Saturday, July 28, 2018

সমাজের কিছু বাস্তবচিত্র নিযে রাজ মিডিযা এবার আপনাদের সামনে নিয়ে এলো বাপ ভালো না শশুর ভালো

সমাজের কিছু বাস্তবচিত্র নিযে রাজ মিডিযা এবার আপনাদের সামনে নিয়ে এলো বাপ ভালো না শশুর ভালো

সমাজের কিছু বাস্তবচিত্র নিযে রাজ মিডিযা এবার আপনাদের সামনে নিয়ে এলো বাপ ভালো না শশুর ভালো ? কি ভাবে শিক্কিত কিছু মানুষ বাপ মা ভুলে শশুর শাশুরীকেই বাপ মা বানিয়ে নেয়। তাদেরই কিছু চিত্র দেখবেন ভিডিও টিতে। 
ভিডিওটি দেখতে আমাদের চ্যানেল টি কে সাবসক্রাইব করুন। রাজ মিডিয়ার সাথেই থাকুন।

Tuesday, July 17, 2018

বাংলাদেশ সি এইচ সি পি ঝিনাইদহ জেলা শাখার নবগঠিত 

বাংলাদেশ সি এইচ সি পি ঝিনাইদহ জেলা শাখার নবগঠিত 

ঝিনাইদহ প্রতিনিধি
বাংলাদেশ সি এইচ সি পি ঝিনাইদহ জেলা শাখার নবগঠিত 

বাংলাদেশ সি এইচ সি পি ঝিনাইদহ জেলা শাখার নবগঠিত কমিটির.... সভাপতি: রাশেদ হোসেন, সাধারন সম্পাদক: অমিত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক: এম সামসুজ্জামান, আব্দুল মমিন, উপদেষ্টা: মাহাবুব মূর্শেদী(বিপু), মোঃ রেজাউল হক, সুকান্ত বসু, সাংগঠনিক সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম, কোষাধক্ষ্য: জাকারিয়া হাবিব।

Sunday, July 15, 2018

স্বাস্থ্য অধিদপ্তরের দুইদিনব্যাপী

স্বাস্থ্য অধিদপ্তরের দুইদিনব্যাপী

স্বাস্থ্য অধিদপ্তরের দুইদিনব্যাপী
ঝিনাইদ প্রতিনিধি।। স্বাস্থ্য অধিদপ্তরের দুইদিনব্যাপী  “ Executive Leadership Workshop for Directors and Line- Director’s of DGHS” কর্মশালায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)এর সম্মানিত লাইন ডাইরেক্টর অধ্যাপক ডাঃ মোঃ আবুল হাসেম খান স্যার বেস্ট লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন।  পুরস্কার প্রদান করেন , স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ স্যার। নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনে পক্ষ থেকে স্যারকে অভিনন্দন।

Friday, July 13, 2018

 ঝিনাইদহ জেলা সি এইচ সি পি এস‍্যোসিয়েশনের সাধারন  অভিনন্দন ও কৃতজ্ঞতা

ঝিনাইদহ জেলা সি এইচ সি পি এস‍্যোসিয়েশনের সাধারন অভিনন্দন ও কৃতজ্ঞতা

ঝিনাইদহ প্রতিনিধি
আজ ঝিনাইদহ জেলা সি এইচ সি পি এস‍্যোসিয়েশনের সাধারন সম্পাদক নির্বাচিত করায়, বিভাগীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ প্রত‍্যেক উপজেলার নেতৃবৃন্দ ও সকল সি এইচ সি পি এবং সি এইচ সি পি পরিবার কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
বাংলাদেশ সি এইচ সি পি এস‍্যোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলী ... ঝিনাইদহ-১ আসেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, জনাব মোঃ আব্দুল হাই এমপি মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম আমরা।
আমাদের একজন অভিভাবক, ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ "রাশেদ আলমামুন" স‍্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম আমরা..... বাংলাদেশ সি এইচ সি পি এস‍্যোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলী
ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ "সাজ্জাদ হাসান " স‍্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম আমরা..... বাংলাদেশ সি এইচ সি পি এস‍্যোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ "রাশেদ হোসেন" ,সাধারণ সম্পাদক "অমিত কুমার বিশ্বাস" ও প্রধান উপদেষ্টা "মোর্শেদুল আলম বিপু" মোঃ "রেজাউল হক" "জাকারিয়া হাবিব" ও সহকর্মী বৃন্দ।
আসছে জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস।

আসছে জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস।

জেসমিন সুলতানা (পুষ্প)
জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস।

আসছে জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস।
হোসেনপুর উপজেলার সকল সেবা গ্রহিতাদের জন্য সুখবর।আসছে আগামী ১৪/০৭/২০১৮ইং তারিখ শনিবার "জাতীয় ভিটামিন এ+ প্লাস ক্যাম্পেইন দিবস সারা বাংলাদেশে একযুগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।ইতিমধ্যেই কিশোরগঞ্জ জেলার, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ নাসিরুজ্জামান শেলিম স্যার মহোদয়ের নেতৃত্বে "জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন" দিবসটির প্রস্তুতি কাজ সম্পুর্ণ হয়েছে।
আমি হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল স্বাস্থ্য কর্মীদের পক্ষ্য থেকে স্যার কে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।
আমি হোসেনপুর উপজেলার সকল সেবাগ্রহীতা বিশেষ করে ৬মাস-৫৯মাস বয়সী সকল শিশুর মা-বোনদের বিশেষ আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই নিজ দায়িত্বে আপনার নবজাতক শিশুটিকে আপনার বাড়ির পাশের কেন্দ্রে নিয়ে আসুন,ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন এবং বর্তমান সরকার শেখ হাসিনার স্বপ্ন শিশুমৃত্যু হ্রাস করতে জাতীয় প্রোগ্রামে অংশ গ্রহণ করুন।
অন্ধত্ব ও অপুষ্টিত্ব প্রতিরোধ করতে,
আপনার শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসুন।
ভিটামিন এ খাওয়ান,
শিশু মৃত্যুর ঝুকি কমান।

Thursday, July 12, 2018

বিশ্ব জনসংখ্যা দিবসে জনসংখ্যা কমাতে

বিশ্ব জনসংখ্যা দিবসে জনসংখ্যা কমাতে

বিশ্ব জনসংখ্যা দিবসে জনসংখ্যা কমাতে অবিবাহিতদের বিবাহ করতে নিষেধ করা হয়েছে বিশ্ব অশান্তি সংস্থা। 
যদি তাহারা মনে করেন, এটা তাদের জন্য অবিচার তাহলে তারা যেন নিচের ভিডিও টি দেখে। 
১০০% গ্যারান্টি এই ভিডিও দেখে কোন অবিবাহিত মরতে আইমিন বিবাহ করতে চাইবেন না।
ভিডিওটি পরিবেশনা করছে রাজ মিডিয়া।ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন।
ঝিনাইদহ সদর হাসপাতাল নিয়ে কিছুদিন পূর্বের অভিজ্ঞতা

ঝিনাইদহ সদর হাসপাতাল নিয়ে কিছুদিন পূর্বের অভিজ্ঞতা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর হাসপাতাল

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর ট্রেনিং অফিসার আমার অত্যন্ত শ্রদ্ধীয় ও প্রিয় স্যার M Shamim Reza স্যারের লিখাটি অসাধারণ এবং আমি ঝিনাইদহের স্বাস্থ্য বিভাগের একজন কর্মী হিসাবে গর্বিত । ঝিনাইদহ সদর হাসপাতাল নিয়ে কিছুদিন পূর্বের অভিজ্ঞতা এর সাথে শেয়ার করতে চাই ।
আমার ঝিনাইদহ সদরের সিএইচসিপি সহকর্মীর আশরাফুল ইসলাম শান্তর স্ত্রীর ডেলিভারীর জন্য সদর হাসপাতালের গাইনী বিশেজ্ঞ ডাঃ চলন্তিকা রানী স্যারকে প্রাইভেট চেম্বারে দেখানো হলো তিনি সিজারের পরামর্শ দিলেন এবং বললেন আগে সদর হাসপাতালে ভর্তি করান ওখানে চেষ্টা করা হোক স্বাভাবিক ডেলিভারীর জন্য । কথামত আমরা সদর হাসপাতালে ভর্তি করানো হলো ডাক্তার মহোদয় ফোন করে আমাদের রোগীর খবর নিলেন হাসপাতালে এবং সেই সাথে আর একজন গাইনী বিশেজ্ঞ ডাঃ মার্ফিয়া খাতুন স্যারকে বললেন তিনিও চিকিৎসা শুরু করলেন । এরপর সর্বজন শ্রদ্ধীয় হাসপাতাল স্বাস্ত্য সেবা পরিবর্তনের রুপকার ডাঃ ইমদাদুল স্যার দেখে বুঝে তৎক্ষণিক ওটিতে নিতে বললেন সিজার করার জন্য । সেখানে খুবই যত্ন ও আন্তরিকতার সহিত সিজার করা হলো এবং সার্বিক তত্ববধান বর্তমান ঝিনাইদহ জেলা শহর সহ আশপাশেরও অনেক নামী দামী প্রাইভেট হাসপাতাল থেকে খুবই সুন্দর ও যত্নবান সেবা প্রদান করছেন ঝিনাইদহ সদর হাসপাতাল যা আমরা কখনও কল্পনাও করতে পারিনি হাসপাতালে এমন সুন্দর সেবা পাওয়া যাবে । কারণ অতীত অভিজ্ঞতা ছিল খারাপ । আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে প্রাইভেট হাসপাতালে বেশ দুর্গন্ধ পাওয়া যাই বাট ঝিনাইদহ সদর হাসপাতালে ইওসি ওয়ার্ডে কোন ময়লা দুর্গন্দ পাওয়া যাবে না এত সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ ।
আর মনিটরিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যা আমি বিভিন্ন সময়ে দেখেছি স্ব চক্ষে যে, শ্রদ্ধীয় ইমদাদুল হক স্যার যখন তখন হাসপাতালে গিয়ে রোগীদের খবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কোন প্রকার অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে একশানে যান । তাই ঝিনাইদহ সদর হাসপাতাল একটি উজ্বল দৃষ্ঠান্ত বর্তমান সময়ে স্বাস্থ্য সেবায় । মহৎ চিন্তা মনে থাকলে সমাধান থাকে সন্নিকটে । এটাই ঝিনাইদহ হাসপাতালের উদারণ ।

Monday, July 9, 2018

 জাতীয় ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্বক সফল করার লক্ষ্যে  মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পর্কে জানানো

জাতীয় ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্বক সফল করার লক্ষ্যে  মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পর্কে জানানো

ঝিনাইদহ প্রতিনিধি

জাতীয় ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্বক সফল করার লক্ষ্যে  মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পর্কে জানানো এবং ক্যাম্পেইনের দিন মসজিদ মাইকের মাধ্যমে সংযুক্ত বার্তাটি প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
In order to make the national Vitamin 'A' plus campaign a success, all the religious organizations including mosques, madrasas, temples and churches were informed about feeding Vitamin 'A' capsules and urging them to take necessary measures to spread the message through mosque microphone on campaign day.

Thursday, July 5, 2018

লক্ষ্মীপু‌রে লক্ষ্মী সি‌রিজ ক‌ন্টি‌নিউড

লক্ষ্মীপু‌রে লক্ষ্মী সি‌রিজ ক‌ন্টি‌নিউড

এ এইচ এম ফারুক পরিসংখ্যানবিদ

প‌রিচালক(স্ব‌াস্থ্য), চট্টগ্রাম ‌বিভাগ এর কার্যাল‌য়ে অদ্য অনু‌ষ্ঠিত ২০১৭-১৮ অর্থ বছ‌রের কার্যক্রম পর্যা‌লোচনা সভায় 'হেল্থ সি‌স্টেম ষ্ট্রেন‌দে‌নিং(HSS)' এ বিভা‌গের ১১টি জেলার ম‌ধ্যে বিগত ৮ মা‌সের ৩ ক্যাটগ‌রি‌তে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠা‌নে মোট প্রদত্ত ২৪ টি পুরষ্কা‌রের ম‌ধ্যে লক্ষ্মীপুর জেলা 'সেরা সি‌ভিল সার্জন অ‌ফিস' ও 'সেরা জেলা হাসপাতাল' ক্যাটাগ‌রি‌তে সর্ব‌মোট ৯টি "বিভাগ সেরা" পুরষ্কার অর্জন ক‌রে। অনুষ্ঠা‌নে পুরষ্কার প্রদান ক‌রেন প‌রিচালক(স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগ, ডাঃ মু‌জিবুল হক। জেলার প‌ক্ষে পুরষ্কার গ্রহন ক‌রেন সি‌ভিল সার্জন ডাঃ মোস্তফা খা‌লেদ আহমদ। এ পুরষ্কার অর্জ‌নের জন্য জেলার স্বাস্থ্য বিভা‌গে কর্মরত সকল‌কে সি‌ভিল সার্জন কার্যাল‌য়, লক্ষ্মীপু‌র এর পক্ষ থে‌কে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন কর‌ছি।
লক্ষ্মীপু‌রে লক্ষ্মী সি‌রিজ ক‌ন্টি‌নিউড- নিউজ সিএইচসিপি
দেশের সকল সেবামূলক প্রতিষ্ঠান সমূহ  নিবন্ধন প্রসঙ্গে

দেশের সকল সেবামূলক প্রতিষ্ঠান সমূহ নিবন্ধন প্রসঙ্গে

জরুরী বিজ্ঞপ্তি ঃ দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় অবস্থিত সরকারী/বেসরকারী হাসপাতাল/ক্লিনিক সমূহে জন্ম গ্রহণকারী শিশুদের জন্ম নিবন্ধন প্রসঙ্গে

কমিউনিটি ক্লিনিক দেউপুর সিসিতে ৮ম ডেলিভারী

কমিউনিটি ক্লিনিক দেউপুর সিসিতে ৮ম ডেলিভারী

নিজস্ব প্রতিনিধি
দেউপুর কমিউনিটি ক্লিনিক তাসলিমা আক্তার গত ২৭/০৬/১৮ ইং তারিখ রাত ৯:২৭ মিনিটে  ৮ম ডেলিভারী সম্পন্ন হয়। তাসলিমা আক্তার বলেন মা ও  নবজাতক শিশু দুইজন সুস্থ্য আছে।  একজন সিএইচসিপিগন এই কার্যক্রমের মূল চালিকাশক্তিতি যারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত  থেকে অভীষ্ট লক্ষ্যয অর্জনে কাজ করেন এজন্য তাদের কার্যকর প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রদান খুবই গুরুত্বর্ন । একজন সিএইচসিপিগন আরো সেবা দিয়ে থাকেন যেমন , সাধারণ যখন জ্বর ব্যথা পোড়া সর্প দংশন বিষ ক্রিয়া হাঁপানি, চর্ম রোগ, চোখ, দাঁত , ও কানের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে । ম‍্যালেরিয়া ফাইলেরিয়া , kalajar যক্ষা কুষ্ঠ কৃ আয়োডিন স্বল্পতা রাতকানা নিউমোনিয়াসহ ডায়রিয়া রোগের   লক্ষণ  ভিত্তিক        ও  পরামর্শ দান
দেউপুর কমিউনিটি ক্লিনিক তাসলিমা আক্তার                                    নিউজ সিএইচসিপি
বাংলাদেশ যুব-মহিলালীগ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ যুব-মহিলালীগ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

জেসমিন সুলতানা (পুষ্প)

বাংলাদেশ যুব-মহিলালীগ এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আসছে আগামী কাল যুব- মহিলালীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী  বিশাল বড় এক কেক কাটার মাধ্যমে উৎযাপিত হবে।সামনের সংসদ নির্বাচন কে সামনে রেখে আমাদের প্রিয় ত্যাগের কান্ডারী, রাজ পথে লড়াকু দুই সাহসি নারী নেত্রী  বাংলার যুব মহিলালীগের নক্ষত্র,,
(১) মোছাঃ নাজমা আক্তার।
                সভাপতি
(বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি)।
(২) অধ্যাপিকা অপু উকিল।
             সাধারণ সম্পাদক
(বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটি)।

ওনাদের উদ্দোগ্যে আয়োজিত  বাংলাদেশ যুব মহিললীগ এর প্রতিষ্ঠা বার্ষিকি সফল হউক।তার সাথে আওয়ামীলের হাত শক্তিশালী থেকে আর শক্তিশালী হউক।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
জয় হবে বঙ্গকন্যা শেখ হাসিনার।
জয় হবে আমাদের যুব মহিলা লীগের।

সবাই কে কালকের অনুষ্ঠানে থেকে কেক খাওয়ার নিমন্ত্রণ রইল।
পক্ষ্যে,
         জেসমিন সুলতানা (পুষ্প)।
                  সভাপতি
বাংলাদেশ যুব মহিলালীগ হোসেনপুর শাখা।

Anniversary of the 16th founding of Bangladesh Youth-Women's League
In the coming days, the 16th founding anniversary of Youth and Women will be harvested by cutting a huge cake. In front of the election of the Parliament, we will have our favorite sacrifice, the presence of two brave women leaders, the stars of the young women of Bengal,
(1) Delete: Najma Akter
                President
(Bangladesh Youth Woman League Central Committee).
(2) Professor Apu Ukil
             General Secretary
(Central committee of Bangladesh Youth Women's Association).

Successful anniversaries of establishment of Bangladesh Youth Welfare Association, organized by them, will be successful. With this, Awamil's hand should be stronger and stronger.
Joy Bangla Joy Bangobondhu.
Bangabanya Sheikh Hasina will win
Our Youth Woman League will win

Everyone has been invited to eat cake from tomorrow's ceremony.
In favor,
         Jasmine Sultana (blossom).
                  President
Hossainpur branch of Bangladeshi youth win

জাতিসংঘের জনপ্রশাসন বিভাগের প্রতিনিধির দল

জাতিসংঘের জনপ্রশাসন বিভাগের প্রতিনিধির দল

নিজস্ব প্রতিনিধি
জাতিসংঘের জনপ্রশাসন বিভাগের প্রতিনিধিদের কাছে ডেটা বিশ্লেষণ ও ব্যবস্থাপনায় স্বাস্থ্যের আইসিটি ব্যবহার প্রদর্শন করা হচ্ছে। তাদের মুখ নেভিগেশন mesmerized চেহারা সত্যিই গর্ব একটি বিষয় ছিল। আমাদের কৃতিত্বের একটি বিশ্বব্যাপী প্রদর্শন তার পথে চলেছে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগে মহাপরিচালক অধ্যাপক অধ্যাপ আবদুল কালাম আজা
আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড

আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড

ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ১৪ জুলাই ২০১৮ (৩০ আষাঢ় ১৪২৫) রোজ শনিবার সারাদেশব্যাপী উপযাপন উপলক্ষ্যে সংযুক্ত মসজিদ বার্তাটি আপনার আওতাধীন সকল মসজিদে শুক্রবার জুম্মার নামাজের খুতবার পূর্বে সম্মানীত ইমাম অথবা খতিবের মাধ্যমে মসজিদে আগত মুসল্লিগণের মাঝে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। উল্লখ্য যে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাইকিং এর সময় উক্ত বার্তাটি প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। 

Upcoming National Vitamin A 'plus Campaign (1st Round) 14 July, 018 (30 Ashadh 1425) Everyday mosque message related to the nationwide prayer on the mosque will be held on Friday in front of th Jumma prayer before you, to take measures to propagate among the devotees coming to the mosque through the revered Imam or Khatib. The request was made. It is noteworthy that at the time of Mikeing at union and ward level, the message was requested for the promotion of the message.