

প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।
দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে।
তৃতীয় মাসে সূরায়ে মারয়াম পড়লে সন্তান সবরকারী হবে।
চতুর্থ মাসে সূরায়ে লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।
পঞ্চম মাসে সূরায়ে মুহাম্মাদ পড়লে সন্তান চরিত্রবান হবে।
ষষ্ঠ মাসে সূরায়ে ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে।
সপ্তম,অষ্ঠম,নবম এবং দ্বশম মাসে সূরা-ইউসুফ,মুহাম্মদ এবং ইবরাহিম এর প্রথম থেকে দশ আয়াত পড়বে।
✓✓ ব্যাথা উঠলে সূরা-ইনশিকাক পড়ে পানিতে ফুক দিয়ে পান করবে।
আল্লাহ তাআ‘লা সকল গর্ভবতি মহিলাদেরকে উক্ত আমলগুলো করার তাওফীক দান করুন৷আমীন!!
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের যাত্রা শুরু হলো

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের যাত্রা শুরু হলো

উদ্বোধন করা হলো দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক- ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ঢাকায় নিজ বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্কটি উদ্বোধন করেন। উদ্বোধন কালে প্রধানমন্ত্রী নবীন উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। তিনি এই পার্কে বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশকে প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন।যশোর শহরের নাজিরশঙ্করপুর এলাকায় নিজস্ব জায়গায় এই পার্কটি তৈরি করা হয়েছে। এতে খরচ হয়েছে ৩০৫ কোটি টাকা।আজ বেলা একটার ঠিক আগে গণভবন থেকে সুইচ টিপে পার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাটা সিম সংক্রান্ত সমস্যা এবং সমাধান ।আপনাদের যাদের ডাটা সিমে ডাটা কানেকশন

ডাটা সিম সংক্রান্ত সমস্যা এবং সমাধান ।আপনাদের যাদের ডাটা সিমে ডাটা কানেকশন

ডাটা সিম সংক্রান্ত সমস্যা এবং সমাধান ।
সুপ্রিয় স্বাস্থ্যকর্মী এবং সহকর্মীবৃন্দ ,
আপনাদের যাদের ডাটা সিমে ডাটা কানেকশন কয়েক মাস যাবত অফ করা আছে কিংবা ডাটা সিমের ডাটা রিনিউ ডেইট ওভার হবার কয়েক মাস অতিবাহিত হওয়ার পরেও ডাটা রিফিল হয়নি তারা আমাকে জানাতে পারেন । ডিউ ডেইটেই এমবি শেষ হয়ে গেলে সেটার জন্য কতৃপক্ষ দায়ী নন । সমস্যাকৃত ডাটা সিমের নাম্বার, নিজের নাম এবং পদবী লিখে আমাকে ফোনে এসএমএস করুন । তবে এর জন্য ফোন দেয়ার প্রয়োজন নেই । আপনাদের পাঠান সমস্যা সম্বলিত সিমগুলো প্রতি রবিবার সমস্যা চেকিং এর জন্য পাঠিয়ে সমাধানের ব্যবস্থা করা হবে ।সমাধান হয়ে গেলে অবশ্যই জানাতে ভুলবেন না।ডাটা চেক করতে *567# ডায়াল করুন। বিভিন্ন তথ্য দিয়ে আমাদের এডমিনগণকে সহায়তা করুন । ধন্যবাদ ।
স্বপ্নীল , সিএইচসিপি , লক্ষ্মীপুর সদর ,
মোবাইল - 01832060065

Monday, December 11, 2017

আজ ১১/১২/২০১৭ইং তারিখ সন্ধ্যা ৬.১৯মিনিটে কালিহাতী উপজেলার দেউপুর সিসিতে ৬ষ্ঠ তম নরমাল ডেলিভারী করানো হয়।মা এবং নবজাতক দুজনেই সুস্থ্য আছে।

আজ ১১/১২/২০১৭ইং তারিখ সন্ধ্যা ৬.১৯মিনিটে কালিহাতী উপজেলার দেউপুর সিসিতে ৬ষ্ঠ তম নরমাল ডেলিভারী করানো হয়।মা এবং নবজাতক দুজনেই সুস্থ্য আছে।

মোঃ তানভীর আহমেদ

আজ ১১/১২/২০১৭ইং তারিখ সন্ধ্যা ৬.১৯মিনিটে কালিহাতী উপজেলার দেউপুর সিসিতে ৬ষ্ঠ তম নরমাল ডেলিভারী করানো হয়।মা এবং নবজাতক দুজনেই সুস্থ্য আছে। অভিনন্দন ৬ষ্ঠ সফল ডেলিভারীর জন্য
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দেওপুর সিসিতে আজ সন্ধ্যা ৬:১৯ মিনিটে ৬ষ্ঠ সফল ডেলিভারী সম্পন্ন হয়। ৬ষ্ঠ সফল ডেলিভারীর সফল সিএসবিএ প্রশিক্ষণপ্রাপ্ত সিএইচসিপি Taslima Aktar সিসির দায়িত্ব পালন শেষে না খেয়ে কষ্ট করে ডেলিভারী করার জন্য দেশের সকল সিএইচসিপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন
ডেলিভারীর সময় হাসব্যান্ডদেন পাশে রাখা

ডেলিভারীর সময় হাসব্যান্ডদেন পাশে রাখা


বাইরের কান্ট্রিতে ডেলিভারীর সময় হাসব্যান্ডদেন পাশে রাখা হয়,আর এদেশে উল্টো। লেবার রুমের ত্রিসীমানায় স্বামীকে ঢুকতে দেয়া হয় না। সিস্টেম চালু দরকার, স্বামীদের কোন প্রকার ধারনা নেই স্ত্রী কী বিশাল কষ্টকর পরিস্থিতি পার করেছে জন্মদান করতে গিয়ে। তাত্ত্বিকভাবে জানলে বাস্তবে তো জানে না।
জানলে নতুন মায়ের প্রতি খুব যত্নশীল হতো, মানসিক পরিস্থিতি বুঝতো, দিনরাত্রি পাশে থাকতো, আশ্বস্ত করতো। কেননা জন্মদানের চেয়ে প্রসবপরবর্তী জীবনটাই খুব কষ্টের মনে হয়েছে। ৩টা মাস নিজের শরীরের এই ক্লান্তিকর অবস্হায় ও ২৪ ঘন্টা জেগে থাকতে হয়। ধীরে ধীরে কষ্ট কমতে থাকে....

Sunday, December 10, 2017

নরমাল ডেলিভারী করলাম,ছেলে বাচ্চা হয়েছে,ওজন ৩কেজি,৩নাম্বার বাচ্চা,,মা ও বাচ্চা ২জনই সুস্থ আছে

নরমাল ডেলিভারী করলাম,ছেলে বাচ্চা হয়েছে,ওজন ৩কেজি,৩নাম্বার বাচ্চা,,মা ও বাচ্চা ২জনই সুস্থ আছে

সাফা আফরিন

আলহামদুলিল্লাহ্‌ আজ রাত ৯:২০আমি সি এস বিএ ট্রেনিংপ্রাপ্ত ও আমার আম্মু fwv এর সাথে তার fwc তে মা ও মেয়ে ২জনে মিলে নরমাল ডেলিভারী করলাম,ছেলে বাচ্চা হয়েছে,ওজন ৩কেজি,৩নাম্বার বাচ্চা,,মা ও বাচ্চা ২জনই সুস্থ আছে,এই মাসে ২টা ডেলিভারী করেছি আম্মুর সাথে,সব মিলিয়ে ও সিসিতে ২৩ টা নরমাল ডেলিভারী করেছি,,,

Saturday, December 9, 2017

আজ ০৯/১২/২০১৭ সন্ধা  ৬.০০ টা ময় ২য় নরমাল ডেলিভারি কাজ সম্পন্ন করেন ফারিদা ইসমিন সিএইচসিপিকে অভিনন্দন।

আজ ০৯/১২/২০১৭ সন্ধা ৬.০০ টা ময় ২য় নরমাল ডেলিভারি কাজ সম্পন্ন করেন ফারিদা ইসমিন সিএইচসিপিকে অভিনন্দন।

মো তানভীর আহম্মেদ  
সিএইচসিপি পানামী সিসি ঝিনাইদহ সদর

গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, চন্নাপাড়া কমিউনিটি ক্লিনিকে আজ সন্ধা ৬.০০ টা সময় ২য় নরমাল ডেলিভারি কাজ সম্পন্ন করেন, ফারিদা ইসমিন সিএইচসিপি। প্রসূতী মা ও নবজাতক সুস্থ্য আছে,আজ তিনার হাতে ২৩ তম নরমাল ডেলিভারি করেছেন,তার সাথে ছিল মাফুজা সিএইচসিপি সিএসবিএ (CSBA)
জীবন তাঁরা জ্বলছে।
জীবন তাঁরা জ্বলছে।কমিউনিটি ক্লিনিকে সিসির দায়িত্ব পালন শেষে না খেয়ে কষ্ট করে ডেলিভারী করার জন্য দেশের সকল সিএইচসিপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

Tuesday, November 14, 2017

আজকে সকালে ৭.২২টা মিনিটে নরসিংদী জেলার শিবপুর উপজেলা সিএইচসিপি(সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত) সুমি আক্তার আজ তার নিজ কর্মস্থল বৈলাব কমিউনিটি ক্লিনিকে ১ম নর্মাল ডেলিভারি করান।

আজকে সকালে ৭.২২টা মিনিটে নরসিংদী জেলার শিবপুর উপজেলা সিএইচসিপি(সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত) সুমি আক্তার আজ তার নিজ কর্মস্থল বৈলাব কমিউনিটি ক্লিনিকে ১ম নর্মাল ডেলিভারি করান।

আজকে সকালে ৭.২২টা মিনিটে নরসিংদী জেলার শিবপুর উপজেলা সিএইচসিপি(সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত) সুমি আক্তার আজ তার নিজ কর্মস্থল বৈলাব কমিউনিটি ক্লিনিকে ১ম নর্মাল ডেলিভারি করান।।সুমি আক্তার কে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিএইচসিপি পরিবার এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। 
আজকে সকালে ৭.২২টা মিনিটে নরসিংদী জেলার শিবপুর উপজেলা সিএইচসিপি(সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত) সুমি আক্তার আজ তার নিজ কর্মস্থল বৈলাব কমিউনিটি ক্লিনিকে ১ম নর্মাল ডেলিভারি করান।।সুমি আক্তার কে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিএইচসিপি পরিবার এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। আজকে সকালে ৭.২২টা মিনিটে নরসিংদী জেলার শিবপুর উপজেলা সিএইচসিপি(সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত) সুমি আক্তার আজ তার নিজ কর্মস্থল বৈলাব কমিউনিটি ক্লিনিকে ১ম নর্মাল ডেলিভারি করান।।সুমি আক্তার কে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিএইচসিপি পরিবার এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। আজকে সকালে ৭.২২টা মিনিটে নরসিংদী জেলার শিবপুর উপজেলা সিএইচসিপি(সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত) সুমি আক্তার আজ তার নিজ কর্মস্থল বৈলাব কমিউনিটি ক্লিনিকে ১ম নর্মাল ডেলিভারি করান।।সুমি আক্তার কে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিএইচসিপি পরিবার এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। 

Monday, October 23, 2017

বসে আছি এখনো সিসিতে ডেলিভারী রোগী নিয়ে ব্যথা বাড়ছে না।সহকারী মুনমুন আপা পাঠিয়ে ছিল১২ টার

বসে আছি এখনো সিসিতে ডেলিভারী রোগী নিয়ে ব্যথা বাড়ছে না।সহকারী মুনমুন আপা পাঠিয়ে ছিল১২ টার

 বসে আছি এখনো সিসিতে ডেলিভারী রোগী নিয়ে ব্যথা বাড়ছে না।সহকারী মুনমুন আপা পাঠিয়ে ছিল১২ টার সময় এখন উনি ও আমার সাথে বসে আছে সিসি শেষ করে।সাথে ছিল স্বাস্থ্য সহকারী রেজিয়া আমার বোন।

 বসে আছি এখনো সিসিতে ডেলিভারী রোগী নিয়ে ব্যথা বাড়ছে না।সহকারী মুনমুন আপা পাঠিয়ে ছিল১২ টার সময় এখন উনি ও আমার সাথে বসে আছে সিসি শেষ করে।সাথে ছিল স্বাস্থ্য সহকারী রেজিয়া আমার বোন।
 বসে আছি এখনো সিসিতে ডেলিভারী রোগী নিয়ে ব্যথা বাড়ছে না।সহকারী মুনমুন আপা পাঠিয়ে ছিল১২ টার সময় এখন উনি ও আমার সাথে বসে আছে সিসি শেষ করে।সাথে ছিল স্বাস্থ্য সহকারী রেজিয়া আমার বোন। বসে আছি এখনো সিসিতে ডেলিভারী রোগী নিয়ে ব্যথা বাড়ছে না।সহকারী মুনমুন আপা পাঠিয়ে ছিল১২ টার সময় এখন উনি ও আমার সাথে বসে আছে সিসি শেষ করে।সাথে ছিল স্বাস্থ্য সহকারী রেজিয়া আমার বোন। বসে আছি এখনো সিসিতে ডেলিভারী রোগী নিয়ে ব্যথা বাড়ছে না।সহকারী মুনমুন আপা পাঠিয়ে ছিল১২ টার সময় এখন উনি ও আমার সাথে বসে আছে সিসি শেষ করে।সাথে ছিল স্বাস্থ্য সহকারী রেজিয়া আমার বোন। বসে আছি এখনো সিসিতে ডেলিভারী রোগী নিয়ে ব্যথা বাড়ছে না।সহকারী মুনমুন আপা পাঠিয়ে ছিল১২ টার সময় এখন উনি ও আমার সাথে বসে আছে সিসি শেষ করে।সাথে ছিল স্বাস্থ্য সহকারী রেজিয়া আমার বোন। বসে আছি এখনো সিসিতে ডেলিভারী রোগী নিয়ে ব্যথা বাড়ছে না।সহকারী মুনমুন আপা পাঠিয়ে ছিল১২ টার সময় এখন উনি ও আমার সাথে বসে আছে সিসি শেষ করে।সাথে ছিল স্বাস্থ্য সহকারী রেজিয়া আমার বোন।

Wednesday, July 5, 2017

রেলস্টেশনে ডেলিভারি করালেন সিএইচসিপি

রেলস্টেশনে ডেলিভারি করালেন সিএইচসিপি

সিএইচসিপি Shamima Nasrin.

সিএইচসিপিরা জাতির গর্ব, জাতির অহংকার।ঈদের ছুটি শেষে ছেলেকে নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন 
সকাল ৯টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের ট্রেনে বসা ছিলেন তিনি।
হঠাৎ করে কিছু মানুষের চেঁচামেচি শুনে স্বামী, সন্তান নিয়ে এগিয়ে যান শামিমা নাসরিন।
সামনে গিয়ে দেখেন এক গর্ভবতী মহিলা প্রসব ব্যথায় কাতরাচ্ছেন।
মহিলাটার বাড়ী সিরাজগঞ্জের বেলকুচিয়ায়।
আর লোক জন ভীর করে দেখছেন।
নাসরিন ভাবছেন এই মুহূর্তে কি করা যায়।
তিনি উপায়ন্তর না দেখে গর্ভবতী মহিলাটিকে প্লাটফর্মে শুয়ালেন।
চারদিকে উড়না দিয়ে ঘিরে ডেলিভারী করালেন।
বিপত্তিতে পড়ে গেলেন নাসরিন নবজাতক শিশুর নাভি কাটা নিয়ে।
পাশে থাকা শামিমা নাসরিনের ছেলে ব্যাগ থেকে সুতো বের করে দিলেন।
নাভি কেটে বাধাই করে ডেলিভারির কাজটি সারলেন সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত সিএইচসিপি শামিমা নাসরিন। মা ও শিশুর নিরাপদ নিশ্চিত করার মত এই মহৎ কাজটি সাহসিকতার সাথে সম্পূর্ণ করায় সিএইচসিপি শামিমা নাসরিনকে সকল সিএইচসিপির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
আমরা করবো জয়, নিশ্চয়।