Monday, December 11, 2017

চাকুরী রাজস্ব করণের নির্দেশ মহামান্য হাইকোর্টের।

চাকুরী রাজস্ব করণের নির্দেশ মহামান্য হাইকোর্টের।

আজ ঝিনাইদহ জেলার কমিউনিটি ক্লিনিক কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার ( সিএইচসিপি) পদে কর্মরত ৭১ জন কর্মীর চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের জন্য মহামান্য হাইকোর্ট রায়/ নির্দেশ প্রদান করেছেন আজ। ৪৪৪৭ নং দাখিলকৃত রীটের শুনানী শেষে এই রায় প্রদান করেন।

শেয়ার করুন

0 comments: