ঔষুধের পরিমান: Metronidazole Tablet BP 400 mg; মেট্রোনিডাজল বড়ি ৪০০ মিলিগ্রাম।
যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে: (১) আমাশয় (২) অতিরিক্ত সাদাস্রাব (৩) জ্বরায়ুতে প্রদাহ বা ইনফেকশন (৪) লিভার অ্যাবসেস (৫)এ্যানোরবিক ইনফেকশন বা শরীরের ভিতরের প্রদাহ যা অক্সিজেন ছাড়াই সংগঠিত হয়।
মেট্রোনিডাজল ট্যাবলেট |
সেবন মাত্রা: ৬ থেকে ১২ বছর বয়স্ক শিশুদের ক্ষেত্রে : অর্ধেক (১/২) ট্যাবলেট ৮ ঘন্টা পরপর বা দিনে ৩ বার – খাবার পরে ৫ দিন সেব্য।
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: ১টি ট্যাবলেট ৮ঘন্টা পরপর বা দিনে ৩ বার খাবার পরে ৫ দিন সেব্য।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: (১) গর্ভাবস্থায়।
পার্শ্বপ্রতিক্রিয়া: (১) বমি বমি ভাব বা বমি (২) অরুচি (৩) ধাতব স্বাদ বা মেটালিক টেষ্ট (৪) কোষ্টকাঠিন্য
সাবধানতা: এটি একটি এন্টিএ্যামিবিক ঔষুধ। কোন ভাবেই এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না । যে কয়দিন যে ভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সে ভাবেই খেতে হবে।
মন্তব্য: ঔষুধ খাবার কারণে খাবারের স্বাভাবিক স্বাদ বদলে যেতে পারে এটাকে মেটালিক টেষ্ট বলে। ঔষুধ খাওয়া শেষ হয়ে গেলে কয়েকদিনের মধ্যে আবার তা ঠিক হয়ে যায়।
খবর বিভাগঃ
ওষুধ
0 comments: