গায়ের জোরের মুখের বুলি...
বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে অনেকেই আন্দোলনমুখী হচ্ছে। সবার আন্দোলনের ভিড়ে সিএইচসিপিদের দীর্ঘদিনের প্রাণের দাবী রাজস্বকরণ হারিয়ে যেতে পারে! সরকারের হাতে খুব একটা সময় নেই আর। প্রয়োজনীয় আইন সংশোধন করে রাজস্ব ঘোষণা করা সরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে! শেষ পর্যন্ত কমিউনিটি ক্লিনিকের দুর্ভাগ্যের পুনরাবৃত্তি হতে পারে!
বাংলাদেশের মত আনফ্রেডিক্টেবল দেশে এটা বিচিত্র নয়। বছরকে বছর সরকারী চাকুরী করেও রাজনৈতিক বৈরিতার মুখোমুখি হয়ে শত শত সরকারী চাকুরী (সম্ভবত এক সাথে ২৮০জন) হারানোর জলন্ত নজীর সহ অসংখ্য নজীর এইদেশেই স্থাপিত হয়েছে! সুতরাং কমিউনিটি ক্লিনিক কেউ কখনো বন্ধ করতে পারবেনা কিংবা সিএইচসিপিদের চাকুরী যাবেনা এটা একটা "গায়ের জোরের মুখের বুলি" ছাড়া আর কিছুই নয়!
সিএইচসিপিদের প্রাণের দাবী এখন ভিতরে বাহিরে একটা চতুর্মুখী ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে গেছে! সরকারের স্বদিচ্ছার অভাবের পাশাপাশি নিজেদের ইচ্ছের ঘাটতি কতটা প্রবল তা তো আমি পিজি হাসপাতাল, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, কেন্দ্রীয় শহীদ মিনার, উসমানী উদ্যান, প্রকল্প অফিস সহ অনেক যায়গায়ই দেখেছি!
সুতরাং শুধু সরকাররের দোষ দিয়ে নিজেদের আত্বতৃপ্ত না করে সমস্যার গভীরতা অনুশীলন করাও সিএইচসিপিদের জরুরী!
সরকার একতরপা ভাবে সিএইচসিপিদে দিয়ে বিপুল প্রশংসা কুড়ালেও তাদের প্রতি বিন্দুমাত্র ব্রুক্ষেপ করেনি! আর সিএইচসিপিরা রাজস্বের চিন্তা বাদ দিয়ে কাঁচকি মাছ আর দাঁইড়গা (মাছের স্থানীয় নাম) মাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে! শেষ সময়ে সিএইচসিপিরা সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে রাজস্বের দাবী চাপাই রয়ে যাবে, তা আর আলোর মুখ দেখার ক্ষীন সম্ভাবনাও সন্দেহাতীত!
সবাইকে ধন্যবাদ।
খবর বিভাগঃ
সিএইচসিপি
0 comments: