Wednesday, December 13, 2017

আমরাতো কার মাথা নিয়ে ঘামাই না বরং যার যার কাজ তার তার কাছে।

আবদুল বারি সিএইচসিপি

আমরাতো কার মাথা নিয়ে ঘামাই না বরং যার যার কাজ তার তার কাছে।আমাদের কাজের সুনাম নিয়ে তাদের বুঝি কষ্ট হয়। তারা ভাবে আমরা চিকিৎসা ডিগ্রী নিয়েও তাদের সমকক্ষ সুনাম বয়ে আনতে পারি নাই।যারা আমাদের দুশমন ভাবে, তারা কাজের ফাঁকি দেয়, এজন্য বড় বড় কথা বলে বেড়াই। যারা আমদের দুশমন ভাবে তারা যদি প্রকৃত শিক্ষা গ্রহন করত তাহলে অন্যের দোষ বলত না। তারা মানুষ নামের কলম্ক।আগের মানুষ বলেছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী , তারা এখন তাই।তাই বলছি রাখে আল্লা মারে কে মারে আল্লা রাখে কে, আমাদের সুনামের সুফল কউ ঠেকাতে পারবেনা ইনসাআল্লা।

আমরাতো কার মাথা নিয়ে ঘামাই না বরং যার যার কাজ তার তার কাছে।আমাদের কাজের সুনাম নিয়ে তাদের বুঝি কষ্ট হয়। তারা ভাবে আমরা চিকিৎসা ডিগ্রী নিয়েও তাদের সমকক্ষ সুনাম বয়ে আনতে পারি নাই।যারা আমাদের দুশমন ভাবে, তারা কাজের ফাঁকি দেয়, এজন্য বড় বড় কথা বলে বেড়াই। যারা আমদের দুশমন ভাবে তারা যদি প্রকৃত শিক্ষা গ্রহন করত তাহলে অন্যের দোষ বলত না। তারা মানুষ নামের কলম্ক।আগের মানুষ বলেছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী , তারা এখন তাই।তাই বলছি রাখে আল্লা মারে কে মারে আল্লা রাখে কে, আমাদের সুনামের সুফল কউ ঠেকাতে পারবেনা ইনসাআল্লা।

শেয়ার করুন

0 comments: