Sunday, December 10, 2017

চাওয়া_পাওয়ার_অসামঞ্জস্যতায়_সিএইচসিপিরা



Sheikh Mohibul Hasan 

রাজশাহীর দুর্গাপুরে ওষুধ না পেয়ে ক্ষুব্ধ হয়ে কমিউনিটি ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কমিউনিটি ক্লিনিকের ওষুধের শিশি ভাংচুর ও রেজিস্টার বই ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। এ সময় কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা হেল্‌থ কেয়ার প্রোভাইডার আলফা খাতুনকে শারীরিক লাঞ্চিত করা হয়। খবর পেয়ে আলফা খাতুনের স্বামী ফারুক হোসেন ঘটনাস্থলে উপিস্থত হলে তাকেও মারধর করে তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেওয়ান নাজমুল আলম জানান, মোবাইল ফোনে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বছরের শেষদিকে যখন ঔষধের অপর্যাপ্ততা নিত্যকার সমস্যা হয়ে দাড়ায় , তখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিত্যদিনের সঙ্গী যেন! এক আলফা আপুর ঘটনা নিউজ হলেও এমনি কতোশত লাঞ্চনা-বঞ্চনা পড়ে রয় সিএইচসিপির হৃদয়পটে! তবুও নিপীড়িত আমরা বালিশে মাথা রেখে চোখঁবুজি রঙিন সকালের স্বপ্নে - ঘুমাই উজ্জল দিনের কামনায়!
এটাই সিএইচসিপি এটাই যেন মোদের নিয়তি!!

শেয়ার করুন

0 comments: