Sunday, February 25, 2018

চাকুরী জতীয়করণে জন্য ডিজির পা ধরলেন একজন মহিলা সিএইচসিপি, আমি শিক্ষক হিসেবে হতবম্ব..

চাকুরী জতীয়করণে জন্য ডিজির পা ধরলেন একজন মহিলা সিএইচসিপি, আমি শিক্ষক হিসেবে হতবম্ব..

 Jahangir Alam Selim
চাকুরী জতীয়করণে জন্য ডিজির পা ধরলেন একজন মহিলা সিএইচসিপি, আমি শিক্ষক হিসেবে হতবম্ব..
-----------------------------------------------------------------
আমি একজন শিক্ষক। উক্ত ছবিটি যতবার দেখিছি ঠিক ততবারই চোখের কোণ ভিজে উঠেছে। কতটা অসহায় হলে একজন সিএইচসিপি তাদের ডিজি স্যারের পা ধরতে পারে।যদি রাজস্ব হয় তবে এই ছবিটি স্মৃতি হিসেবে সিএইচসিপিদের ইতিহাস হয়ে থাকবে।
পরিসংখ্যান ঘেটে আমি যতটুকু জেনেছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২০০৯ সাল থেকে এ পর্য়ন্ত চক্রাকারে ৬৫ কোটি প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্য সেবা গ্রহন করে উপকৃত হয়েছে এবং ৯ হাজার নরমাল ডেলিভারি সহ উচ্চতর চিকিৎসার জন্য রেফার্ড করেছেন,সারা দেশে প্রতিদিন গড়ে প্রায় ৫ লাখ গরীব লোক তাদের সেবা গ্রহন করে উপকৃত হয় এবং কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এক ঘোষনাই ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১ লক্ষের উপরে শিক্ষককে রাজস্ব করণ করেছিলেন।যেহেতু কমিউনিটি ক্লিনিক সারা পৃথিবীতে রোড মডেলের স্বীকৃতি পেয়েছে,যেহেতু দেশের প্রান্তিক জনগোষ্ঠী তাদের সেবায় ভীষন খুশি এবং মহান সংসদে ও বিভিন্ন এলাকার মাননীয় সংসদ সদস্যগন কমিউনিটি ক্লিনিক ও সিএইচসিপি'দের বিষয়ে ভূয়সী প্রশংসা করে তাদের চাকুরী জাতীয় করণের জন্য দাবি জানাচ্ছে তাই ১৪০০০ হাজার সিএইচসিপি'র প্রানের দাবি মেনে নিয়ে রাজস্ব করণ করলে তারা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করবেন বলে আমি একজন শিক্ষক হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনাই পারেন গরীবের ডাক্তার বলে খ্যাত সিএইচসিপি'দের পা ধরার মত কাজ ছোট কাজ থেকে রক্ষা করতে।
ডিজির পা ধরলেন একজন মহিলা সিএইচসিপি
স্যার, আমরা আপনার সন্তানের মত প্রধানমন্ত্রীর নির্দেশনার বাহিরে আপনার কিছুই করার নেই তবুও শেষ চেষ্টা’টা সিএইচসিপিদের জন্য করুন

স্যার, আমরা আপনার সন্তানের মত প্রধানমন্ত্রীর নির্দেশনার বাহিরে আপনার কিছুই করার নেই তবুও শেষ চেষ্টা’টা সিএইচসিপিদের জন্য করুন

অবিভাবকের দাবী নিয়ে বলছি...
অবিভাবকের দাবী নিয়ে বলছি স্যার, আমরা আপনার সন্তানের মত। জানি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার বাহিরে আপনার/আপনাদের কিছুই করার নেই। তবুও শেষ চেষ্টা’টা সিএইচসিপিদের জন্য করুন স্যার।
আপনাদের উপর সিএইচসিপিরা অগাধ বিশ্বাস রেখেই গত ছয় বছর শত বৈষম্যের পরও ধৈর্য্য ধরে পড়ে আছে। নিজেদের ভবিষ্যতের নিশ্চয়তা পাওয়ার আশায়। আজ যখন আশাহত হয়েছে, নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে দেখেছে তখন ইমোশনাল হয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে/করছে। সেই জন্য আন্তরিক ভাবে আপনার নিকট ক্ষমা প্রার্থণা করছি। আমরা বয়সে ছোট হওয়ায় অনেক কিছুই বুঝে উঠতে পারিনা, তাই কখন কি বলতে হবে সেই সম্যক ধারণা আমাদের নেই।
আমার জানামতে, আপনি সিএইচসিপিদের রাজস্বের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অন্তত ৬ (ছয়) বার প্রস্তাব করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ট্রাষ্ট বিষয়ে পুর্বে মাখদুমা মেডাম ও ফিরোজ মিয়া যে পরামর্শ দিয়েছিলো সেটাই মনে রেখেছেন! সিএইচসিপিদের ভবিষ্যত ধ্বংশের জন্য এই দুইজনকে সিএইচসিপিরা চিরদিন মনে রাখবে!
আমি একজন সিএইচসিপি হয়ে দেখেছি, অনেক সিএইচসিপিই আপনাকে এবং এলডি স্যার’কে পিতৃত্বের আসনে স্থান দিয়েছে। সেই অবস্থাকে বিবেচনা করে হলেও-
আপনি এবং এলডি স্যার আমাদের কয়েকজন সিএইচসিপি’কে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট রাজস্বের আবেদন করতে পারেন। এটা আমার মনে হয় অবিভাবক হিসাবে আপনাদের এবং সিএইচসিপিদের বর্তমান অচল অবস্থার পরিসমাপ্তি ঘটাতে সবচাইতে কার্যকর পদক্ষেপ হবে।
স্যার আপনি একজন মহান ব্যক্তি। সন্দেহের উর্ধ্বে থাকা একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আপনি বলেছেন ‘স্বাস্থ্য বিভাগে সিএইচসিপিরাই বেশি কাজ করে’। এর চাইতে বড় মন্তব্য আর কিছুই হতে পারেনা। আমরা আপনার নিকট কৃতজ্ঞ।
স্যার, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, যার ঋণ সিএইচসিপিরা কোন দিন ভুলবেনা, ভুলতে পারেনা। শেষ সুযোগটা আপনার নিকট চাই। ১৩,৮৬১জন সিএইচসিপি আপনাকে আজীবন শ্রদ্ধার সাথে লালন করবে।
পরামর্শঃ সিএইচসিপিদের মধ্য থেকে ৫/৭ জনের একটি টিম শ্রদ্ধেয় ডিজি মহোদয় ও এলডি মহোদয়ের সাথে দেখা করে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ করছি। আলোচনাই সমস্যা সমাধানের প্রথম পাথেয়।
বিঃদ্রঃ সকল সিএইচসিপিদের অনুরোধ করে বলছি, আজে-বাজে পোষ্ট-কমেন্ট থেকে বিরত থাকুন। ভুলে যাবেন না প্রকল্প হলেও আপনি একজন চাকুরীজীবি! আপনার নষ্ট মানষিকতা সবার মাঝে সংক্রমিত করবেন না! সোস্যাল মিডিয়া বিশাল বিষয়! নিজেকে এই মিডিয়ার যোগ্য হিসাবে উপস্থাপন করুন।
সবাইকে ধন্যবাদ।

Friday, February 9, 2018

Saturday, February 3, 2018

এটা কি ভাবে সম্ভব ? মুক্তিযোদ্ধা সি, এইচ, সি, পি দের এটা কি বললেন

এটা কি ভাবে সম্ভব ? মুক্তিযোদ্ধা সি, এইচ, সি, পি দের এটা কি বললেন

সিএইচসিপি রাজা আহাম্মেদ
কামাল সরকার ভাই সেদিন অনুরোধ করেছিলেন যার যার বাবা মুক্তিযোদ্ধা তাদের বলতে।
সেই গল্প নিয়েই এবারের ভিডিও।
আমার আশা আমাদের ন্যায্য অধিকার আমরা পাব।খালি হাতে ফিরব না।
যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকল সি, এইচ, সি, পিদের দেখার সুযোগ করার জন্য অনরোধ করছি।
আমাদের মা আমাদের ফিরিয়ে দিবেন না।



Friday, February 2, 2018

সিএইচসিপিরা কোন কাজ করে না, করেটা কী ? "

সিএইচসিপিরা কোন কাজ করে না, করেটা কী ? "

"সিএইচসিপিরা কোন কাজ করে না, করেটা কী ? "

জাতি দেখুন,
কমিউনিটি ক্লিনিকে কর্মরত একজন সিএইচসিপির কাজ সমূহঃ

১. ঝাড়ু ( মাস্টার্স পাশ একজন ছেলে/মেয়ে ) ঝাড়ু দেয়। বাথরুম পরিষ্কার ও করতে হয়।
২. সেবা গ্রহিতা দের সেবা দেওয়া ( ৩ জনের টা একজন )।
৩. ঔষুধের হিসাব (এখন আবার অনলাইন হিসাব দিতে হবে )
৪. সি জি মিটিং করতে হয় প্রতি মাসে ।
৫. সি এস জি মিটিং করতে হয় প্রতি মাসে।
৬. তহবিল গঠন ( অর্থ সংগ্রহ) এই অর্থ সংগ্রহ করতে হয়।
৭. কাউন্সিলিং করা।
৮. পরিবার পরিকল্পনার কর্মীদের কাজ করা বড়ি, কনডম, ইনজেকশন, দেওয়া
৯. ইন্ডিভিজিয়াল রেকর্ড করা অনলাইনে ।
১০. অনলাইন রিপোর্টিং।
ক। সাধারন রোগী-
খ। নবজাতক ও শিশুস্বাস্হ্য
গ। মাতৃসাস্হ্য
ঘ। সিসির যাবতীয় তথ্য প্রদান
১১. মা সমাবেশ করা।
১২. বিভিন্ন ভিজিট টিম ফেইস করা।
১৩. স্যাটেলাইট করা আদতে করার কথা FWV কিন্তূ ওনারা এমন ব্যাস্ত থাকেন যে শুধু গর্ভবতীর ওজন টাই দেখেন বাকি সবই CHCP দের করতে হয়।
১৪. স্কাইফি তে ডিজিটাল উপস্তিতি ( সকাল ৯ টায় ) নোট:
CHCP আসল কিনা সেটাই দেখা বাকিরা তখনও ঘুমে।
১৫. পুষ্টি নির্ণয়। ওজন, উচ্চতা, মুয়াক,

রেজিস্টার খাতা পূরণ:

১৬. সাধারন রোগী- রেজিস্টার।
১৭. নবজাতক শিশু স্বাস্হ্য রেজিস্টার।
১৮. মাতৃসাস্হ্য রেজিস্টার।
১৯. প্যাথলজিকাল রেজিস্টার।
২০. রেফারেল।
২১. রেফারেল রেজিস্টার।
২২. যন্ত্রপাতি ও আসবাব পত্র রেজিস্টার।
২৩. স্টেশসনারি রেজিস্টার।
২৪. ঔষুধ মজুদ মুল রেজিস্টার।
২৫. ঔষুধ মজুদ রেজিস্টার ( দৈনিক )
২৬. GMP কার্ডে শিশুর পূষ্টি নির্ণয় করা ও মনিটরিং করা।
২৭. NVD ( স্বাভাবিক প্রসব করানো)
২৮. ম্যালেরিয়া পরিক্ষা ( RDT)
২৯. রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয় (RBS)
৩০. বিভিন্ন জাতীয় দিবসে ( ছুটির দিনে) বিশেষ সেবা।
৩১. বিভিন্ন জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করা।
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার

একজন মুক্তিযোদ্ধা যদি রাজপথে থেকে বলেন, "আমার সন্তানের চাকুরী রাজস্ব চাই

একজন মুক্তিযোদ্ধা যদি রাজপথে থেকে বলেন, "আমার সন্তানের চাকুরী রাজস্ব চাই

আসসালামু আলাইকুম
🔔🔔🔔🔔🔔🔔🔔
প্রাণপ্রিয় সহকর্মী বৃন্দ, আমরা দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু হাল ছেড়ে দেয়ার মতো মনোবল হারাইনি, রাজপথে ছিলাম,আছি,থাকবো ইনশাআল্লাহ.......
এতো দুশ্চিন্তার মাঝেও একটু স্বস্তির সুবাতাস হলো, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে! দাবী আদায়ে ৭তারিখ পর্যন্ত সময়টা যদি যথেষ্ট সময় না হয়, সেই টেনশন কিছুটা কমলো!
সারাদেশব্যপী সকল সহকর্মীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন, তাদের বাবা যদি জীবিত এবং সুস্থ থাকেন, মুক্তিযোদ্ধা সনদপত্র সহ তাঁকে প্রেসক্লাবে আনার ব্যবস্থা করুন, অথবা আসার মতো কোনো মুক্তিযোদ্ধা আত্নীয় স্বজন, জমিদাতা, সিজি সদস্য যদি থাকেন তাঁকে সনদপত্র সহ প্রেসক্লাবে আনার ব্যবস্থা করতে হবে।তার দেখাশোনার দায়িত্ব কেন্দ্রীয় কমিটির।
একজন মুক্তিযোদ্ধা যদি রাজপথে থেকে বলেন, "আমার সন্তানের চাকুরী রাজস্ব চাই "
তাহলে প্রধানমন্ত্রীর মন গলবে। যথাসাধ্য দ্রুত ব্যবস্থা করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। এ ব্যপারে প্রতি জেলা সভাপতি ও সেক্রেটারি তার জেলার প্রতিটি উপজেলা সভাপতি ও সেক্রেটারি দ্রুত সক্রিয় ভূমিকা পালন করুন।
সবাই সতর্ক থাকুন,চোখ কান খোলা রাখুন, নিরাপদ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন........
বিজয় আসবেই, ইনশাআল্লাহ...
আমি আমার সিএইচসিপি সহকর্মিদের বলি মাননীয় ডিজি স্যার বলেছিলেন

আমি আমার সিএইচসিপি সহকর্মিদের বলি মাননীয় ডিজি স্যার বলেছিলেন

এম এস জামান
আমি আমার সিএইচসিপি সহকর্মিদের বলি মাননীয় ডিজি স্যার বলেছিলেন ৮ তারিখ দেশে সমস্যা হতে পারে সময় ভাল না আরও আগে আসলে ভাল হতো ৷আসলে ঐ দিন আর কোন সমস্যা নাই সেটি ২৬/২৭ তারিখ পর্যন্ত চলে গেছে৷তাই কোন অরাজকতা নেই আল্লাহর নামে অনশন শুরু করেছি ৷সন্তানতুল্যো আমরা,আমাদের মা জননেত্রী শেখ হাসিনা আমাদের নিরাশ করবে না ৷তাই দুর্বার আমরণ অনশন করে ঐ সব মানুষ কে বুঝিয়ে দিতে হবে আমরা মায়ের যোগ্য সন্তান৷রাজস্ব আমাদের যৌক্তিক অধিকার৷কোন প্রোলভন আমাদের দমানো যাবেনা৷আশ্বাস কেন দেবেন ,কেন ষড়যন্ত্র করবেন ৷আমাদের মনের ভিতর তিল তিল করে স্বপ্ন দেখিয়েছেন রাজস্ব করনের চিঠি দেখিয়ে৷ জাতীয় করণ হবে কোন চিন্তা করনা৷ মায়ের কাছে অভিযোগ কত বড় ষড়যন্ত্রের নীলনকশা আমাদের জন্য তৈরী করেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য৷
অনশন চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ছে সিএইচসিপি মোঃ মিজানুর রহমান

অনশন চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ছে সিএইচসিপি মোঃ মিজানুর রহমান

বরগুনা জেলাধীন আমতলী উপজেলার সিএইচসিপি মোঃ মিজানুর রহমান আমরন অনশন চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ছে তাহার জন্য দোয়া চাই। তাকে ঢাকা মেডিকাল কলেজে নেওয়ার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ রেফার করা হয়েছে। সাথে রয়েছেন বরগুনা জেলার সাধারন সম্পাদক সংগ্রামী সহযোদ্ধা, বিপদের বন্দু জনাব নাজমুল হাসান ভাই ও বরিশালবিভাগ সিএইচসিপি এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ রাজপথের লড়াকু সৈনিক, বিপদের বন্দু জনাব মোঃ আরাফাত মিশু ভাই সহ আরো কয়েকজন।
দোয়া প্রার্থনায়
সিএইচসিপি এসোসিয়েশন
অনশন চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ছে সিএইচসিপি মোঃ মিজানুর রহমান
শপথ বাক্যে দেশের ১৪ হাজার সিএইচসিপিরা হাত উচু করে শপথ করেন

শপথ বাক্যে দেশের ১৪ হাজার সিএইচসিপিরা হাত উচু করে শপথ করেন

শপথ বাক্যে দেশের ১৪ হাজার সিএইচসিপিরা হাত উচু করে শপথ করেন যে, আমাদের চাকুরী রাজস্বকরণ যতদিন না হবে ততদিন আমরা দেশের ১৪ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপিরা) আমরণ অনশন করব। এতে আমাদের মৃত্যু হলে হবে। শপথ গ্রহনকালে সিএইচসিপি এ্যাসোসিয়েশনের দাবী আদায় বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির আহবায়ক শহিদুল ইসলাম বলেন, রাজস্বখাতে চাকুরী স্থানান্তর না হওয়া পর্যন্ত আমরা জাতীয় প্রেসক্লাব ত্যাগ করব না। এতে আমাদের উপরে যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা সহ্য করব। সুপ্রিয় দর্শক,এই ভিডিও টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই Like,Comment,এবং Share করবেন৷ আর সবার আগে সর্বশেষ খবর পেতে অবশ্যই Jhenaidah Chcp News2015 আমরা সিএইচসিপি Like করবেন৷
আপনি আরও কি ধরণের খবর চান সেটা Comment করে জানাবেন৷ সতর্কবার্তাঃআমার এই চ্যানেলের কোন ভিডিও আমার অনুমতি ব্যতিত কেউ ব্যবহার করবেন না৷ করলে কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিব৷
শপথ বাক্যে দেশের ১৪ হাজার সিএইচসিপিরা হাত উচু করে শপথ করেন

Thursday, February 1, 2018

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ৪৫ জন।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ৪৫ জন।

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ৪৫ জন।
দুবাই ও কাতার প্রবাসী যাত্রী নিয়ে ভোর চারটা বাজে হবিগঞ্জ বিশ্বরোড এলাকায় ত্রিমুখি বাস ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাত জন প্রবাসী প্রান হাঁরান,আরো অনেকে অাহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বাসের যাত্রী। সবাই সিলেট মৌলভীবাজার এলাকার বাসিন্দা।
এই মর্মান্তিক দুর্ঘনায় প্রবাসী ভাই বোন যারা প্রাণ হারিয়েছে আমরা তাদের আত্বার
মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থ হয়ে বাড়ি ফিরতে আশা করি। (আমিন)
শ্বায়ত্ব শাসন ও রাজস্ব

শ্বায়ত্ব শাসন ও রাজস্ব

এএইচএম ফারুক
স্ব আয়ত্ব শাস‌নের নামই স্বায়ত্ব শাসন। অর্থাৎ যে প্র‌তিষ্ঠান সরকা‌রের বা বাই‌রের যে কোন প্র‌তিষ্ঠান বা ব্যা‌ক্তির হস্ত‌ক্ষেপ বা নিয়ন্ত্রণ মুক্ত হ‌য়ে আপনা আপ‌নি নি‌জে‌দের রুলস বা রেগু‌লেশন দ্বারা প‌রিচা‌লিত হয় সে প্র‌তিষ্ঠানকেই স্বায়ত্ব শা‌সিত প্র‌তিষ্ঠান ব‌লে। এর প্র‌তিষ্ঠা ও রুলস রেগু‌লেশন সংসদ কর্তৃক হ‌য়ে থা‌কে। শুধু মাত্র সংসদই এর প‌রিবর্তন বা প‌রিমার্জন কর‌তে পার‌বে সংখ্যা গ‌রিষ্ট সাংস‌দের ভো‌টের প্রে‌ক্ষি‌তে বিল পাস ক‌রে।
প্রস্তা‌বিত শায়ত্ব শাসন এর বিষয় সমূহ
পেনশন থাক‌বে।
চাকুরী স্থায়ী হ‌বে।
ক্যা‌রিয়ার প্লান থাক‌বে।
ইন‌ক্রি‌মেন্ট হ‌বে।
সকল ভাতাদী থাক‌বে।
ইউ‌নিয়ন প্রধান, ত‌দে‌ার্ধ্ব তিন ইউ‌নিয়‌নে মি‌লে আ‌রেক‌টি উচ্চ পদ, উপ‌জেলা প্রধান, জেলা প্রধান পদ হ‌বে। যোগ্যতা কা‌জের ভি‌ত্তি‌তে উপ‌রোক্ত প‌দে প্র‌মোশন ব্যবস্থা থাক‌বে।
বর্তমান UHFPO, CS অ‌ফি‌সের নিয়ন্ত্রণ মুক্ত স্বাতন্ত্র্য প্র‌তিষ্ঠান হ‌বে। HI, AHI, FWA এর নিয়ন্ত্রন মুক্ত ব্যবস্থাপনা থাক‌বে।
অ‌তি‌রিক্ত কা‌জে প্র‌ণোদনা থাক‌বে।
আয় ও ব্যায় সংকুলান
স্বায়ত্ব শাস‌নের মূল ভি‌ত্তি হল আয় ও ব্যায় সংকুলা‌ন। স্থানীয় সরকা‌রের স্বায়ত্ব শাসনে রাষ্ট্রীয় কোষাগার থে‌কে বেতন ব্যায় এক অংশ নির্বাহ করা হয়। বাকী অংশ প্রা‌তিষ্ঠা‌নিক আয় থে‌কে হয়।
শিক্ষা খা‌তের স্বায়ত্ব শা‌সিত প্র‌তিষ্ঠা‌নের বেতন ব্যায় রাষ্ট্রীয় কোষাগার বহন ক‌রে। এছাড়া নির্বাচন ক‌মিশন, মানবা‌ধিক‌ার ক‌মিশন, তথ্য ক‌মিশন সহ অন্যান্য প্র‌তিষ্ঠা‌নের ব্যায়ও রাষ্ট্রীয় কোষাগার থে‌কে নির্বাহ হয়। এসব ক্ষে‌ত্রে নাম মাত্র আয়ও রাষ্ট্রীয় কোষাগা‌রে চালান মারফত জমা হয়। এসব ক্ষে‌ত্রে আয় এর সা‌থে ব্যায় এর তুলনা হ‌য় না। সেজন্যই ছাত্রর‌া বেতন প‌রি‌শোধ করার প‌রেও বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্র‌তি ছা‌ত্রের জন্য বছ‌রে পঞ্চাশ হাজা‌রেরও অথিক অর্থ রা‌ষ্ট্রের কোষাগ‌ার থে‌কে ব্যায় হয়। কেননা শিক্ষা সাং‌বিধা‌নিক মৌ‌লিক অ‌ধিকার। তেম‌নি স্বাস্থ্যও মৌ‌লিক অ‌ধিকার। এ‌টি পন্য নয়। সেজন্য প্রস্তা‌বিত স্বায়ত্ব শা‌সিত এ প্রস্তা‌বে ব্যায় সংকুলান রাষ্ট্রীয় কোষাগার থে‌কে হবে।
রাজস্ব
~~~~
‌বেতন রাষ্ট্রীয় কোষাগ‌ার থে‌কে হ‌বে।
চাকুরী স্থায়ী।
‌পেনশন।
ক্যা‌রিয়ার প্লান নাই।
ইন‌ক্রি‌মেন্ট হ‌বে।
সকল ভাতাদী থাক‌বে।
বর্তমান বিদ্যমান ব্যবস্থায় CHCP এর উচ্চতম রি‌পো‌র্টিং বস হ‌বেন AHI.
তার উপ‌রের বস হ‌বেন HI. এর উপ‌রে UHFPO, CS, Director.
রাজ‌স্বের প‌দের ‌ও জনব‌লের স্থায়ীত্ব নি‌শ্চিত। ত‌বে পদ বিলু‌প্তি বা আত্তীকরণ সরকারের নির্বাহী বিভাগ কর‌তে পা‌রে।
উপ‌রের লিখা‌তে কোন দ্বিমত থাক‌লে চাকুরী বি‌ধি বিজ্ঞ কোন ব্যা‌ক্তির সা‌থে পরামর্শ করার অনু‌রোধ রইল। একই সা‌থে রাজস্ব ও স্বায়ত্ব শাসনে চাকুরী কর‌ছেন এরকম দুজ‌নের সা‌থেও পরামর্শ কর‌তে পা‌রেন।
পোষ্ট‌টি মূলত ধুম্রজাল কাটা‌নোর প্রয়াস।। আপনা‌দের সমস্যায় সিদ্ধ‌ান্ত আপনারাই নি‌বেন। মাননীয় ডিাজ ম‌হোদ‌য়ের গতকা‌লের প্রস্তাব‌টি আপনার‌া মান‌বেন বা বাদ দি‌বেন এবং না‌কি রাজ‌স্বের জন্য আন্দোলন কর‌বেন সে সিদ্ধান্ত একান্তই আপনারা নি‌বেন। আ‌মি শুধু এটুকুই বল‌বো, আ‌মি আপনা‌দের সকল সিদ্ধা‌ন্তের প্র‌তি শ্রদ্ধাশীল। আপনাদের প্র‌তি শুভ কামনা ছিল, আ‌ছে ও থাক‌বে। আপনা‌দের সদ‌া মঙ্গল কামনা ক‌রি।