আল ফুরকান লিটন।। মাননীয় ডিজি মহোদয় স্যারের ফেজবুক কমেন্টস হুবহু তুলে ধরা হল
ফেসবুকে ঢোকার সময় পাই না। মাঝে মাঝে ঢুঁ মারলেও সামান্য দেখে চলে যেতে হয়। কমেন্ট করি না। একটি বড় বিভ্রান্তি নিরসনে এবার একটা কমেন্ট করছি। ১৮ সেপ্টেম্বরের গেজেটের যে অনুধারাটি নিয়ে আলোচনা হচ্ছে ২০ সেপ্টেম্বরের গেজেটে সেই অনুধারাটি পরিবর্তিতরূপে পাশ হয়েছে। এই একটি মাত্র অনুধারার কারণে ১৮ তারিখ আইনটি পাশ হয়নি। আমাদের তৎপরতার কারণে সংসদীয় স্থায়ী কমিটি ২০ তারিখ আইনের গেজেট সংসদে উপস্থাপনের পরপরই জরুরী সংক্ষিপ্ত সভায় বসে এবং ঐ অনুধারাটি প্রতিস্থাপন করে। প্রতিস্থাপিত অনুধারায় স্বয়ংক্রিয়ভাবে সিএইচসিপি হিসেবে প্রকল্প বা ওপিতে চাকুরীতে যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতাসহ চাকুরী স্থায়ী হবে এবং সরকারী সংবিধিবদ্ধ সংস্থার মত চাকুরীর সকল সুবিধা বহাল হবে এমন নিশ্চয়তার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। কোন পরীক্ষা বা পূনঃবিবেচনা ছাড়াই এই আত্মীকরণ সম্পন্ন হবে। ২০ তারিখে সংশোধিত গেজেট উপস্থাপিত হয় এবং হুবহু পাশ হয়। মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনটি কার্যকর হবে এবং বিধি-প্রবিধি প্রণয়নের পর বাস্তবায়ন করা যাবে। মন্ত্রণালয় দ্রুতই তা করবে। বললেন আমাদের শ্রদ্ধার স্যার আবদুল কালাম আজাদ
0 comments: