Thursday, December 14, 2017

অনেক সিএইচসিপি বন্ধু রয়েছেন যারা HRIS(HRM) এ এখন পর্যন্ত নিজের ব‍্যাক্তিগত তথ‍্যাবলী পূরণ করতে পারেননি যা পূরণ করা আবশ্যক ।

Sopnill Sourav 
অনেক সিএইচসিপি বন্ধু রয়েছেন যারা HRIS(HRM) এ এখন পর্যন্ত নিজের ব‍্যাক্তিগত তথ‍্যাবলী পূরণ করতে পারেননি যা পূরণ করা আবশ্যক । অতিসত্বর তা পূরণ করুন অথবা নিজ উপজেলার পরিসংখ্যানবিদের স্মরণাপন্ন হন । নতুন করে ইমেইল আইডিতে নিজের ব‍্যাক্তিগত ওপেন করা ইমেইল আইডি(যা পূর্বে সিসি ইমেইল আইডি দেওয়া ছিল ) দিন এবং শিক্ষাগত পূর্ণাঙ্গ যোগ‍্যতা( স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ) পূরণ করুন। যারা নিজে নিজেই পূরণ করতে চাচ্ছেন তারা ইউটিউবে স্বপ্নীল সৌরভ নামে চ‍্যানেলটি সাবস্ক্রাইব করে HRM Updating process ভিডিওটি অনুসরণ করুন অথবা নিচে দেওয়া লিংক থেকে আপলোড করুন । এছাড়া আমাদের এডমিন প্যানেল বিশেষ করে প্রসনজিত অধিকারী , Mazedul Hoque অথবা Ahm Faruqe ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন । ধন্যবাদ ।


শেয়ার করুন

0 comments: