তাসরিফ বিল্লাহ
আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ রোজ শনিবার দেশব্যাপি জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। (৬-৫৯) মাস বয়সী শিশুকে ভিটামিন "এ" খাওয়াতে নিকটস্থ টিকাকেন্দ্র,পুষ্টিফ্ল্যাগ /মনিফ্লাগ সম্বলিত কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (F.W.C), কমিউনিটি ক্লিনিক (C.C)ও অন্যান্য স্বাস্থ্য/টিকা কেন্দ্রে নিয়ে আসুন।
ভিটামিন ‘এ’ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
জনস্বার্থে দেশের জন্য প্রচার/শেয়ার করুন।
0 comments: