রবিউল ইসলাম
দাবি আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় নেতাদের যথাযথ শ্রদ্ধা এবং মর্যাদা দিয়েই বলছি যে যত দ্রুত সম্ভব ২ / ৪ দিনের মধ্যে আপনারা কেন্দ্রীয় কমিটির সকল সদস্য এবং জেলা পর্যায়ের নেতাদের নিয়ে আন্দোলনের ব্যপারে আলোচনা করে অতি দ্রুত একটি আলটিমেটাম প্রদান করুন। এবং সেই মোতাবেক আন্দোলনের ডাক দিন। আশা রাখি অধিকাংশ CHCP সাড়া দেবে। এটা ঠিক যে অনেক দুঃখ কস্ট আছে আপনাদের মনে অনেকের fb নেতামুর কারনে। তবে নেত্ত্ত দিতে গেলে অনেক ত্যাগ করতে হয় বা অনেক কথা শুনা লাগে। তাই বলছি পাছে লোকের কথা না ভেবে যত দ্রুত সম্ভব আনদোলনের ডাক দিন। যেহেতু মহামান্য আদালতের রায়ও আছে আমাদের সাথে। তাই এখনই সময় আন্দোলনের। তা না হলে পরে নেতৃত্ত সংকটে পড়বেন। তখন আর নেতাদের ডাকে কেউ সাড়া দেবে না। তাই বিনয়ের সাথেই বলছি বিষয়টি ভেবে দেখবেন । সকল CHCP দের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি
আল্লাহ হাফেজ

আল্লাহ হাফেজ
খবর বিভাগঃ
পরিসংখ্যানবিদ
প্রথমপাতা
রাজনীতি
সিএইচসিপির খবর
স্বাস্থ্য সহকারী
0 comments: