Friday, September 7, 2018

সব স্টাফের ছাড় অাছে সিএইচসিপিরা ছাড়া


ইব্রাহিম।। বাংলাদেশের উপজেলা হসপিটাল, ইউনিয়ন সাব সেন্টার, এবং কমিউনিটি ক্লিনিকে  বিভিন্ন ধরণের পোষ্ট অাছে যেমন- ডাক্তার, নার্স, ব্রাদার, সাকমো, মেডিকেল এসিস্টেন্ট, সি এইচ সি পি, এইচ এ, এফ ডব্লিও এ, পিয়ন, ঝারুদার,  অারো অন্যান্য। জীবনে চলার পথে অনেক ধরনের ভূল হয়ে থাকে সবার, সে যে পদেরই হউক না কেন, কিন্তু অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় (সিএইচসিপি) ছাড়া অার সব পদের ব্যক্তিরা ভূল হলে বা অফিসিয়াল বিপদে পড়লে তাদের পক্ষে কথা বলার জন্য বা বাচিঁয়ে নেয়ার জন্য  মানুষ রেডি থাকে,  অাবার পার ও পেয়ে যায়, তারাতারী ক্ষমাও করা হয়। কিন্তু সিএইচসিপিদের বেলায় সম্পূর্ণ অালাদা, সিএইচসিপির পক্ষে কেউ কথা বলে না, সবাই এরিয়ে চলে।  অামাদের টা অাজব একটা পদবী। সিএইচসিপিরা সব সময় অবহেলিত,  অপমানিত হয়, তাদের পক্ষে সুরহা মূলক কথা বলার জন্য কেউ থাকে না। পুরো হ্যাল্থ এ অবহেলিত সিএইচসিপিরা। কিন্তু কেউ মূখ খুলছেনা, কিছু হতে নাহতেই ডিজি অফিসে টুস করে সো-কোচ পাঠানো। কিন্তু অন্য স্টাফের বেলায় কিছুই হয় না, এই হচ্ছে বৈষম্য। অন্য স্টাফের বেলায় সব কিছু উপজেলাতে শেষ। CS অফিসেও খবর হয় না। সবাই ভাল থাকবেন। এ বৈষম্য অার কত দিন

শেয়ার করুন

0 comments: