Tuesday, December 12, 2017

ডাটা সিম সংক্রান্ত সমস্যা এবং সমাধান ।আপনাদের যাদের ডাটা সিমে ডাটা কানেকশন

ডাটা সিম সংক্রান্ত সমস্যা এবং সমাধান ।
সুপ্রিয় স্বাস্থ্যকর্মী এবং সহকর্মীবৃন্দ ,
আপনাদের যাদের ডাটা সিমে ডাটা কানেকশন কয়েক মাস যাবত অফ করা আছে কিংবা ডাটা সিমের ডাটা রিনিউ ডেইট ওভার হবার কয়েক মাস অতিবাহিত হওয়ার পরেও ডাটা রিফিল হয়নি তারা আমাকে জানাতে পারেন । ডিউ ডেইটেই এমবি শেষ হয়ে গেলে সেটার জন্য কতৃপক্ষ দায়ী নন । সমস্যাকৃত ডাটা সিমের নাম্বার, নিজের নাম এবং পদবী লিখে আমাকে ফোনে এসএমএস করুন । তবে এর জন্য ফোন দেয়ার প্রয়োজন নেই । আপনাদের পাঠান সমস্যা সম্বলিত সিমগুলো প্রতি রবিবার সমস্যা চেকিং এর জন্য পাঠিয়ে সমাধানের ব্যবস্থা করা হবে ।সমাধান হয়ে গেলে অবশ্যই জানাতে ভুলবেন না।ডাটা চেক করতে *567# ডায়াল করুন। বিভিন্ন তথ্য দিয়ে আমাদের এডমিনগণকে সহায়তা করুন । ধন্যবাদ ।
স্বপ্নীল , সিএইচসিপি , লক্ষ্মীপুর সদর ,
মোবাইল - 01832060065

শেয়ার করুন

0 comments: