আমরা ক্ষমা করতে জানি প্রতিহিংসার রাজনীতি অামরা করি না।
প্রকাশিত হয়েছেঃ September 08, 2018
মোঃ শহিদুল ইসলাম হিরন যারা বিএনপি/জামাত আছেন আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় আমার অনেক নেতাকর্মীদেরকে মেরে হাত পা ভেঙে দিয়েছিলেন। কিন্তু আমরা কারও ক্ষতি করি নি। আমরা ক্ষমা করতে জানি প্রতিহিংসার রাজনীতি অামরা করি না। তাই বলে ভাববেন না আমরা দুর্বলতাকে প্রকাশ করছি। দেশের মানুষ এখন অনেক শান্তিতে বসবাস করছে। দেশকে অশান্ত করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
মোঃ শহিদুল ইসলাম হিরন
0 comments: