Wednesday, December 13, 2017

মৃত্যুহীন যে বীর প্রথম গেয়েছেন জয় বাংলার গান মোঃ আব্দুল বারী, সি.এইচ.সি.পি হাজরাহাটি কমিউনিটি ক্লিনিক

মোঃ আব্দুল বারী, সি.এইচ.সি.পি, হাজরাহাটি কমিউনিটি ক্লিনিক,

মৃত্যুহীন যে বীর প্রথম গেয়েছেন জয় বাংলার গান ,
তিনিই গড়েছেন বাংলাদেশ,তিনিই আমার জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।আমাদের মেরে বা (সিএইচসিপিকে) কষ্টে রেখে ,দক্ষিণ এশিয়ায় রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক , এর প্রতিদান কাদের একটু ভেবে দেখা উচিত, যারা আমাদের নিয়ে ছিনিবীনি খেলছে তাদের ভাল হবে না !তারা শুধু কলুর বলদের মতো আমাদের দিয়ে কাজ করে নিয়ে স্বাস্হ্য খাতের সুনাম বয়ে আনছে , আর রাজস্ব করনের বেলায় শুধু প্রসেসিং। আমরাতো কার মাথা নিয়ে ঘামাই না বরং যার যার কাজ তার তার কাছে।আমরা বিশ্ব সমাদিত এবং বিশ্বে রোল মডেল, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য মডেল হিসেবে অভিহিত করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব মানুষের জন্য চিকিৎসা সহজলভ্য করতে নতুন নতুন উদ্ভাবনী বাস্তবায়নের নির্দেশ দিচ্ছেন। গ্রামে গ্রামে চালু হওয়া ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক তার অন্যতম। ক্লিনিকগুলোর মাধ্যমে আজ তৃণমূল পর্যায়ের মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছে। যার কারণে বর্তমান সময়ে মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে বাংলাদেশ এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছে।আমাদের কাজের সুনাম নিয়ে তাদের বুঝি কষ্ট হয়। তারা ভাবে আমরা চিকিৎসা ডিগ্রী নিয়েও তাদের সমকক্ষ সুনাম বয়ে আনতে পারি নাই।যারা আমাদের দুশমন ভাবে, তারা কাজের ফাঁকি দেয়, এজন্য বড় বড় কথা বলে বেড়াই। যারা আমদের দুশমন ভাবে তারা যদি প্রকৃত শিক্ষা গ্রহন করত তাহলে অন্যের দোষ বলত না? কথাই আছে না লোকে যারে বড় বলে সেই বড় হয় আর নিজে যারে বড় বলে সেই বড় নয়। তারা মানুষ নামের কলম্ক।আগের মানুষ বলেছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী , তারা এখন তাই।তাই বলছি রাখে আল্লা মারে কে আর মারে আল্লা রাখে কে, আমাদের সুনামের সুফল কউ ঠেকাতে পারবেনা ইনসাআল্লা।কুচক্রী ও রাজাকার নিপাত যাক,,,স্বাস্থ্য মন্ত্রণালয় রক্ষা পাক।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও অঙ্গীকার পূরণ হোক এই কামনা করি।

শেয়ার করুন

0 comments: