জরাজীর্ন , পরিত্যাক্ত , ভুতুরে বাড়ীর মতো দেখতে কমউনিটি ক্লিনিক |
আরমান মিঠু।। জরাজীর্ন , পরিত্যাক্ত , ভুতুরে বাড়ীর মতো দেখতে কমউনিটি ক্লিনিকগুলো আমরা আর দেখতে চাই না
যথাযথ কর্তপক্ষের দৃষ্টি আকর্ষন এবং পদক্ষেপ গ্রহনে বিনীত আবেদন
সময়ের সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । পরিবর্তন হচ্ছে নানা স্থাপনা এবং অবকাঠামো দেশ হচ্ছে ডিজিটাল । ভিবিন্ন উন্নয়ন মুলক কাজ দ্রত গতিতে এগিয়ে যাচ্ছে । কিন্তু আমাদের বাংলাদেশে স্থাপিত অসংখ্য হাজার হাজার কমউনিটি ক্লিনিক এখনো দুর থেকে দেখতে পরিত্যক্ত, জরাজীর্ন ,ভুতুরে বাড়ীর, মতো দেখা যায় । একদম ছোট দুই রুমের এই ক্লিনিকটি গ্রামের প্রান্তিক মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহনের শেষ একমাত্র আশ্রয়স্থল । কিন্তু অতান্ত্য দুঃখের বিষয় হচ্ছে যে, অনেক ক্লিনিকই আছে এখনো মেরামত বা উন্নয়নের ছোয়া এখনো লাগেনি। দুর থেকে দেখতে একদম পরিত্যক্ত জরাজীর্ন ভুতুরে বাড়ীর ন্যয়, একজন চাকরী জীবি যে পরিবেশে সেবা প্রদান করার কথা সেই পরিবেশ ও সুযোগ সুবিধা অনেক ক্লিনিকেই নেই ।এতে করে অনেক ক্লিনিকেই সচেতন বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষজনের সেবা গ্রহন , আগ্রহ বা যাতায়াত কম । কারন দেখতে যখন শ্রীহীন দেখা যায় তখন ভিতরে প্রবেশ বা সেবা গ্রহনের মানুষিকতা / রুচি তাদের কমে যায় ।আমরা এই জগতে সবাই সুন্দরের পুজারী ।অনেক ক্লিনিকে কমিটির গ্রুপ অনেক কিছু করে দিয়েছে আবার যেখানে কমিটি একটিভ না সেখানে কিছুই হয় নি। আমরা চাই জরাজীর্ন প্রতিটি ক্লিনিক যেন মেরামত করে সুন্দর করে গড়ে তোলা হয় যাতে করে দুর থেকে দেখতে সুন্দর লাগে মানুষজন যেন সেবা গ্রহন নিতে না আসলেও ক্লিনিক দেখে একটি বারের জন্য হলেও বলে এত সুন্দর হাসপাতাল দেখিতো ভিতরে কি কি সেবা দেওয়া হয় (এই রকম আরকি) আর প্রতিটি ক্লিনিকে যেন একজন কর্মজীবি কর্মচারীর কাজ করার পরিবেশ বজায় থাকে । এই মন্ত্রনালয়ের সাথে জরিত প্রতিটি কর্মকর্তার প্রতি বিনীত অনুরোধ রইলো যে, আমাদের এই সমস্যাটি অতিব গুরুত্বের সাথে বিবেচনা করে দেখবেন ।
0 comments: