Wednesday, December 13, 2017

"না ডাক্তার, না ডিপ্লোমা, না প্যারামেডিক্স!"

কিছুদিন আগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের সরিয়ে কাদের যেনো নিয়োগ দেওয়ার আওয়াজ (অযুক্তিক দাবী) শোনা গিয়েছিলো। ওরা কারা? ওরা কী ডাক্তার? না ডিপ্লোমা, না প্যারামেডিক্স? তারা যারাই হোক, তাদের সরাসরি ঐ ভিত্তিহীন, হীনকর ও অন্যায় দাবী কেউ পাত্তা না দেওয়ার দরুণ কালেরকন্ঠের এই রিপোর্ট। আমার ধারণা এই রিপোর্ট তারাই করিয়েছেন। আমি বিশ্বাস করি বর্তমান সময়ের কিছু সাংবাদিক এর সাথে বাম হাত মিলিয়ে যেকোনো রিপোর্ট'ই করা যায়। পত্রিকা জুড়ে যতসব মিথ্যে কথা লিখে রাখে। একজন শিক্ষিত কাল্পনিক চরিত্র সোলেমান এর বিপরীতে হাজারো কলিম উদ্দিন, জসিম উদ্দিন, মীর কাশেম, এর বাস্তব দৃশ্য দেখানো যায়। শোনানো যায় হাজার হাজার অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গল্প। ভোগতেরা সিসি সহ আরো আরো অনেক কমিউনিটি ক্লিনিক যেখানে প্রতি মাসেই নরমাল ডেলিভারী সহ অক্লান্ত পরিশ্রম করে যায়, জাতীয় পত্রিকা ছাপায় না সেইসব প্রাপ্তির কথা।
বিশ্বের রোল মডেল স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রতিষ্ঠান তিলে তিলে কর্মকর্তা, কর্মচারী ও সিএইচসিপি দের প্রচেষ্টায় যখন সাফল্যের উচ্চতা ছোঁবে তখন'ই কিছু লোভী - দুস্কৃতিকারি ও ষড়যন্ত্রকারি মহল উঠেপড়ে লেগে যায় কমিউনিটি ক্লিনিকের সুনাম ক্ষুন্ন করতে। এক এর পর এক চক্রান্তের নীল নকশার বর্শা ছুড়ে মারছে। এখনই এর প্রতিবাদ জরুরী। এসোসিয়েশন এর ও কিছু দায়বদ্ধতা থাকে, আমরা জানি না এই মিথ্যাচারের বিরুদ্ধে এসোসিয়েশন কী সিদ্ধান্ত নিয়েছে। অতীদ্রুত গঠনমূলক সংবাদ সম্মেলনের আয়োজন করা দরকার। দেশের মানুষকে এই চক্র ক্রমেই বিভ্রান্ত করে চলছে। তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা জরুরী মনে করছি।

শেয়ার করুন

0 comments: