Sunday, December 10, 2017

Cotrimoxazole Tablet, 120 mg - কো-ট্রাইমোক্সাজল বড়ি, ১২০ মিলিগ্রাম

ওষুধের পরিমাণ: Cotrimoxazole Tablet, 120 mg (কো-ট্রাইমোক্সাজল বড়ি, ১২০ মি.গ্রা)
ঔষধটি তে রয়েছে সালফামিথাক্সাজল ১০০
মি.গ্রা এবং ট্রাইমিথোপ্রিম ২০ মি.গ্রা।

যে উপসর্গ বা রোগে ব্যবহার করা হয়: বিভিন্ন ধরণের সংক্রমন। শ্বাসতন্ত্র (যেমন- নিউমোনিয়া), মূত্রতন্ত্র, পরিপাকতন্ত্র (যেমন- পাতলা পায়খানা্), ত্বক ইত্যাদির সংক্রমন। এছাড়াও টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বর ও গনোরিয়া ইত্যাদি।

সেবন মাত্রা:
·        ২ মাস থেকে ৬ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে: ১টি বড়ি পানিতে গুলিয়ে ১২ ঘন্টা পরপর বা দিনে ২-৫ বার সেব্য।

·        ৬মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: ২ টি বড়ি পানিতে গুলিয়ে ১২ ঘন্টা পরপর বা দিনে ২-৫ বার সেব্য।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: 
(১) গর্ভাবস্থায় 
(২) অকৃতকর কিডনী ও লিভার সমস্যা।

পার্শ্বপ্রতিক্রিয়া: 
(১) বমি বমি ভাব বা বমি হওয়া 
(২) ক্ষুধামন্দা 
(৩) এলার্জির কারণে ত্বকে চুলকানি বা দাগ হওয়া।

সাবধানতা: (১) কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।

মন্তব্য: ঔষধটি খেতে একটু তিতা লাগে। এজন্য গুলেয়ে খাবার জন্য এর সাথে একটু চিনি, মধু ইত্যাদি মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে দেওয়া যেতে পারে। ঔষধটির সাথে পানি বেশী করে খেতে হবে।

শেয়ার করুন

0 comments: