Showing posts with label অন্যান্য খবর. Show all posts
Showing posts with label অন্যান্য খবর. Show all posts

Thursday, July 11, 2019

ঝিনাইদহে পরিবার পরিকল্পনা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ঝিনাইদহে পরিবার পরিকল্পনা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, রবিউল ইসলাম, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: দুলাল চক্রবর্তী, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। এসময় বক্তারা, জনসংখ্যা নিয়ন্ত্রন করে সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

Wednesday, February 6, 2019

কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট গতিশীল করার লক্ষ্যে আজ মিটিং অনুষ্ঠিত হবে

কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট গতিশীল করার লক্ষ্যে আজ মিটিং অনুষ্ঠিত হবে




নিজস্ব প্রতিনিধি।। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন'কে গতিশীল ও দ্রুত কার্যকর করার জন্য আজ (০৭/০২/১৯)ইং তারিখ রোজ বৃহঃবার, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব, জাহিদ মালেক  মন্ত্রণালয়ের সভাকক্ষে মিটিং এর ব্যবস্থা করেছেন।
সারা দেশে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারা তাদের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া পূরণ হবে।

উক্ত মিটিং এ স্বাস্থ্যমন্ত্রী জনাব,জাহিদ মালেক  সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন, সম্মানিত ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী  বোর্ডের সভাপতি,  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মহোদয় মহাপরিচালক মহোদয় অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ ।সম্মানিত ডাঃ মাখদুমা নার্গিস ম্যাডাম সাবেক কমিউনিটি ক্লিনিকে লাইক ডাইরেক্টর। এবং বর্তমান লাইন ডাইরেক্টর অধ্যাপক ডাঃ মোঃ আবুল হাসেম খান স্যার সহ আরও ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ।

 এতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারা আশাবাদী মন্ত্রী মহোদয়ের পরামর্শে মহাপরিচালক মহোদয় বার বার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা যে সকল দাবি করেছেন যা দাবী করেছি তার দ্রুত বাস্তবায়ন হবে,ইনশাআল্লাহ্। এবং অতি দ্রুত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সকলেই টেনশন মুক্ত হবো ।


Friday, February 1, 2019

শ্বাস কষ্টের রােগীর জন্য কমিউনিটি ক্লিনিকে ১টি করে নেবুলাইজার

শ্বাস কষ্টের রােগীর জন্য কমিউনিটি ক্লিনিকে ১টি করে নেবুলাইজার



মোঃ তানভীর আহমেদ সিএইচসিপি পানামী কমিউনিটি ক্লিনিক।। আমি লােকমান হােসেন মিয়া , বিভাগীয় কমিশনার , খুলনী কর্তৃক গত ০৮ / ১২ / ২০১৮ খ্রি মেহেরপুর জেলার সদর উপজেলার আশরাফপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয় । পরিদর্শনকালে জনাব মােঃ আতাউল গনি , জেলা প্রশাসক , মেহেরপুর , জনাব মােঃ মাসুদুল আলম , উপজেলা নির্বাহী অফিসার , মেহেরপুর সদর , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , মেহেরপুর সদর মেহেরপুর এবং উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ একং সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পরিদর্শনকালে কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয় ।
১ । ক্লিনিক স্থাপন কাল : জানুয়ারি ২০০০ খ্রি . ।
২ । জনবল পরিস্থিতি : সিএইচসিপি ০১ জন , স্বাস্থ্য সহকারী ০১জন এবং পরিবার কল্যাণ সহকারী ০১ জন কর্মরত আছেন । তারা বেসিক প্রশিক্ষণসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন ।
৩ । সেবা প্রদানের ধরন : শিশু রােগীদের সেবা , সাধারণ রােগীদের সেবা , পরিবার পরিকল্পনা সেবা , কিশাের – কিশােরীদের স্বাস্থ্য সেবা , পুষ্টি সেবা , ইপিআই কার্যক্রম , ডায়াবেটিস পরীক্ষা , ANC & PNC এবং অন্যান্য সাধারণ সেব । এছাড়া স্বাস্থ্য শিক্ষার বিভিন্ন বিষয় প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে আলােচনা করা হয় ।
৪। সেবা গ্রহীতার সংখ্যা : রেজিস্টার থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী দেখা যায় পরিদর্শনের তারিখে চিকিৎসা প্রাপ্ত মােট ৯৮ জন রােগীর মধ্যে সাধারণ রােগীর সংখ্যা ৭০ জন ( মহিলা – ৪৮ , পুরুষ – ২২ , নবজাতক ও শিশু সংখ্যা – ২৪ জন এবং গর্ভবতী – ৪ জন । এ কমিউনিটি

৫ । পরিদর্শনের সারসংক্ষেপ : পরিদর্শনকালে উপস্থিত সকল কর্মকর্তা , আগত সেবা গ্রহীতাদের সাথে আলােচনাকালে তারা জানান , কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের একটি অনন্য উদ্যোগ । তারা নিজ এলাকা থেকেই প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনা মূল্যে ওষুধ নিতে পারছে । রােগীদের প্রাথমিক সেবা নিতে উপজেলায় যেতে হয় না । কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ঔষধ ও সিএইচসিপি ‘ র
আন্তরিকতা দেখে পরিদর্শনকারী কর্মকর্তা প্রশংসা করেন । সিএইচসিপি – র স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা , কর্মকর্তার চেষ্টায় প্রতিটি কমিউনিটি ক্লিনিকে শ্বাস কষ্টের রােগীর জন্য ১টি করে নেবুলাইজার মেশিন ও উইন্ডেল প্লাস সলিউশন সরবরাহ করা এবং প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ঔষধের সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষে টিকিট ব্যবস্থা সকলে প্রশংসা ও সার্বিক মতব্য : এ কমিউনিটি ক্লিনিকের সেবার মান সন্তোষজনক ।
পরিদর্শনকালে সাধারন রােগীদের সাথে মতবিনিময় কালে জানা যায় সাধারন রােগীরা এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে অত্যন্ত খুশি । গ্রামীণ অবহেলিত ও বঞ্চিত মানুষের কথা ভেবে তাদের দোরগােড়ায় চিকিৎসাসেবা পৌছে দেয়ার জন্য সরকারের এ মহতী উদ্যোগকে আরও কার্যকরী করার জন্য মা ও শিশুরােগ বিষয়ে অভিজ্ঞ একজন এবং মেডিসিন বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসককে সপ্তাহে অন্তত একদিন রােগীদের সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে পারলে এ ক্লিনিকের প্রতি আস্থা আরও বাড়ানাে সক্ষম হবে বলে উপস্থিত লােকজন মনে করেন । সেই সাথে বিশেষজ্ঞ চিকিৎসক আসার পূর্বে এলাকায় প্রচারের ব্যবস্থা করলে জনগণ সেবার বিষয়টি জানতে পারবে এবং সেবা নিতে আসতে পারবে বলেও তারা মত প্রকাশ করেন ।