Wednesday, August 1, 2018

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ'' ১-৭আগস্ট উপলক্ষে পানামী কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ'' ১-৭আগস্ট উপলক্ষে পানামী কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভা

মো তানভীর আহম্মেদ।। মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ'' এই স্লোগানকে সামনে রেখে এইবারের'' বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ'' ১-৭আগস্ট উপলক্ষে পানামী কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভা 

অদ্য ০১/০৮/২০১৮ ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় পানামী কমিউনিটি ক্লিনিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১ -৭ আগষ্ট,২০১৮ " উপলক্ষে এক আলোচনা সভা ও র ্যলী অনুষ্ঠিত হয়। মায়ের দুধ পান সুস্থ জীবনের বুনিয়াদ " পতিপাদ্য বিষয়ে, অনুষ্ঠিত হয় উক্ত র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিজি গ্রুপের সম্মানিত সভাপতি সাহেব।

কোরআন_ও_বৈজ্ঞানিক_দৃষ্টিতে_মায়ের_বুকের_দুধের_গুরুত্ব_মায়ের_দুধ_উত্তম_খা_দ্য ।


শিশুর জন্য মায়ের বুকের দুধ অপরিহার্য। কারণ মায়ের বুকের দুধে রয়েছে শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি গুণ ও উপাদান যুক্ত আল্লাহ প্রদত্ত এমন খাবার, যা শিশু সহজেই হজম করতে পারে এবং সহজেই শিশুর দেহ বৃদ্ধিতে সহায়ক। তাইতো আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিস সালামের জন্মের পর তাঁর মাকে নির্দেশ দেন, ‘আমি মুসার মায়ের অন্তরে ইঙ্গিতে নির্দেশ দিলাম, তাকে দুধপান করাও।’ (সূরা কাসাস : আয়াত ৭) জন্মের পর শিশুর জন্য সর্বোত্ত

শেয়ার করুন

0 comments: