Monday, January 22, 2018

আন্দোলনের ২য় দিনের কর্মসূচিতে এসে সন্তান জন্ম দিলেন

ঝিনােইদহ প্রতিনিধিচাকুরী জাতীয় করনের দাবীতে চাটখিলে কমিউনিটি ক্লিনিক গুলিতে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডদের (সিএইচসিপি) আন্দোলনের ২য় দিনের কর্মসূচিতে এসে সন্তান জন্ম দিলেন সিএইচসিপি মমতাজ বেগম।সিএইচসিপি নুর আলম রুবেল জানান,আজ রোববার সকাল ১১টার দিকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে তাদের ২য় দিনের অবস্থান কর্মসুচী পালনের সময় গর্ভবতী মমতাজ বেগম প্রসব ব্যথা অনুভব করলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে নেয়া হলে সে একটি ফুটফুটে কণ্যা সন্তান জন্ম দেন। মমতাজ উপজেলার হরিকৃষপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।এদিকে চাটখিলে কর্মরত সিএইচসিপি শাহজাহান সাজু ও শওকত মোল্লা জানান, চাটখিলে সিএইচসিপিদের সাথে চলমান আন্দোলনের ২য় দিনে একাত্বতা ঘোষনা করেছেন বিএমএ নোয়াখালী জেলা শাখা,স্বাচিপ,বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু স্বাধীনতা সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ। এই নিয়ে আজ সহ আগামী দিন (মোট ৩ দিন) তারা দেশব্যাপী বিভিন্ন কর্মসুচী নিয়েছে বলে জানিয়েছেন । দাবী আদায় না হলে ১ ফেব্রুয়ারি থেকে আমরন অনশনেও যাবার ঘোষনা দিয়েছে তারা।

কমিউনিটি ক্লিনিক


শেয়ার করুন

0 comments: