ঝিনাইদহ ডেস্ক।। ১৯৭৩ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর প্রতিক্ষার পর অর্থাৎ ২০০৮ সালে যার হাত ধরে ঝিনাইদহ -২ এর নৌকার বিজয় সুনিশ্চিৎ হয় ৷সেই মানুষ টি হলেন ৷সাবেক সংসদ সদস্য এ.বি.এম গোলাম মজিদের যোগ্য উত্তর শুরি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাবেক সাংসদ-জনাব সফিকুল ইসলাম অপু ভাই ৷যার হাতেই একমাত্র ঝিনাইদহ নিরাপদ ৷সে আমাদের নৌকার বিজয়ের সাদ এনে দিয়ে ছিলো ৷দেখিয়ে ছিলো স্বপ্ন ,করে ছিল ঝিনাইদহের ব্যাপক উন্নয়ন ৷ঝিনাইদহ বাসির বিশ্বাস আবার নৌকার বিজয় এক মাত্র তার হাত ধরেই সম্ভব ৷অতএব অপু ভায়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন ৷ঝিনাইদহের উন্নয়নে অংশ নিন নৌকা মার্কায় ভোট দিন ৷অপু ভাই বঙ্গবন্ধুর আদর্শের লোক জয়ের মালা তারি হোক ৷
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments: