সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দেবীপুর কমিউনিটি ক্লিনিকের তহবিল বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ) এর উদ্যোগে, পরিকল্পনায় কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সদস্যদের সহযোগীতায় ক্লিনিক চত্ত্বরে কিছুদিন আগে কীটনাশকমুক্ত সবজি (বেগুন, মুলো, ওলকপি, কুমড়া, লাউ, লালশাক, কলমিশাক, পালনশাক, টমেটো, কাঁচাঝাল) চাষ করা হয়।
আজ উৎপাদিত সবজি হতে কিছু সবজি ক্লিনিকের পাশ্ববর্তী এলাকাবাসীর মধ্যে বিক্রয় শুরু করা হয়েছে।
আজ উৎপাদিত সবজি হতে কিছু সবজি ক্লিনিকের পাশ্ববর্তী এলাকাবাসীর মধ্যে বিক্রয় শুরু করা হয়েছে।
খবর বিভাগঃ
সিএইচসিপির খবর
0 comments: