Saturday, December 16, 2017

অন্তিম আকুতি উৎসর্গঃ মোঃ কামরুজ্জামান।


 মোঃ হারুন-উর-রশীদ (রুনা) 
হৃদয় উৎসারিত করা শুনি সেই যে বাণী,
সব কিছু ছেড়ে যে গো চলে যাবো আমি।
তৃণখানি আকড়ে ধরি ছেড়োনা আমায়,
ডাকে কেযে এসো ফিরে নিজ ঠিকানায়!
আহা! কত পরমাকৃতির এ বিশ্ব আমার,
বলে সময় হলো যে তব চলিয়া যাবার।
তুমি তল্পাতল্পি গুছাও বাঁধো হে লটবহর,
নিষ্ঠুর ভাষায় বলিছে যে মোর অধীশ্বর!
এই তো এলাম সেদিন এত কি যে ত্বরা,
সময় কি দেবেনা হে নিষ্ঠুর প্রমিতাক্ষরা?
এমাটির বুকেতে মোরে থাকিবারে দাও,
ভুঁজা করিতে দাও মোর অতঃপর নাও।
তোমারে ছাড়িতে মোর নাই জিগমিষা,
আসুকনা তোমা ক্রোড়ে যত অমানিশা?
এত নিষ্করূণ হয়ো না গো মোর পৃথিবী,
কর মোরে তোমারই এ বুকে দীর্ঘজীবী।
কত স্নেহে ভালবাসায় করিলে পোষণ,
এখনই কেন বলো মাগো করিতে গমন?
স্বর্গের সম হে মা গো তুমি মোর জননী,
মোর সে আকুতি কি গো তুমি শোননি?
আরিন্দা আসিয়াছে দ্বারে এ কার চিঠি?
আশার প্রদীপ এখনও জ্বলে মিটিমিটি!
লেফাফা উন্মোচি তাই পড়ি কোটি বার,
হায়!নিষ্ঠুর ভাষায় লেখা চলিয়া যাবার!
দিলো না সময়ই মোরে নিঠুর এ পৃথিবী,
রহিল না কারো কাছে মোর কোন দাবী।
বিদায় বন্ধু-সখা করি যে হে প্রত্যাগমন,
আর ফিরে আসিব না, হবেনা আগমন!
জানি নিষ্ঠুর পৃথিবীতেই কেহ কারো নয়,
জেনো এক দিন জীবনের হবে পরাজয়!
ভুলিবে যে প্রেয়সী-সখা রাখিবে না মনে,
আহা! মিশিয়া যাইব আমি মৃত্তিকা সনে!
ক্ষমিও সকলে মোরে অপ্রবৃত্তি অপরাধ,
মোর মনে না জাগে যেন বাঁচিবার সাধ!
আঁধার ঘনিয়ে এলো আমারই এ ভূবনে,
ফিরিয়া চলেছি যে গো তারই আহ্বানে!

শেয়ার করুন

0 comments: