Friday, February 2, 2018

একজন মুক্তিযোদ্ধা যদি রাজপথে থেকে বলেন, "আমার সন্তানের চাকুরী রাজস্ব চাই

আসসালামু আলাইকুম
🔔🔔🔔🔔🔔🔔🔔
প্রাণপ্রিয় সহকর্মী বৃন্দ, আমরা দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু হাল ছেড়ে দেয়ার মতো মনোবল হারাইনি, রাজপথে ছিলাম,আছি,থাকবো ইনশাআল্লাহ.......
এতো দুশ্চিন্তার মাঝেও একটু স্বস্তির সুবাতাস হলো, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে! দাবী আদায়ে ৭তারিখ পর্যন্ত সময়টা যদি যথেষ্ট সময় না হয়, সেই টেনশন কিছুটা কমলো!
সারাদেশব্যপী সকল সহকর্মীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন, তাদের বাবা যদি জীবিত এবং সুস্থ থাকেন, মুক্তিযোদ্ধা সনদপত্র সহ তাঁকে প্রেসক্লাবে আনার ব্যবস্থা করুন, অথবা আসার মতো কোনো মুক্তিযোদ্ধা আত্নীয় স্বজন, জমিদাতা, সিজি সদস্য যদি থাকেন তাঁকে সনদপত্র সহ প্রেসক্লাবে আনার ব্যবস্থা করতে হবে।তার দেখাশোনার দায়িত্ব কেন্দ্রীয় কমিটির।
একজন মুক্তিযোদ্ধা যদি রাজপথে থেকে বলেন, "আমার সন্তানের চাকুরী রাজস্ব চাই "
তাহলে প্রধানমন্ত্রীর মন গলবে। যথাসাধ্য দ্রুত ব্যবস্থা করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। এ ব্যপারে প্রতি জেলা সভাপতি ও সেক্রেটারি তার জেলার প্রতিটি উপজেলা সভাপতি ও সেক্রেটারি দ্রুত সক্রিয় ভূমিকা পালন করুন।
সবাই সতর্ক থাকুন,চোখ কান খোলা রাখুন, নিরাপদ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন........
বিজয় আসবেই, ইনশাআল্লাহ...

শেয়ার করুন

0 comments: