Showing posts with label দূর্ঘটনা. Show all posts
Showing posts with label দূর্ঘটনা. Show all posts

Saturday, September 8, 2018

আমরা ক্ষমা করতে জানি প্রতিহিংসার রাজনীতি অামরা করি না।

আমরা ক্ষমা করতে জানি প্রতিহিংসার রাজনীতি অামরা করি না।


মোঃ শহিদুল ইসলাম হিরন যারা বিএনপি/জামাত আছেন আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় আমার অনেক নেতাকর্মীদেরকে মেরে হাত পা ভেঙে দিয়েছিলেন। কিন্তু আমরা কারও ক্ষতি করি নি। আমরা ক্ষমা করতে জানি প্রতিহিংসার রাজনীতি অামরা করি না। তাই বলে ভাববেন না আমরা দুর্বলতাকে প্রকাশ করছি। দেশের মানুষ এখন অনেক শান্তিতে বসবাস করছে। দেশকে অশান্ত করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
মোঃ শহিদুল ইসলাম হিরন

Friday, September 7, 2018

আমরা সিএইচসিপিরা কতবড় স্বার্থপর

আমরা সিএইচসিপিরা কতবড় স্বার্থপর


মোঃ কায়কোবাদ রানা।।  আমি নিজেকে নিজেই ক্ষমা করতে পারছি না। ৫০০হাজার নয়, ২০০০হাজার নয়,১০০০হাজার নয়। আমার মনে হয় ১৪০০০হাজার সিএইচসিপি মাত্র জন প্রতি ৭০০/৮০০শত করে টাকা দিলেই মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় এই নিষ্পাপ শিশুর জীবন টা বাঁচাতে পারতাম । ছিঃ ছিঃ ভাবতে আমার লজ্জা লাগছে!  ইয়া আল্লাহ!! তুমিই আমাদের একমাত্র রহম করনে ওয়ালা তুমি ছাড়া আমাদের ফিহাকে বাঁচানে ওয়ালা আর কেউ নেইএছাড়া আর কোনো উপায় ও পাচ্ছি না

Thursday, February 1, 2018

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ৪৫ জন।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ৪৫ জন।

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ৪৫ জন।
দুবাই ও কাতার প্রবাসী যাত্রী নিয়ে ভোর চারটা বাজে হবিগঞ্জ বিশ্বরোড এলাকায় ত্রিমুখি বাস ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাত জন প্রবাসী প্রান হাঁরান,আরো অনেকে অাহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বাসের যাত্রী। সবাই সিলেট মৌলভীবাজার এলাকার বাসিন্দা।
এই মর্মান্তিক দুর্ঘনায় প্রবাসী ভাই বোন যারা প্রাণ হারিয়েছে আমরা তাদের আত্বার
মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থ হয়ে বাড়ি ফিরতে আশা করি। (আমিন)

Friday, December 29, 2017

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে  কমিউনিটি ক্লিনিক রাজস্ব করনের যৌক্তিকতা

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে কমিউনিটি ক্লিনিক রাজস্ব করনের যৌক্তিকতা

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে
কমিউনিটি ক্লিনিক রাজস্ব করনের যৌক্তিকতা (গুরুত্বপূর্ণ পয়েন্ট)
১.অতীতের মত সরকার পরিবর্তন হলে যাতে এ কার্যক্রম বন্ধ না হয়।
২.ট্রাস্ট এর পক্ষ্যে তাদেরকে তদারকী/ পর্যবেক্ষন করা, কাজের গুনগত মান নিশ্চিত করা সম্ভব নয়।
৩.তাছাড়া ট্রাস্টের অধীনে গেলে তারা স্বাস্থ্য মন্ত্রনালয়, স্বাস্থ্য অধীদপ্তর ও এ বিভাগের মাঠ পর্যায়ের (বিভাগীয় পরিচালক- স্বাস্থ্য, সিভিল সার্জন, ইউএইচ এন্ড এফপি ও) নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে সুতরাং মাঠ পর্যায়েরসরকারের গৃহীত বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যহত হবে।
৪.পিআইপি অপারেশন প্লান ও ৪র্থ এইচপিএনএসপিতে তাদেরকে রাজন্বকরণের কথা গৃহীত হয়েছ এর আলোকে তারা মহামান্য হাইকোর্টে রীট করেছে এবং মহামান্য হাইকোর্ট তাদের দাবীর যৌক্তিকতা বিবেচনা করে রাজস্বকরণের জন্য সরকারকে নির্দেশনা প্রদান করেছে ।
৫.বর্তমানে কর্মরত সিএইচসিপিগণ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং তারা বর্তমান সরকারের সমর্থক একটি দক্ষ কর্মী বাহিনী।
৬.আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সাধীনতার বিপক্ষের শক্তি বিশেষকরে বিএনপি জামাত জোট তাদেরকে লোভ লালসা, প্রলোভন, মিথ্যা আশ্বাস দেখিয়ে বিভ্রান্ত করতে পারে।
৭.ইতিমধ্যে বিপুল সংখ্যক দক্ষ্য স্এিইচসিপি হতাশাগ্রস্থ্য হয়ে চাকরী ছেড়ে চলে গেছেন, কাজেই এ দক্ষ জনগোষ্টীকে ধরে রাখতে হলে তাদের রাজস্বকরণ ছাড়া বিকল্প নেই।
৮.দেশের বেশীর ভাগ মাননীয় সংসদ সদস্যগণ মহান জাতীয় সংসদে স্এিইচসিপিদের জাতীয়করণের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে জোরালো দাবী উপস্থাপন করেছেন, ফলে তাদের চাকরী জাতীয় করণের জন্য ব্যাপক জন সমর্থন তৈরী হয়েছে।
৯.ভবিষ্যতে যেকোন রাজনৈতিক পরিবর্তন হলেও যাতে সারা বিশ্বে নন্দীত মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা প্রসুত একর্মসূচী বাধাগ্রস্থ্য না হয় এবং টেকসই রুপ লাভ করে মুল স্বাস্থ্য ব্যবস্থার অধীনে পরিচালিত হয় তার জন্য এদেরকে রাজস্বকরণ করা জরুরী।

Thursday, December 28, 2017

আশরাফুল ইসলাম শান্ত আজ মারাত্মক দূর্ঘটনায়

আশরাফুল ইসলাম শান্ত আজ মারাত্মক দূর্ঘটনায়

যখনই প্রয়োজন তখনই সমস্যা। শুকরিয়া আল্লাহর কাছে।
চাকুরী সংক্রান্ত অনেক কাজ সামনে। বড় ভাই সহকর্মী সহযোদ্ধা আমার উপজেলা সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম শান্ত আজ মারাত্মক দূর্ঘটনায় পতিত হয়েছেন। আজ অফিস হতে বাড়ি ফেরার পথে শহরের মধ্যে হতে মটর বাইক চলন্ত অবস্থায় রাস্তার পাশের খাম্বা হতে ডিশ লাইনের তার ছিড়ে গালায় আটকে গাড়ি হতে ছিটকে পড়েন রাস্তার মাঝে। মাথায় হেলমেট থাকার কারণে বড় ধরণের বিপদ হতে আল্লাহ রক্ষা করেছেন। এখন মোটামুটি স্বাভাবিক আছেন কোন প্রকার ভাঙাচোরা ও জখম হয়নি।
সকলে দোয়া করবেন শান্ত ভাইয়ের সুস্থতার জন্য।

Monday, December 18, 2017

দোয়া/জুরুরী সহযোগিতা চাই

দোয়া/জুরুরী সহযোগিতা চাই

আজ ১৮/১২/১৭ইং দুপুর ১২টার সময় চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার সিএইচসিপি সুবর্ণ রানী মারাত্বক ভাবে রোড একসিডেন্ট করেছে।
তার অবস্থা খুবই আশংকা জনক।তাকে এখন মিরসরাই উপজেলা থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
তার B+ রক্তের প্রয়োজন হবে।তাই সকলের কাছে দোয়া ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
**বিশেষ করে আমাদের চট্রগ্রাম জেলার মাননীয় সিভিল সার্জন মহোদয়,চট্রগ্রাম বিভাগের মাননীয় পরিচালক(স্বাস্থ্য) মহোদয়&স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয় সহ সকল সিএইচসিপি দের দৃস্টি আকর্ষন করতেছি।
যোগাযুগের জন্য...
মোঃ মহিউদ্দিন মনি ০১৮৭৪৪৫১৮৪৫
মোঃ জেবাউল নকিব ০১৮১৩১২১৫৪৫

Wednesday, December 13, 2017

"না ডাক্তার, না ডিপ্লোমা, না প্যারামেডিক্স!"

"না ডাক্তার, না ডিপ্লোমা, না প্যারামেডিক্স!"

কিছুদিন আগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের সরিয়ে কাদের যেনো নিয়োগ দেওয়ার আওয়াজ (অযুক্তিক দাবী) শোনা গিয়েছিলো। ওরা কারা? ওরা কী ডাক্তার? না ডিপ্লোমা, না প্যারামেডিক্স? তারা যারাই হোক, তাদের সরাসরি ঐ ভিত্তিহীন, হীনকর ও অন্যায় দাবী কেউ পাত্তা না দেওয়ার দরুণ কালেরকন্ঠের এই রিপোর্ট। আমার ধারণা এই রিপোর্ট তারাই করিয়েছেন। আমি বিশ্বাস করি বর্তমান সময়ের কিছু সাংবাদিক এর সাথে বাম হাত মিলিয়ে যেকোনো রিপোর্ট'ই করা যায়। পত্রিকা জুড়ে যতসব মিথ্যে কথা লিখে রাখে। একজন শিক্ষিত কাল্পনিক চরিত্র সোলেমান এর বিপরীতে হাজারো কলিম উদ্দিন, জসিম উদ্দিন, মীর কাশেম, এর বাস্তব দৃশ্য দেখানো যায়। শোনানো যায় হাজার হাজার অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গল্প। ভোগতেরা সিসি সহ আরো আরো অনেক কমিউনিটি ক্লিনিক যেখানে প্রতি মাসেই নরমাল ডেলিভারী সহ অক্লান্ত পরিশ্রম করে যায়, জাতীয় পত্রিকা ছাপায় না সেইসব প্রাপ্তির কথা।
বিশ্বের রোল মডেল স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রতিষ্ঠান তিলে তিলে কর্মকর্তা, কর্মচারী ও সিএইচসিপি দের প্রচেষ্টায় যখন সাফল্যের উচ্চতা ছোঁবে তখন'ই কিছু লোভী - দুস্কৃতিকারি ও ষড়যন্ত্রকারি মহল উঠেপড়ে লেগে যায় কমিউনিটি ক্লিনিকের সুনাম ক্ষুন্ন করতে। এক এর পর এক চক্রান্তের নীল নকশার বর্শা ছুড়ে মারছে। এখনই এর প্রতিবাদ জরুরী। এসোসিয়েশন এর ও কিছু দায়বদ্ধতা থাকে, আমরা জানি না এই মিথ্যাচারের বিরুদ্ধে এসোসিয়েশন কী সিদ্ধান্ত নিয়েছে। অতীদ্রুত গঠনমূলক সংবাদ সম্মেলনের আয়োজন করা দরকার। দেশের মানুষকে এই চক্র ক্রমেই বিভ্রান্ত করে চলছে। তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা জরুরী মনে করছি।

Saturday, December 9, 2017

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ। আমি সত্যিই গর্বিত যে আমি সিএইচসিপি পরিবারের একজন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ। আমি সত্যিই গর্বিত যে আমি সিএইচসিপি পরিবারের একজন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ। আমি সত্যিই গর্বিত যে আমি সিএইচসিপি পরিবারের একজন।গতকাল নিবন্ধন পরিক্ষা দিতে ময়মনসিংহ শহরে আসলাম।আসার পূর্বে কিশোরগঞ্জ জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সংগ্রামি সভাপতি প্রিয় বড় ভাই মালেক ভাইয়ের কাছ থেকে কন্টাক্ট নাম্বারটা নিয়ে শুধু বলেছিলাম আপনাদের শহরে আসছি। আর তাতেই যত সব বিপত্তি। ময়মনসিংহ শহরে পৌছতে না পৌছতেই কয়েক বার ফোন দিলেন এসে পৌছলাম কি না? যখন শহরে গিয়ে পৌছলাম তখন ছুটে আসলেন দেখা করতে। প্রথম দেখা, পরিচয়, চিনতে ততটা সমস্যা হয়নি মোবাইলের কল্যানে।তারপর নিয়ে গেলেন বাসায়, রাতের খাবার ও থাকার ব্যাবস্থা করলেন।তারপর দোকানে গিয়ে চা খেলাম, সিএইচসিপিদের বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম।রাতে অনেকক্ষণ আড্ডা দিলাম ।একজন মানুষ প্রথমদিনের পরিচয়েই এতটা মিশুক ও অতিথি পরায়ন হতে পারে তা মনে হয় সিএইচসিপি ব্যতীত সম্বব নয়।এতোক্ষন যার কথা লিখছি, তিনি অন্য গ্রহের কেউ নয়, তিনি সিএইচসিপি পরিবারের সদস্য, ময়মনসিংহ জেলা ও বিভাগের পরিচিত মুখ, অন্যতম নেতা জনাব রাহাত ভাই।অন্তরের কুঠির থেকে রাহাত ভাইকে অনেক ধন্যবাদ ।আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না উনি যে আতিথেয়তা দেখিয়েছেন তা কখনো ভুলার নয়। আর যার কথা না বললেই নয় জনাব মালেক ভাই যিনি আমাকে রাহাত ভাইয়ের কন্ট্রাক্ট নাম্বার পেতে সহায়তা করেছেন, অনেক ধন্যবাদ জনাব মালেক ভাই ও রাহাত ভাইয়ের প্রতি। প্রিয় সিএইচসিপি ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ভালো থাকুন আপনারা........ভালো থাকুক প্রত্যেকটা সিএইচসিপি