Monday, December 11, 2017

ডেলিভারীর সময় হাসব্যান্ডদেন পাশে রাখা


বাইরের কান্ট্রিতে ডেলিভারীর সময় হাসব্যান্ডদেন পাশে রাখা হয়,আর এদেশে উল্টো। লেবার রুমের ত্রিসীমানায় স্বামীকে ঢুকতে দেয়া হয় না। সিস্টেম চালু দরকার, স্বামীদের কোন প্রকার ধারনা নেই স্ত্রী কী বিশাল কষ্টকর পরিস্থিতি পার করেছে জন্মদান করতে গিয়ে। তাত্ত্বিকভাবে জানলে বাস্তবে তো জানে না।
জানলে নতুন মায়ের প্রতি খুব যত্নশীল হতো, মানসিক পরিস্থিতি বুঝতো, দিনরাত্রি পাশে থাকতো, আশ্বস্ত করতো। কেননা জন্মদানের চেয়ে প্রসবপরবর্তী জীবনটাই খুব কষ্টের মনে হয়েছে। ৩টা মাস নিজের শরীরের এই ক্লান্তিকর অবস্হায় ও ২৪ ঘন্টা জেগে থাকতে হয়। ধীরে ধীরে কষ্ট কমতে থাকে....

শেয়ার করুন

0 comments: