জুনায়েদ ইসলাম সিএইচসিপি।। আজ ৮/৯/১৮ইং বেলা ১১ ঘটিকার সময় বিশগিরিপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে সিজি ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন ওর্য়াড মেম্বার মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রকুড়া ইউনিয়নের সচিব মহোদয়।সভায় সিসির বিভিন্ন সমস্যা নিয়ে অালোচনা হয়।সচিব মহোদয় সভাপতি সাহেবকে সিসিতে পানি ও টয়লেটের ব্যবস্থা করতে বলেন ৷মেম্বার সাহেব চেয়ারম্যোনের সাথে অালোচনা করে পানি ও টয়লেটের ব্যবস্থা করবেন বলে সভায় অাশ্বাস দেন।
খবর বিভাগঃ
সিএইচসিপির খবর
স্বাস্থ্য সহকারী
0 comments: