Saturday, December 16, 2017

আলহামদুলিল্লাহ্ সিএইচসিপিদের_চাকুরী_রাজস্ব_করণের #নির্দেশ_মহামান্য_হাইকোর্টের।।

#আলহামদুলিল্লাহ্
আজ সিরাজগঞ্জ জেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশ প্রদান করেছেন। সিরাজগঞ্জ জেলার সিএইচসিপিদের দাখিলকৃত (4610 নং)রীটের শুনানী শেষে মহামান্য হাইকোর্ট এই রায় প্রদান করে।
সিএইচসিপিদের পক্ষে আইনজীবি হিসেবে উপস্হিত ছিলেন এ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া।
#বিশেষ_ধন্যবাদ_জানাই,
জনাব এ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া স্যারকে, যার চৌকস পেশাদারিত্বে আমরা আজ এই রায় পেলাম।
#অসংখ্য_ধন্যবাদ_জানাই,
কেন্দ্রীয় দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহব্বায়ক শহিদুল ভাই, প্রধান উপদেষ্টা কামাল হোসাইন সরকার ভাইকে,ঢাকা জেলার সাধারণ সম্পাদক জাহিদ ভাইকে , দাবি আদায় বাস্তবায়ন কমিটির সদস্য মোঃ আশরাফুল আলম রানাকে,ও সকল সদস্য সহকর্মী ভাইদের.....

শেয়ার করুন

0 comments: