Wednesday, December 13, 2017

$জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন বর্জন$

‌মো: অারিফুল ইসলাম সরকার
স্বাস্হ্য সহকারী,


আজ ১২ ডিসেম্বর ২০১৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে UH&FPO Sir সহ সকল স্বাস্থ্য সহকারী ও শংশ্লিস্ট সকলের সমন্বয়ে মাসিক সম�ন্বয় সভা অনুষ্ঠিত হয়, যদিও উক্ত সভার নিয়মিত তারিখ ছিল অাগমী ১৯/১২/২০১৭ তারিখে, অামাদের মানব বন্ধন থকার কারনে পূর্বেই UH&FPO স্যারের সাথে অালোচনা করে অাজকের তারিখ নির্ধারণ করা হয়েছিল।মাসিক সভার প্রচলিচ সকল অালোচনার এক পর্যায়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে অাগামী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অরিয়েন্টেশন সভাটিও অাজকে করার বিষয়টি অালোচনায় অানেন,অতঃপর সভায় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সম্প্রতি গৃহীত কর্মসুচিসমুহ সম্পর্কে সকলকে অবহিত করা হয় এবং কর্মসুচীসমুহ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কর্মসুচীসমুহ বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করা হয় ও অামাদের গৃহীত কর্মসূচী সম্বলিত ৩ পাতার সেটটি UH&FPO মহোদয়ের হস্তগত করা হয়, যার কারনে ক্যাম্পেইনের অরিয়েন্টেশন অাজ হয়নি। এতে করে ক্যাম্পেইন বর্জনের প্রথম ধাপটি সফলতার মুখ দেখল, ধন্যবাদ জানাই UH&FPO মহোদয়কে, অামাদের বিষয়গুলি খুব সহজে উপলব্ধি করার জন্যে।উপস্হিত সকলে BHAA এর কর্মসুচির সাথে একাত্বতা পোষণ করে কর্মসুচির সফলতা কামনা করেন।মাসিক সভা শেষে Hi, AHI গণ সহ অামরা সকলে, অাগামী সকল কর্মসূচী বাস্তবায়নে বিশদ অালোচনা করি ও সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করি।
এবারের সংগ্রাম অামাদের অস্তিত্বের সংগ্রাম, মাঠে যখন নেমেছি বিজয় নিশ্চিত করে ফিরব ইনশাঅাল্লাহ।
ধন্যবাদসহ-
সিনিয়র সহ-সভাপতি
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা
০১৮১৭ ৬১১০৩০।




শেয়ার করুন

0 comments: