Saturday, September 8, 2018

আমার উপর যদি চাপ আসে আসুক আমি লিখা বন্ধ করবনা



কোথায় মাননীয় মন্ত্রী মহোদয়! কোথায় প্রকল্প এর উচ্চ পর্যায়ের আধিকারিকগণ!
সস্তা মানের ডাটাবেজ দিয়ে ডিজিটাল বাংলাদেশ করার কিছু নমুনার অন্যতম একটি হলো DHIS2 এবং IBAS2। আরো অনেক আছে, বিনামুল্যে একটি পরামর্শ দিতে পারি, সেটা হলো
আই সি টি মন্ত্রণালয় এর সাহায্যে সকল ধরনের ডাটাবেজ নিরীক্ষণ করে Bug সমুহ Fix করা।
হেল্পলাইনে যে নাম্বার দেয়া আছে সেটা কোন কাজেই আসেনা(প্রমানিত সত্য)। ফোন করলেই রোগী রেফার করার মত রেফার করে একে অন্যকে।
আমরা হলাম গিয়ে দাবার বোর্ডের Pawn। কমিউনিটি ক্লিনিক গুলো হলো দাবার ঘর, আমাদের পিছনে
Rook, Bishop, Queen, King রয়েছে।
এবার যার যেমন ইচ্ছা খেলছে।
৭ বছর হয়ে গেল আমাদের চাকুরী এর কোন নীতিমালা প্রণয়ন হলোনা। শাস্থি দেয়ার বেলায় সরকারি সকল ধরনের ধারা মেনে চলা হয়। বড় আজব লাগে, কমিউনিটি ক্লিনিক যদি সত্যিই সরকারের এত গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে থাকে তাহলে কেন আমাদের এই অবস্থা হবে?
একটি দীর্ঘ মেয়াদের পরিকল্পনা যদি নেয়া হয়ে থাকে তাহলে তো অর্থের যোগান দেয়া কঠিন হউয়ার কথা নয়।
সমস্যা নিরসনের দ্রুত ব্যবস্থা নেয়া হবে এটা শুধুই সান্ত্বনা মাত্র, আমলাদের মনের ইচ্ছামত কাজ করবে তেনাদের চুল ও কেউ নড়াতে পারেনা, আর তাই আমাদের এই অবস্থা। ১৪ হাত অজুহাত দেখিয়ে এসব শক্তিশালী আমলারা নিজেদের বাম পকেটে কিছু না ঢোকা পর্যন্ত এইসব নীতিবিরোধী কাজ করে।

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার কাছে সম্মানের সহিত দুটি প্রশ্ন করবো,
১। আপনি কমিউনিটি ক্লিনিক এ চাকুরীরতদের ( CHCP)ব্যাপারে কতটা জ্ঞাত আছেন?
২। কমিউনিটি ক্লিনিক এ চাকুরীরতদের( CHCP) ভবিষ্যতকে কিভাবে দেখছেন এবং মুল্যায়ন করছেন?

শেয়ার করুন

0 comments: