মোঃ হারুন-উর-রশীদ (রুনা)
হে সভ্যতা ওদেরকে তুমি চিনো?
ওরা মানুষ,ওদেরকে বাঁচতে দাও।
ওরা মানুষ,ওদেরকে বাঁচতে দাও।
হে মানবতা তুমি ঘুমিয়ে কেন?
ওদেরকে তুমি মানবতা দেখাও।
ওদেরকে তুমি মানবতা দেখাও।
হে অন্নদাতা ওরা নিরন্ন কেন?
স্বীয়গুদাম হতে ওদের অন্ন দাও।
স্বীয়গুদাম হতে ওদের অন্ন দাও।
হে শালীনতা ওরা বে-আব্রু কেন?
নীজ অঙ্গ থেকে ওদের বস্ত্র দাও।
নীজ অঙ্গ থেকে ওদের বস্ত্র দাও।
হে অধিপতি ওরা কর দেবে কেন?
ওদের ভূমি লাখেরাজ করে দাও।
ওদের ভূমি লাখেরাজ করে দাও।
হে ক্রোড় পতি ওরা নিঃশ্ব কেন?
অলস অর্থ থেকে ওদের অর্থ দাও।
অলস অর্থ থেকে ওদের অর্থ দাও।
হে ক্ষৌণিশ ওরা রাজ্যহীন কেন?
ওদেরে তুমি রাজাধিরাজ বানাও।
ওদেরে তুমি রাজাধিরাজ বানাও।
হে ব্রহ্মান্ড তুমি হৃদয়হীন কেন?
শস্য-শ্যামলতা দিয়ে ওদের বাঁচাও।
শস্য-শ্যামলতা দিয়ে ওদের বাঁচাও।
হে অছি অপঘাতে ওরা মরে কেন?
মৃত্যু থেকে তুমি ওদেরে মুক্তি দাও।
মৃত্যু থেকে তুমি ওদেরে মুক্তি দাও।
-সবিশেষ আহ্বান-
হে বিশ্বাধিপতি ওরা তো নিস্পাপ!
ওদেরকে স্বর্গের বাসিন্দা বানাও।♦♦♦♦
হে বিশ্বাধিপতি ওরা তো নিস্পাপ!
ওদেরকে স্বর্গের বাসিন্দা বানাও।♦♦♦♦
খবর বিভাগঃ
কবিতা
0 comments: