Sunday, December 10, 2017

উর্দ্ধতন কতৃপক্ষ আমাদের (CHCP)ব্যাপারে এতটাই আন্তরিক যে আমাদের চিন্তায় তারা অস্থির। তার কিছু প্রমান

উর্দ্ধতন কতৃপক্ষ আমাদের (CHCP)ব্যাপারে এতটাই আন্তরিক যে আমাদের চিন্তায় তারা অস্থির। তার কিছু প্রমান
১। -৬ বছরে নেই কোন ইন্ক্রিমেন্ট।
২। -আগে পরীক্ষার ডিউটি থাকলেও সেটা কেড়ে নেওয়া হলো।
৩। -সরকারী ছুটি গুলোো টেকনিকে কেড়ে নেওয়া হলো।।
৩। - নৈমত্তিক ছুটি বিভিন্ন কলাকৌশলে দেওয়া হয় না।
৪। - ট্রেনিং গুলো থেকে বাদ রাখা হয়।
৫। - রিট করতে CHCP দের বাধ্য করা হলো ।
৬। - আবার রায় হবার পরেও তা তারা মানতে নারাজ।
৭। - মুখে বলে আমরা তোমাদের সাথে আছি কিন্তু বাস্তবে তারা আমাদের ভাল চায় না।
৮। - সময় মত বেতন নায়।
৯। - বাস্তবে উনারা আমাদের ঝাড়ুদার হিসাবে দেখতে পছন্দ করেন।
১০। - আর লিখলে CHCP দের দুঃখের কথা শেষ হবে না।
তাই আসুন মিস্টি কথায় বসে না থেকে এখনই আন্দোলনে নেমে পড়ি।
প্রকৃত পক্ষে আমাদের ব্যাপারে কেউ আন্তরিক না।
# চরম বৈষম্য শিকার হলো CHCP#
১. ইনক্রিমেন্ট নাই।
২. পদ্দোন্নতি নাই।
৩. GP Fund নাই।
৪. শ্রান্তি ও বিনোদন ভাতা নাই।
৫. কল্যাণ তহবিল নাই।
৬. ব্যাংক লোন নাই।
৭. দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ নাই।
৮. মৃত্যু কালীন অনুদান নাই
৯. সুপারভিশন/ভিজিটে মেডিকাল অফিসার না
দিয়ে তৃতীয় শ্রেণী দিয়ে করানো হয়।

শেয়ার করুন

0 comments: