Sunday, December 10, 2017

সিএইচসিপি পদে চাকুরিজীবি এই আপা; সহকর্মী ইয়াসির আরাফাত পলাশ ভাইয়ের খুন

আমরা সিএইচসিপি
panamicc.blogspot.com
সিএইচসিপি পদে চাকুরিজীবি এই আপা; সহকর্মী ইয়াসির আরাফাত পলাশ ভাইয়ের খুন হওয়ার ঘটনায় শোকাহত হয়ে কালো-ব্যাচ ধারণ করে প্রতিদিনের মতোই স্বাস্থ্য-সেবা কার্যক্রম সুচারুভাবে পালন করে যাচ্ছেন।
(উল্লেখ্য গত ২ নভেম্বর যশোর জেলার সিএইচসিপি #ইয়াসির_আরাফাত_পলাশভাই নিজ কর্মস্থলে কর্ত্বব্যরতঃ অবস্থায় নৃশংসভাবে খুন হোন।খুন করে খুনিরা তাঁর ব্যবহৃত মোটর সাইকেল,মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।নির্জন পরিবেশে কমিউনিটি ক্লিনিকটি অবস্থিত এবং ষ্টাপ'রা কেউ সিসিতে উপস্থিত না থাকায় সিএইচসিপি ইয়াসির আরাফাত ভাই একাকী ডিউটি করছিলেন)#খুনিদের_দৃষ্টান্তমূলক_বিচার_দাবী_করছে পলাশ ভাইয়ের সহকর্মীগণ।
তৃনমূলে #সিএইচসিপি'রা স্বাস্থ্য-সেবায় প্রশংসণীয় অবদান রেখে যাচ্ছেন।স্বাস্থ্যখাতকে করে চলেছেন আরও সমৃদ্ধ।
ধন্যবাদ এই সিএইচসিপি আপাকে তার সিসি থেকে প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিক সেবা পেয়ে উপকৃত হচ্ছেন।
এভাবে সারা বাংলার ১৪হাজার সিএইচসিপি'রা স্বাস্থ্য-সেবা প্রদান করে থাকেন।
মানবিক দৃষ্টিকোণ থেকে এই জন-কল্যাণমূলক অত্যাবশ্যকীয় #সিএইচসিপি_পদটি_জাতীয়করণ করা আবশ্যক।


শেয়ার করুন

0 comments: