Tuesday, December 12, 2017

আজ ১২-১২-২০১৭ ই ং তারিখে গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য সহকারীরা আগামী 23 /12/2017 তারিখের এ+ ক্যাম্পেইন বর্জনের সিন্ধান্তে এক যোগে হ্যা হ্যা শব্দ উচ্চারিত করেছেন ।

রবিউল ইসলাম এইচ এ
আজ ১২-১২-২০১৭ ই ং তারিখে গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য সহকারীরা আগামী 23 /12/2017 তারিখের এ+ ক্যাম্পেইন বর্জনের সিন্ধান্তে এক যোগে হ্যা হ্যা শব্দ উচ্চারিত করেছেন । এবং আগামী 16 ডিসেম্বর 2017 তারিখে আন্দোলনকে আর শক্তি শালি কারার জন্য গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে গোপালগঞ্জ জেলার সকল স্বাস্থ্য সহকারীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্স এর ইনর্চাজ জনাব মুসাদ্দেক হোসেন স্যার ও..................সকল এইচ.আই,..............................এ এইচ আই এবং
স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও দাবী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব মোর্শেদুল আলম ভাই ,সদর শাখার সভাপতি জনাব রবিউল আলম (খোকন) ও গোপালগঞ্জ সদরের সকল স্বাস্থ্য সহকারী ভাই ও বোনেরা।

শেয়ার করুন

0 comments: