Saturday, December 30, 2017

এক্স‌টেনশন ডে‌লিভারী রুম নির্মাণ করা হয়।

এ এইচ এম ফারুক
অদ্য ৩০/১২/১৭ ইং তা‌রিখ দ‌ক্ষিণ কা‌লিকাপুর ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক, রামগঞ্জ, লক্ষ্মীপুর প‌রিদর্শন ক‌রি। প‌রিদর্শনকা‌লে সিএইচ‌সি‌পি Jahir Josim স্বাস্থ্য শিক্ষা সেশন প‌রিচালনা ক‌রেন। তার নি‌জের ও ক‌মিউ‌নি‌টি গ্রু‌পের প্র‌চেষ্টায় ক্লি‌নিকে জেলা প‌রিষ‌দের অর্থায়‌নে দুই লক্ষ টাকা ব্যা‌য়ে এক‌টি এক্স‌টেনশন ডে‌লিভারী রুম নির্মাণ করা হয়। ক্লি‌নি‌কে আগত রোগী‌দের ম‌ধ্যে ক্লা‌য়েন্ট সে‌টিসফ্যাকশন বিষ‌য়ে বি‌ভিন্ন প্রশ্ন করে জান‌তে পা‌রি যে, তি‌নি নিয়‌মিত ও সময় মত সি‌সি‌তে ব‌সেন, সবাইর সা‌থে ভাল ব্যবহার ক‌রেন। তার স্বাস্থ্য সেবা ও কাউ‌ন্সি‌লিং খুবই ভাল ব‌লে রোগীগণ জানান। সিএইচ‌সি‌পি জ‌হির সা‌হে‌বের প্র‌চেষ্টায় ক্লি‌নিক‌টি‌তে স্থানীয় একজন ডোনার প্র‌তিমা‌সে বিপুল প‌রিমান ঔষধ দান ক‌রেন এবং তি‌নি সেসব ঔষধ এলাকার রোগী‌দের চি‌কিৎসার কা‌জে ব্যবহার ক‌রেন। তার প্র‌চেষ্টায় সি‌সি‌তে মর্টার, টাং‌কি সহ পা‌নি সাপ্লাই ব্যবস্থা ক‌রা হয়। তি‌নি নি‌জে অনলাই‌নের সকল কাজ নিয়‌মিত ক‌রেন এবং উপ‌জেলার সক‌লের শতভাগ রি‌পোর্ট এ‌ন্ট্রির বিষ‌য়ে সিএইচ‌সি‌পি কে~অর্ডি‌নেটর হি‌সে‌বে ভূ‌মিকা পালন ক‌রেন। ক্লি‌নিক‌টি ই‌তি পূ‌র্বে জেলায় ও উপ‌জেলায় শ্রেষ্ঠ হি‌সে‌বে পুরস্কৃত হ‌য়ে‌ছে।


শেয়ার করুন

0 comments: