Tuesday, December 12, 2017

যথাযথ সম্মান ও শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে, আপনার উদ্ভাবিত ব্রেইন চাইল্ড Human Resource Information System(HRIS) database, যাহা আজ পরিণতি পেয়েছে পূর্ণ রূপে।

এ.এইচ.এম. ফারুক
এসিসটেন্ট চীফ স্ট্যাটিসটিক্যাল অফিসার(ভারপ্রাপ্ত)
সিভিল সার্জন কার্যালয়, লক্ষ্মীপুর।

মাননীয় ডিজি মহোদয়,
যথাযথ সম্মান ও শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে, আপনার উদ্ভাবিত ব্রেইন চাইল্ড Human Resource Information System(HRIS) database, যাহা আজ পরিণতি পেয়েছে পূর্ণ রূপে। এই ডাটা বেজ আন্তর্জাতিক APICTA প্রতিযোগীতায় Government and Public Category তে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২২টি দে‌শের ম‌ধ্যে শ্রেষ্ঠ পুরস্কৃত হওয়ায় বাংলাদেশের সকল স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিননন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই জাটাবেজ সফল বাস্তবায়নে পরিসংখ্যান কাজে নিয়োজিত ডিজিটাল বাংলাদেশ বিনিনির্মানের আপনার অগ্র সৈনিক পরিসংখ্যানবিদ, পরিসংখ্যান সহকারী, এসিসটেন্ট চিফ, ডিপুটি চিফ সহ এমআইএস এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে এবং এই কর্মকান্ডে সংশ্লিষ্ট সকলকে। আশা করি আপনার নেতৃত্বে ইনোভেশন এর যাত্রা অব্যাহত থাকবে।  আমরা পরিসংখ্যান কাজে নিয়োজিতরাও প্রস্তুত আছি আপনার মিশন ও ভিশন বাস্তবায়নে। আপনার সুস্বাস্থ্য ও কর্মক্ষম দীর্ঘায়ু কামনা করছি।

ধন্যবাদান্তে


শেয়ার করুন

0 comments: