Saturday, September 29, 2018

 সাপের কামড়ের হরিশংকরপুর ইউনিয়নে পাইকপাড়া পলেনপুর গ্রমবাসি আতঙ্ক

সাপের কামড়ের হরিশংকরপুর ইউনিয়নে পাইকপাড়া পলেনপুর গ্রমবাসি আতঙ্ক

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়


মোঃ তানভীর আহম্মেদ সিএইচসিপি ।।  পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ ২৯/ ৯ /২০১৮ হরিশংকরপুর ইউনিয়নে সাপের কামড়ের উপর কাউন্সিলিং এ উপস্থিত ছিলেন হরিশংকরপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাছুম সাহেব এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  ডা. মোঃ সাজ্জাদ হোসেন বলেন সাপ কামড় দিলে যা করবেন। প্রথমেই সাপ কামড়ানো রোগী কে আশ্বস্ত করতে হবে যেন তার কোন বিপদ হবে না উত্তেজনা রোগী এর হৃদস্পন্দন  এতে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে ।এমন ভাবে শোয়াতে হবে যেন কামড়ানোর স্থানে হৃদযন্ত্র বরাবর কিছুটা নিচেই দিকে থাকে। দেহে আটোসাটো পোশাক ,অলংকার খুলে ফেলুন ।  কামড়ের উপরে ফিতা ও দরি দিয়ে শক্ত করে বাধুন । বিষক্রিয়ায় রোগীর হৃদস্পন্দন অনেক সমায় বন্ধ হওয়ার জোগার হয়। সেই ক্ষেত্রে সিপআর দিন।অর্থাৎ, কেউ পানিতে ডুবে গেলে বা অন্য কোন শখে আক্রন্তকে শুইয়ে বুকে দুই হাত দিয়ে চাপ দিতে থাকুন । এই ভাবে তার হৃদযন্ত্র সচাল করুন তার পর হাসপাতালে নিতে হবে  ।
যা করবেন না কোন কবিরাজের কাছে নেবেন না । কামড়ানোর স্থানে সাবান দিয়ে ধোবেন না । আক্রন্ত স্থানের ছুরিদিয়ে কাটবেন না রক্ত বের করবেন না। ইলেকট্রিক শক দিবেন না। ঠান্ড পানি ও বরফ ধরবেন না ।
 উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সদর,স্বাস্থ্য পরিদর্শক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃকর্মকর্তা সভায় সাপের কামড়ের উপরে এবং কুকুর বিড়াল বিভিন্ন পশুর কামড় বা জলাতঙ্ক রোগের উপরে বিস্তারিত আলোচনা করেন এবং সমাজে বিদ্যমান ভ্রান্ত ধারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সচেতনতাবৃদ্ধি করে এর উন্নতি ঘটানোর জন্য সবাইকে অনুরোধ জানান

Md. Tanvir Ahmed chcp. Paikpara Government Primary School today was present at the counciling at snake bite in Harishankarpur union on Monday 29. Former and present chairman of Harishankarpur Union Mohammad Abdullah Al Masum Sahib and Upazila Health and P. Officer Dr Md. Sajjad Hossain said that if the snake bites, do it. At first, the bite sufferer should be assured that there will be no danger to him, the excitement of the patient's heartbeat spreads poisoning in such a way that it may lie down in the bite where the heart is slightly below the heart. Remove the autosome clothes, ornaments, Strictly bite the bite with ribbons and grooves. The poisoning provides the patient's heart rate to stop many problems. In that case, give a CPR. In other words, if someone drowns in water or lying in the other eye, keep pressing with two hands on the chest. In this way, call his heart and then take him to the hospital.
Do not do that to any poet. Do not wash with soap in the bite area. Do not cut off the blood in an attacking place and do not get blood. Do not give electric shocks. Do not catch cold water and ice.
Upazila Sanitary Inspector Sadar, Health Inspector and important dignitaries from the area were present. Upazila health and family members meeting on snake bites and dog cat discusses on various animals bites or rabies and ask them to improve their awareness by taking action against the wrong ideas in society.

আপনাদের সাথে ১ মাস ১০ দিন রাজপথে ছিলো

আপনাদের সাথে ১ মাস ১০ দিন রাজপথে ছিলো


আল ফুরকান লিটন।।যারা আনন্দ করতেছে তাদেরকে নিয়ে মুষ্টিময় কিছু সহকর্মী তিরস্কার করতেছে!ছন্দময় জ্ঞানের ফুলঝুরি ছড়াচ্ছে,বিধি ভাগ্য লিখছে,রাজা পর্যবেক্ষণ করতেছে, আর থার্ড ক্লাস প্রজারা মসকারা করে,বাহ্ বাহ্!!কারন কি?ভালো না লাগলে চাকরিটা ছেড়ে দেনতো দেখি?যারা আনন্দ করতেছে তারা কি আন্দোলনে যায়নি?
হে অবশ্যই গিয়েছিলো,তারাও আপনাদের সাথে ১ মাস ১০ দিন রাজপথে ছিলো রাজস্ব পাওয়ার জন্য কিন্তু কপালে ছিলো না,তাই রাজস্ব পাওয়া হলো না,কারন যিনি কমিউনিটি ক্লিনিকের জন্ম দিয়েছেন তিনিই চাননি,যেহেতু ৪০ দিন কেঁদেও কোন কাজ হয়নি,তাই ৪০ বছরও যদি প্রলাপ বকেন কোন লাভ হবে না বরং ক্ষতিটাই বেশি হবে।কিন্তু মমতাময়ী মাতা আমাদের খালি হাতে ফিরিয়ে দেননি।

নির্বাচনের আগ মুহুর্তে হলেও আমাদের জন্য সংসদে নতুন করে আইন পাশ করে সরকারি সকল সুযোগ সুবিধার বিধান রেখে স্থায়ীকরণের ব্যবস্থা করেছেন,
যা আমার মতো বয়স চলে যাওয়া লোকের জন্য লাক্ষ-কোটি শুকরিয়া,"আলহামদুলিল্লাহ্"!

আর গতকাল যারা সংসদ অধিবেশন দেখেছেন তারাই বুঝতে পেরেছেন,বিলটি পাশ হয়েছে একমাত্র স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের আন্তরিকতায়!এমপি মহোদয়বৃন্দর কথা শুনে মনে হচ্ছিলো কমিউনিটি ক্লিনিকের নাম তারা প্রথম শুনছেন!আর সিসির কার্যক্রম তো দুরের কথা।
যাই হোক এতকিছুর পরেও যে দ্রুততার সাথে বিলটি পাশ করাতে পেরেছেন সেই জন্য মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে আবারও ধন্যবাদ জানাই।

আপনার যদি মেধা ভালো থাকে,চাকরির বয়স যদি থেকে থাকে,উপড় মহলে যদি মামা,খালু থেকে থাকে তাহলে এই চাকরির পাশাপাশি আরো ভালো চাকরির জন্য চেষ্টা করুন!কিন্তু বেঁফাস মন্তব্য না করে,আমার মতো বয়স চলে যাওয়া সহকর্মীদের একটু স্বস্তিতে থাকতে দিন,আমাদেরকে আর হতাশার সাগরে নিমজ্জিত করবেন না,প্লীজ!!

আর হে,একটি কথা মনে রাখবেন,ইট মারলে, পাটকেল খেতে হয়,আপনার আর আমার মতো থার্ড ক্লাস চাকরিজীবী সারা জীবন মন্তব্য করেও এক চুল পরিমান সিদ্ধান্তের পরিবতর্ন আনা সম্ভব না,বরং নিজের পায়ের নিচের মাটিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি(কিন্তু মাটি সরবেনা কারন ডিজি মহোদয় যে মাটির মানুষ)!

#যেখানে মাননীয় প্রধান মন্ত্রীর ইচ্ছেই সব,এমনকি সংসদে আইনও পাশ হয়েগেছে,সেখানে এখনও আমরা একে অপরকে দোষারোপ করতেছি!৪০ দিন তো একসাথে কম কাঁদিনি?আসলেই(সিএইচসিপি)আমরা আজব এক জাতি!

আমার কথাগুলো বাস্তব হলেও অনেক কঠোর হয়েগেছে,সেই জন্য মাফ করবেন,সহকর্মীবৃন্দ।
"নিজের ভালো পাগলেও বুঝে আমরা কেন নয়?"!
"পজিটিভ কথা বলবো পজেটিভ চিন্তা করবো"!

পরিশেষে আন্তরিক ধন্যবাদ জানাই,
"কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন-২০১৮" মহান জাতীয় সংসদে পাশের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের চাকুরী স্থায়ীকরন করায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মানসকন্যা, কমিউনিটি ক্লিনিকের রুপকার, জননেত্রী শেখ হাসিনা'কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

#বিশেষ কৃতজ্ঞতা
মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম
মাননীয় প্রতি মন্ত্রী জনাব জাহিদ মালেক
 মাননীয় ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
ডাঃ আবুল হাসেম খাঁন স্যার
মাননীয় লাইন ডিরেক্টার
সিবিএইচসি।

Friday, September 28, 2018

 কর্মস্থলের পরিবেশ এর উপর সাফল্য অনেকাংশে নির্ভর করে

 কর্মস্থলের পরিবেশ এর উপর সাফল্য অনেকাংশে নির্ভর করে


প্রসেনজিৎ অধিকারী।। কর্মস্থলের পরিবেশ এর উপর সাফল্য অনেকাংশে নির্ভর করে।একটা সুন্দর পরিবেশ একটা ভাল আউটপুট দেয়ার ক্ষেত্রে মূখ্য ,কেননা মন থেকে যদি কোন কিছু না আসে তাহলে শুধু পিঠ বাঁচাতে কিংবা হালালের জন্যই কাজ করা হয়।৯০% সিসি গুলোতে সেবাদানের প্রক্রিয়া এই অবস্থাতেই সীমাবদ্ধ।

কর্মস্থল এমন হবে যাতে করে  বোরিং বা অসহ্য মনে হবে না ,বরং মনে হবে আরো কিছুক্ষন থেকে যাই ,কিছু কাজ আরেকটু বেশি করে যাই।এতে করে আউট পুট অনেকগুন বেশি দেয়া সম্ভব ,কেননা তখন মন দিয়ে আনন্দের সহিত করা হবে।

তবে নিচের চিত্রের এই সিসির ডিজাইন আউটপুটের ক্ষেত্রে খুবই ভাল উদ্যোগ।এর জন্য উপরস্থ স্যারদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,যারা এই দিকটা খুব ভাল ভাবে ভেবেছেন।এমন সিসি হলে আশা করি কর্মীরা মন দিয়ে কাজ করে ভাল আউটপুট দিয়ে স্বাস্থ্য খাতকে সাফল্য মন্ডিত করবে...Be-Nazir Ahmed M Shamim Reza স্যার।

Prasenjit Adhikari .. The success of the workplace depends largely on the success of the work environment. A beautiful environment is important for giving a good output, because if nothing comes from the mind, it is only for the sake of saving the back or halal. The process of serving 90% of the CC is limited in this situation.


The workplace will be so that it will not feel boring or uncomfortable, but rather I will go for more than a few minutes, to do some work more and more. It is possible to get more out of the pot, because then it will be happily with the mind.


However, this is a very good initiative in the design of this CC design. For the above, we are grateful to the above Sirs, who have thought of this aspect very well. So, if the CC, the staff will work with the mind and produce good output to the health sector. -Nazir Ahmed M Shamim Reza Sir

Thursday, September 27, 2018

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন

অনলাইন ডেস্ক।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহ সদর থানা আওয়ামীলীগের উদ্যোগে গোয়াল পাড়া বাজারে বিশাল এক আনান্দ মিছিল বের করা হয় এবং মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভা ও মিছিলে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন ঝিনাইদহ -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব  তাহজিব আলম সিদ্দিকী সুমি এমপি।

বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম হিরন সাধারণ সম্পাদক ঝিনাইদহ সদর থানা আওয়ামীলীগ ।

জনাব বাবু বিকাশ কুমার বিশ্বাস সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১১ নং পদ্বাকার ইউনিয়ন আওয়ামীলীগ।

জনাব খন্দকার ফারুকুজ্জামান ফরিদ সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ।

জনাব ফয়েজউল্লা ফয়েজ সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১২ নং দোগাছী ইউনিয়ন আওয়ামীলীগ।

উক্ত আনান্দ মিছিলে হাজার হাজার মানুষ অংশ গ্রহনকরে।

Online Desk .. On the occasion of the 72nd birth anniversary of Prime Minister Sheikh Hasina, a huge Anand procession was brought out in the Gopal Para Market at Jinyaidah Sadar Thana Awami League and a discussion was held after the procession.

The chief guest was present in the discussion meeting and procession. Honorable Member of Parliament of Jhenaidah-2 constituency Mr. Tazib Alam Siddiqui Sumi MP.


Mr. Md. Shahidul Islam Hiron General Secretary Jhenaidah Sadar Thana Awami League was present as special guest.


Mr. Babu Bikash Kumar Biswas former Chairman and current President Awami League of Pabpak No 11.


Mr. Khandaker Farukuzzaman Farid former Chairman and current President 10 Harishankarpur Union Awami League.


Dr. Fayzullah Fayez, former Chairman and current President of Doogachi Union Awami League 12


Thousands of people participated in the Andan procession, participating in the procession.

Wednesday, September 26, 2018

 শ্রদ্ধেয় ডিজি স‍্যার আমরা ক্ষমাপ্রার্থী ৮ জন সহকর্মীর  সাময়িক বরখাস্ত আছে

 শ্রদ্ধেয় ডিজি স‍্যার আমরা ক্ষমাপ্রার্থী ৮ জন সহকর্মীর সাময়িক বরখাস্ত আছে

ডিজি স‍্যার ডঃ আবুল কালাম আজাদ এবং এলডি  ডাঃ আবুল হাসেম খাঁন

আল ফুরকান লিটন।।  শ্রদ্ধেয় ডিজি স্যার(অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ) এবং এলডি স্যার(ডাঃ আবুল হাসেম খাঁন) আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি আমরা সবাই(সিএইচসিপি)আপনাদেরেই সন্তান,স্বাস্থ্যবিভাগের কর্মচারী।রাজস্ব পাওয়ার জন্য যেহেতু আমরা সবাই আন্দোলনে অংশগ্রহন করেছি এবং সবাইকে যেহেতু সন্তানতুল্য মনে করে মাফ করে দিয়েছেন,এমনকি ১ মাস ১০ দিন অফিস না করেও ডিজি স্যার এবং এলডি স্যারের অান্তরিক প্রচেষ্টায় বেতন ভাতাদী পাওয়া সম্ভব হয়েছে,সেহেতু আমরা আশা করছি,৮ জন সহকর্মীর প্রতি স্যার মহোদয়বৃন্দ সদয় হয়ে তাদের মুক্তির ব্যবস্থা করবেন,ইনশাআল্লাহ্।আমাদের ৮ জন সাময়িক বরখাস্ত হওয়া সহকর্মীদের ভুল,ত্রুটিগুলো আর না খোজে নিজগুনে ক্ষমা করে দিন,স্যার!আল্লাহ্ আপনাদের মঙ্গল করুক!আমিন।স্বাস্থ্য বিভাগের সকলের প্রচেষ্টায় কমিউনিটি ক্লিনিক আজ জনবান্ধব হয়ে,বিশ্বে মডেল হয়েছে!রাজস্ব পাওয়া আমাদের অধিকার ছিলো,ভাগ্যে নাই,তাই পাওয়া হলো না,তবে আশা রাখি হবে ইনশাআল্লাহ্।কমিউনিটি ক্লিনিকের জন্মদাতা মাননীয় প্রধান মন্ত্রী খুশি হয়ে আমাদের স্থায়ীকরণের জন্য যে আইনটি পাস করেছেন,সেই জন্য,মাননীয় প্রধান মন্ত্রী,স্বাস্থ্য মন্ত্রী,ডিজি স্যার,এলডি স্যারসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্তৃপক্ষকের জন্য অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা রইলো।ক্ষমা মহত্ত্বের লক্ষণ,অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার কারনে সমুদ্রের ফেনা পরিমান গুনাহ কারীকেও,আল্লাহ্ ক্ষমা করে দিবেন!
আমরা একটানা আড়াই ঘন্টা ক্লাস নেই

আমরা একটানা আড়াই ঘন্টা ক্লাস নেই


শফিকুল আলম।। প্রাক- প্রাথমিক শিক্ষকদের ব্লক টিচিং এবং বদলি সংক্রান্ত বিষয়ে গতকাল জনাব ইন্দু ভূষন (ডিডি)স্যার এবং অধিদপ্তরের জনাব ফিরোজ কবির(এডিপিও)স্যারের সাথে সাক্ষাত এবং আলোচনা।
স্যারদের কে বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম স্যার আমরা যারা প্রাক প্রাথমিকের সহকারি শিক্ষক তারা অনেক ধরনের সমস্যার মধ্যে আছি, স্যার জিজ্ঞেস করলেন কেমন?
আমি বললাম স্যার আমাদের কোন বদলি নেই, আমরা একটানা আড়াই ঘন্টা ক্লাস নেই,ব্লক টিচিং এবং কোন কোন ক্ষেএে আমরা চরম বৈষম্যের শিকার।
এডিপিও এবং ডিডি স্যারের একই উত্তর আপনারা যারা প্রাক -প্রাথমিকের শিক্ষক নীতিমালা অনুযায়ি তারা মিউচাল হতে পারবেন, আর যে পর্যন্ত একই স্কুলে প্রাকের একাধিক শিক্ষক না আসছে সে পর্যন্ত এভাবেই হয়তো থাকা লাগবে তবে নীতিমালা পরিবর্তন করার চেষ্টা চলছে। আর এখন তো সকল টিচারদেরই বদলি জনিত সমস্যা রয়েই গেছে।
অধিদপ্তরের আরেকজন পরিচালক স্যারকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমরা যারা পিডিপি-৩ তে ছিলাম তারা কি রাজস্বতে চলে আসছি কি না স্যার বললো অবস্যই যদি তাই হয় তাহলে আমরা যারা ঢাকার প্রাক -প্রাথমিকের শিক্ষক আছি তারা এখনও কেন আগষ্ট মাসের বেতন পাইনি? যেখানে অধিদপ্তর হতে রাজস্বে চলে যাওয়ার চিঠি ইস্যু করার পরে ঢাকার বাহিরের শিক্ষকরা আগষ্ট মাসের বেতন পেয়েছে বাট আমারা পাই নি ঢাকার এজি অফিস বলছে অর্থ মন্রনালয়ের চিঠি লাগবে? তাহলে বেতন দিবে। আমার প্রশ্ন হলো একই চিঠি দিয়ে ঢাকার বাহিরের শিক্ষকদের আগষ্ট মাসের বেতন হয় আর আমাদের হয় না।
পরিশেষে স্যার বললো অর্থ মন্রনালয়ের সেই চিঠিও ইস্যু হয়ে গেছে আপনারা বেতন পেয়ে যাবেন।
শেষ বিকেলে জনাব ইন্দু ভূষন (ডিডি)স্যারের আন্তরিকতা, পরম স্নেহ ভালবাসা আমাকে মুগ্ধ করেছে।
ওআরএস-ওরাল রিহাইড্রেশন সল্ট

ওআরএস-ওরাল রিহাইড্রেশন সল্ট



ঔষুধের পরিমান:
 ORS – Oral Rehydration Salt ( ওআরএস-ওরাল রিহাইড্রেশন সল্ট)।
Sodium Chloride BP 1.30g; Potassium Chloride BP 0.75g; Sodium Citrate BP 1.45g; Anhydrous Glucose BP 6.75g।

যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে: (১) ডায়রিয়া বা পাতলা পায়খানা অথবা বমির কারণে শরীরে পানি স্বল্পতা।

সেবন মাত্রা: এক প্যাকেট ওরাল স্যালাইন আধা লিটার নিরাপদ পানিতে গুলিয়ে নিতে হবে েএবং প্রতিবার পাতলা পায়খানার পর যতটুকু সম্ভব ততটুকু খেতে দিতে হবে।

ব্যবাহারের সময়সীমা: তৈরীকৃত স্যালাইন ৮ ঘন্টা পর্যন্ত পান করা যাবে।

পার্শ্ব প্রতিক্রিয়া: তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

সাবধানতা:
(১) উচ্চ রক্তচাপ থাকলে সতর্কতা অবলম্বন করে স্যালাইন পান করতে হবে।
(২) খেয়াল রাখতে হবে যেন প্রয়োজনীয় পাত্র, চামচ ইত্যাদি জীবাণুমুক্ত থাকে।
(৩) স্যালাইন তৈরীর পূর্বে হাত ভাল করে সাবান দিয়ে নিরাপদ পানিতে ধুয়ে নেওয়া আবশ্যক। 
(৪) মিশ্রণের অনুপাত যেন ঠিক থাকে সে ব্যপারে সাবধান থাকা আবশ্যক।

মন্তব্য: চরম পানি স্বল্পতার লক্ষণ দেখা দিলে অবশ্যই রেফার করতে হবে। ডায়াবেটিস (বহুমুত্র) রোগ থাকলে রোগীকে রেফার করতে হবে।

ডায়রিয়া চিকিৎসার জন্য স্যালাইন দ্রবণ

দ্রবণ প্রস্তুতকরণ: ১/২ লিটার বা ৫০০ মি.লি বিশুদ্ধ খাবার পানিতে প্যাকেটের সম্পূর্ণ উপকরণ গুলিয়ে নিতে হবে।

ব্যবহার নির্দেশিকা: গুলিয়ে নিতে হবে।

নবজাতক: ১২ ঘন্টায় ১/২ লিটার।

শিশু: বয়স অনুসারে পান করাতে হবে।

সতর্কতা: গরম পানি দিয়ে স্যালাইন দ্রবণ প্রস্তুত করবেন না প্রস্তুতকৃত দ্রবণ কোন ক্রমেই ফুটাবেন না।

১২ ঘন্টার পর ‍প্রস্তুতকৃত স্যালাইন ফেলে নতুন করে প্রস্তুত করতে হবে।

ডায়রিয়া হলে কী করবেন

(১) রোগের শুরু থেকেই নিয়মানুযায়ী এই স্যালাইন দ্রবণ খাওয়াতে থাকুন। বমি হলেও খাওয়ানো বন্ধ করবেন না।

(২) যদি ৩-৪ ঘন্টার মধ্যে রোগীর অবস্থার কোন উন্নতি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন।

(৩) দুধের শিশুকে দুধ ও বড়দের স্বাভাবিক খাবার দেয়া বন্ধ করবেন না। না খেলে রোগী আরও দুর্বল হয়ে পড়বে।

(৪) অসুখ সারলে রোগীকে বেশী পুষ্টিকর খাবার খেতে দেবেন এতে রোগী তাড়াতাড়ি সবল হয়ে উঠবে।

(৫) ডায়রিয়া যাতে না হয় সে জন্য সব সময় কুয়া / পুকুর / নদির পানি ফুটিয়ে ঠান্ডা করে বা টিউবওয়েলের পানি পান করবেন এবং রান্নার কাজে ব্যবহার করবেন।

(৬) খাওয়ার আগে বিশুদ্ধ পানিতে হাত ধুয়ে নেবেন।

(৭) সব খাবার ঢেকে রাখবেন।

Tuesday, September 25, 2018

কমিউনিটি ক্লিনিকে বিশাল অনুদান

কমিউনিটি ক্লিনিকে বিশাল অনুদান

সুযোগ্য কন্যা একুশে পদক প্রাপ্ত জনাবা ড. শরীফা খাতুন 

সঞ্জয় মজুমদার ।। অদ্য ২৫/০৯/২০১৮ ইং রোজ মঙ্গলবার জাহানপুর কমিউনিটি ক্লিনিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অত্র এলাকার সম্মানীত ব্যক্তি জনাব আসলাম সাহেবের সুযোগ্য কন্যা একুশে পদক প্রাপ্ত জনাবা ড. শরীফা খাতুন জাহানপুর কমিউনিটি ক্লিনিকের জন্য ৪৮ শতক জমি দান করেন। এছাডা জমি রেজিষ্ট্রি খরচ বাবত তিন লক্ষাধীক নগদ টাকা ও অনান্য খরচ প্রদান করেন। ড. শরীফা খাতুনের স্বামী সাবেক বিচারপতি  জনাব কাজী এবায়দুল হক এই মহতি কাজে সার্বিক সহোযোগিতা করেন।

সিভিল সার্জন জনাব হাসান শাহারিয়ার কবির স্যার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
১/ এম ও সি এস জনাব ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
২/জেলা স্বাস্থ্য সুপারেন্ডেন্ট জনাব দিদারুল আলম ভূঞা।

এছাডা আরো উপস্থিত ছিলেনঃ
১/অত্র ক্লিনিকের জমিদাতা ও ফেনী জেলা কৃষকলীগের সভাপতি জনাব এ বি এম সেলিম।
২/ শর্শদি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জানে আলম ভূঞা।
৩/অত্র ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য জনাব জিয়া উদ্দিন মোল্লা।
৪/অত্র ক্লিনিকের সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব মোঃ গোলাম সারোয়ার উদ্দিন।
৫/অত্র ক্লিনিকের সদস্য সচিব(সিএইচসিপি) জনাব সঞ্জয় কুমার মজুমদার।
৬/অত্র ক্লিনিকের স্বাস্থ্য সহকারী জনাব আবদুল জব্বার মিশর।
৭/অত্র ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সদস্য জনাব ইসমাইল হোসেন মাষ্টার।

Monday, September 24, 2018

মোটরসাইকেল শো-ডাউন

মোটরসাইকেল শো-ডাউন

শফিকুল ইসলাম অপু ভাইয়ের মোটরসাইকেল  শো-ডাউন
শাহিদুজ্জামান পান্নু।। অপু ভাইদের প্রতি কৃতজ্ঞা জানানো জন্য  গত ২২/৯/১৮  তারিখে জানলাম ২৪/৯/১৮ তারিখে অপু ভায়ের একটি প্রোগ্রাম হবে মনে হলো একটু বড় করে প্রোগ্রাম করতে পারলে ভাল হতো ( গত ১৫ বছরে আমাদের ইউনিয়নে ছাত্রলীগ-যুবলীগের অনেক কর্মী গড়ে উঠেছে) এইটা ভেবে কিছু বড়- ছোট ভাইদের সাথে আলোচনা করলাম,একদিনের যোগাযোগে কম- বেশি ৫০ টা মোটর সাইকেল নিয়ে আমাদের প্রোগ্রাম হলো,যে সকল বড়- ছোট ভাই অপু ভাইকে ভালবেশে এই প্রোগ্রামকে সফল করেছেন তাদের সবাইকে অপু ভাইয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি,এবং আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি  আগামীদিন এক সাথে চলা ও ভোটের সময় আরও  দায়িত্বশীল ভুমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করার জন্য। 
গেজেট প্রকাশ নিয়ে সিএইচসিপিদের মাঝে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিলো'তা,নিরসনে

গেজেট প্রকাশ নিয়ে সিএইচসিপিদের মাঝে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিলো'তা,নিরসনে


আল ফুরকান লিটন।।  মাননীয় ডিজি মহোদয় স্যারের ফেজবুক কমেন্টস হুবহু তুলে ধরা হল

ফেসবুকে ঢোকার সময় পাই না। মাঝে মাঝে ঢুঁ মারলেও সামান্য দেখে চলে যেতে হয়। কমেন্ট করি না। একটি বড় বিভ্রান্তি নিরসনে এবার একটা কমেন্ট করছি। ১৮ সেপ্টেম্বরের গেজেটের যে অনুধারাটি নিয়ে আলোচনা হচ্ছে ২০ সেপ্টেম্বরের গেজেটে সেই অনুধারাটি পরিবর্তিতরূপে পাশ হয়েছে। এই একটি মাত্র অনুধারার কারণে ১৮ তারিখ আইনটি পাশ হয়নি। আমাদের তৎপরতার কারণে সংসদীয় স্থায়ী কমিটি ২০ তারিখ আইনের গেজেট সংসদে উপস্থাপনের পরপরই জরুরী সংক্ষিপ্ত সভায় বসে এবং ঐ অনুধারাটি প্রতিস্থাপন করে। প্রতিস্থাপিত অনুধারায় স্বয়ংক্রিয়ভাবে সিএইচসিপি হিসেবে প্রকল্প বা ওপিতে চাকুরীতে যোগদানের তারিখ থেকে জ্যেষ্ঠতাসহ চাকুরী স্থায়ী হবে এবং সরকারী সংবিধিবদ্ধ সংস্থার মত চাকুরীর সকল সুবিধা বহাল হবে এমন নিশ্চয়তার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। কোন পরীক্ষা বা পূনঃবিবেচনা ছাড়াই এই আত্মীকরণ সম্পন্ন হবে। ২০ তারিখে সংশোধিত গেজেট উপস্থাপিত হয় এবং হুবহু পাশ হয়। মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনটি কার্যকর হবে এবং বিধি-প্রবিধি প্রণয়নের পর বাস্তবায়ন করা যাবে। মন্ত্রণালয় দ্রুতই তা করবে। বললেন আমাদের শ্রদ্ধার স্যার আবদুল কালাম আজাদ 

Sunday, September 23, 2018

বি ভিটামিনকে ভিটামিন বি কমপ্লেক্স

বি ভিটামিনকে ভিটামিন বি কমপ্লেক্স

বি ভিটামিনকে ভিটামিন বি কমপ্লেক্স 

আটটি বি ভিটামিনকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। এরা খাদ্যকে এনার্জিতে রূপান্তরিত হতে সাহায্য করে। সঠিক বৃদ্ধির জন্য রক্তকোষ, হরমোন ও নার্ভাস সিস্টেমের জন্য ভিটামিন বি কমপ্লেক্স অত্যাবশ্যকীয়। ভিটামিন বি কমপ্লেক্সের ৮ টি ভিটামিন হল-১। থায়ামিন(বি ১),২। রিবোফ্লাবিন(বি ২),৩। নায়াসিন(বি ৩),৪। পেন্টোথেনিক এসিড(বি ৫),৫। পাইরিডক্সিন(বি ৬),৬। বায়োটিন(বি ৭),৭। ফোলেট(বি ৯) এবং৮। কোবালামিন(বি ১২)এসব ভিটামিন পানিতে দ্রবনীয় ভিটামিন। ভিটামিন বি কমপ্লেক্স শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন, এবং প্রতিদিনের খাবারে ভিটামিন বি কমপ্লেক্স থাকা আবশ্যক। শরীরে এসব ভিটামিন এর অভাবে হতে পারে বিভিন্ন রোগব্যাধি।
ভিটামিন বি কমপ্লেক্স এর কিছু অভাবজনিত রোগঃভিটামিন বি ১ – এর অভাবে বেরিবেরি রোগ হয়। দূর্বলতা, বুক ধড়ফড় করা, হাত পা ব্যাথা করা ইত্যাদি এই ভিটামিন বি ১ এর অভাবে হয়ে থাকে।ভিটামিন বি ২ – ঠোঁট এবং তালু ফাটা, ঠোঁটের কোনায় ঘা, গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি এই ভিটামিন বি ২ এর অভাবে হয়ে থাকে।ভিটামিন বি ৩ – চুলকানি, ত্বক খসখসে হয়ে যাওয়া, দূর্বলতা এবং ডাইরিয়া বি ৩ এর অভাবে হয়ে থাকে।ভিটামিন বি ৫ – এর অভাবে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।ভিটামিন বি ৬ – উচ্চ রক্তচাপ,রক্ত স্বল্পতা,বিষন্নতা এবং ত্বকের সমস্যা ভিটামিন বি ৬ এর অভাবে অভাবে হয়ে থাকে।ভিটামিন বি ৭ – শিশুদের বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি ভিটামিন বি ৭ এর অভাবে ব্যাহত হয়।ভিটামিন বি ৯ – অভাবে রক্ত স্বল্পতা হয়। গর্ভবতি মায়েদের ভিটামিন বি ৯ এর অভাবে গর্ভস্থ শিশুর জন্মবিকৃতি ঘটে থাকে।ভিটামিন বি ১২ – এর অভাবে রক্তস্বল্পতা এবং মানসিক সমস্যা দেখা যায়।


Thursday, September 20, 2018

ভালো না লাগলে চাকরিটা ছেড়ে দেনতো দেখি?

ভালো না লাগলে চাকরিটা ছেড়ে দেনতো দেখি?


আল ফুরকান লিটন।। যারা আনন্দ করতেছে তাদেরকে নিয়ে মুষ্টিময় কিছু সহকর্মী তিরস্কার করতেছে!ছন্দময় জ্ঞানের ফুলঝুরি ছড়াচ্ছে,বিধি ভাগ্য লিখছে,রাজা পর্যবেক্ষণ করতেছে, আর থার্ড ক্লাস প্রজারা মসকারা করে,বাহ্ বাহ্!!কারন কি?ভালো না লাগলে চাকরিটা ছেড়ে দেনতো দেখি?যারা আনন্দ করতেছে তারা কি আন্দোলনে যায়নি?
হে অবশ্যই গিয়েছিলো,তারাও আপনাদের সাথে ১ মাস ১০ দিন রাজপথে ছিলো রাজস্ব পাওয়ার জন্য কিন্তু কপালে ছিলো না,তাই রাজস্ব পাওয়া হলো না,কারন যিনি কমিউনিটি ক্লিনিকের জন্ম দিয়েছেন তিনিই চাননি,যেহেতু ৪০ দিন কেঁদেও কোন কাজ হয়নি,তাই ৪০ বছরও যদি প্রলাপ বকেন কোন লাভ হবে না বরং ক্ষতিটাই বেশি হবে।কিন্তু মমতাময়ী মাতা আমাদের খালি হাতে ফিরিয়ে দেননি।

নির্বাচনের আগ মুহুর্তে হলেও আমাদের জন্য সংসদে নতুন করে আইন পাশ করে সরকারি সকল সুযোগ সুবিধার বিধান রেখে স্থায়ীকরণের ব্যবস্থা করেছেন,
যা আমার মতো বয়স চলে যাওয়া লোকের জন্য লাক্ষ-কোটি শুকরিয়া,"আলহামদুলিল্লাহ্"!

আর গতকাল যারা সংসদ অধিবেশন দেখেছেন তারাই বুঝতে পেরেছেন,বিলটি পাশ হয়েছে একমাত্র স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের আন্তরিকতায়!এমপি মহোদয়বৃন্দর কথা শুনে মনে হচ্ছিলো কমিউনিটি ক্লিনিকের নাম তারা প্রথম শুনছেন!
যাই হোক এতকিছুর পরেও যে দ্রুততার সাথে বিলটি পাশ করাতে পেরেছেন সেই জন্য মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে আবারও ধন্যবাদ জানাই।

আপনার যদি মেধা ভালো থাকে,চাকরির বয়স যদি থেকে থাকে,উপড় মহলে যদি মামা,খালু থেকে থাকে তাহলে এই চাকরির পাশাপাশি আরো ভালো চাকরির জন্য চেষ্টা করুন!কিন্তু বেঁফাস মন্তব্য না করে,আমার মতো বয়স চলে যাওয়া সহকর্মীদের একটু স্বস্তিতে থাকতে দিন,আমাদেরকে আর হতাশার সাগরে নিমজ্জিত করবেন না,প্লীজ!!

আর হে,একটি কথা মনে রাখবেন,ইট মারলে, পাটকেল খেতে হয়,আপনার আর আমার মতো থার্ড ক্লাস চাকরিজীবী সারা জীবন মন্তব্য করেও এক চুল পরিমান সিদ্ধান্তের পরিবতর্ন আনা সম্ভব না,বরং নিজের পায়ের নিচের মাঠিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি(কিন্তু মাঠি সরবেনা কারন ডিজি মহোদয় যে মাঠির মানুষ)!

যেখানে মাননীয় প্রধান মন্ত্রীর ইচ্ছেই সব,এমনকি সংসদে আইনও পাশ হয়েগেছে,সেখানে এখনও আমরা একে অপরকে দোষারোপ করতেছি!৪০ দিন তো একসাথে কম কাঁদিনি?আসলেই(সিএইচসিপি)আমরা আজব এক জাতি!

আমার কথাগুলো বাস্তব হলেও অনেক কঠোর হয়েগেছে,সেই জন্য মাফ করবেন,সহকর্মীবৃন্দ।
"নিজের ভালো পাগলেও বুঝে আমরা কেন নয়?"!
"পজিটিভ কথা বলবো পজেটিভ চিন্তা করবো"!

পরিশেষে আন্তরিক ধন্যবাদ জানাই,
"কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন-২০১৮" মহান জাতীয় সংসদে পাশের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের চাকুরী স্থায়ীকরন করায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মানসকন্যা, কমিউনিটি ক্লিনিকের রুপকার, জননেত্রী শেখ হাসিনা'কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশেষ কৃতজ্ঞতা
মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম
মাননীয় প্রতি মন্ত্রী জনাব জাহিদ মালেক
 মাননীয় ডিজি অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
ডাঃ আবুল হাসেম খাঁন স্যার
মাননীয় লাইন ডিরেক্টার
সিবিএইচসি।
স্যার কথা দিয়ে কথা রেখেছেন, ডি,জি মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা

স্যার কথা দিয়ে কথা রেখেছেন, ডি,জি মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা


অনলাইন ডেস্ক।। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন -২০১৮" মহান জাতীয় সংসদে পাশের মাধ্যমে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের চাকুরী স্থায়ীকরন করায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মানসকন্যা, মাদার অব হিউমিনেটি, কমিউনিটি ক্লিনিকের রুপকার, জননেত্রী শেখ হাসিনা'কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা ---- জয় বঙ্গবন্ধু। জয়তু শেখ হাসিনা। বিশেষ কৃতজ্ঞতা  সিএইচসিপির প্রিয় ব্যক্তি আবুল কালাম আজাদ  মাননীয় মহাপরিচালক,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। মাননীয় মহাপরিচালক,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। জনাব, ডাঃ মোঃ আবুল কালাম আজাদ স্যার,মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা । ঝিনাইদহ জেলা সি.এইচ.সি.পি এসোসিয়েশনের পক্ষ থেকে স্যারকে জানাই অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।আল্লাহ্ তাহাকে দীর্ঘজীবি করুণ ।কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন -২০১৮" আহ মহান জাতীয় সংসদে পাশের মাধ্যমে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের চাকুরী স্থায়ীকরন করায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মানসকন্যা, মাদার অব হিউমিনেটি, কমিউনিটি ক্লিনিকের রুপকার, জননেত্রী শেখ হাসিনা'কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয়তু শেখ হাসিনা। বিশেষ কৃতজ্ঞতা  মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মো :নাসিম এমপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক এমপি, শেখ ফজলুল হক সেলিম এমপি সভাপতি স্বাস্থ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি, সহ সংসদীয় স্থায়ী কমিটির সকল সাংসদ এর প্রতি। এবং প্রফেসার ডঃ আবুল কালাম আজাদ স্যার,
মাননীয় মহাপরিচালক, ডঃ আবুল হাসেম    স্যার, লাইন ডিরেক্টর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
মাননীয় মহাপরিচালক, ডঃ আবুল হাসেম    স্যার, লাইন ডিরেক্টরস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।মান
নীয় মহাপরিচালক, ডঃ আবুল হাসেম    স্যার, লাইন ডিরেক্টরস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।





কমিউনিটি ক্লিনিকে ৫০ তম নরমাল ডেলিভেরী সম্পন্ন করলাম

কমিউনিটি ক্লিনিকে ৫০ তম নরমাল ডেলিভেরী সম্পন্ন করলাম

কান্দি কাবিলাপাড়া কমিউনিটি ক্লিনিক
২ দিন টানা ডিউটি!
রাতে ডেলিভারি! সকাল৮:৩০ থেকেই রোগী আসা শুরু!! টিকাদান, মা সমাবেশ, উপজেলা মেডি: অফিসার সি/সি পরিদর্শন ও রোগী দেখেন।
৩:৩০ বাড়ি ফেরা
২০/৯/১৮ইংতারিখে রাত ১২:৩০ মিনিটে ২০১৮সালের ৫০ তম নরমাল ডেলিভেরী সম্পন্ন করলাম। মা ও নবজাতক সুস্হ আছেন।কান্দি কাবিলাযপারা কান্দি কাবিলাপাড়া কমিউনিটি ক্লিনিক
জরাজীর্ন , পরিত্যাক্ত , ভুতুরে বাড়ীর মতো দেখতে কমউনিটি ক্লিনিক

জরাজীর্ন , পরিত্যাক্ত , ভুতুরে বাড়ীর মতো দেখতে কমউনিটি ক্লিনিক

জরাজীর্ন , পরিত্যাক্ত , ভুতুরে বাড়ীর মতো দেখতে কমউনিটি ক্লিনিক

আরমান মিঠু।।  জরাজীর্ন , পরিত্যাক্ত , ভুতুরে বাড়ীর মতো দেখতে কমউনিটি ক্লিনিকগুলো আমরা আর দেখতে চাই না 
যথাযথ কর্তপক্ষের দৃষ্টি আকর্ষন এবং পদক্ষেপ গ্রহনে বিনীত আবেদন
সময়ের সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । পরিবর্তন হচ্ছে নানা স্থাপনা এবং অবকাঠামো দেশ হচ্ছে ডিজিটাল । ভিবিন্ন উন্নয়ন মুলক কাজ দ্রত গতিতে এগিয়ে যাচ্ছে । কিন্তু আমাদের বাংলাদেশে স্থাপিত অসংখ্য হাজার হাজার কমউনিটি ক্লিনিক এখনো দুর থেকে দেখতে পরিত্যক্ত, জরাজীর্ন ,ভুতুরে বাড়ীর, মতো দেখা যায় । একদম ছোট দুই রুমের এই ক্লিনিকটি গ্রামের প্রান্তিক মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহনের শেষ একমাত্র আশ্রয়স্থল । কিন্তু অতান্ত্য দুঃখের বিষয় হচ্ছে যে, অনেক ক্লিনিকই আছে এখনো মেরামত বা উন্নয়নের ছোয়া এখনো লাগেনি। দুর থেকে দেখতে একদম পরিত্যক্ত জরাজীর্ন ভুতুরে বাড়ীর ন্যয়, একজন চাকরী জীবি যে পরিবেশে সেবা প্রদান করার কথা সেই পরিবেশ ও সুযোগ সুবিধা অনেক ক্লিনিকেই নেই ।এতে করে অনেক ক্লিনিকেই সচেতন বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের মানুষজনের সেবা গ্রহন , আগ্রহ বা যাতায়াত কম । কারন দেখতে যখন শ্রীহীন দেখা যায় তখন ভিতরে প্রবেশ বা সেবা গ্রহনের মানুষিকতা / রুচি তাদের কমে যায় ।আমরা এই জগতে সবাই সুন্দরের পুজারী ।অনেক ক্লিনিকে কমিটির গ্রুপ অনেক কিছু করে দিয়েছে আবার যেখানে কমিটি একটিভ না সেখানে কিছুই হয় নি। আমরা চাই জরাজীর্ন প্রতিটি ক্লিনিক যেন মেরামত করে সুন্দর করে গড়ে তোলা হয় যাতে করে দুর থেকে দেখতে সুন্দর লাগে মানুষজন যেন সেবা গ্রহন নিতে না আসলেও ক্লিনিক দেখে একটি বারের জন্য হলেও বলে এত সুন্দর হাসপাতাল দেখিতো ভিতরে কি কি সেবা দেওয়া হয় (এই রকম আরকি) আর প্রতিটি ক্লিনিকে যেন একজন কর্মজীবি কর্মচারীর কাজ করার পরিবেশ বজায় থাকে । এই মন্ত্রনালয়ের সাথে জরিত প্রতিটি কর্মকর্তার প্রতি বিনীত অনুরোধ রইলো যে, আমাদের এই সমস্যাটি অতিব গুরুত্বের সাথে বিবেচনা করে দেখবেন ।

Wednesday, September 19, 2018

শোক বার্তা শোক বার্তা শোক বার্তা

শোক বার্তা শোক বার্তা শোক বার্তা



তানভীর আহম্মেদ।। গতকাল আমার কাকা ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন) আমার কাকা মোঃ নবাব মুন্সী রোড এক্সিডেন্ট মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে বুধবার দিনে ০১-০০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি
একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের জন্য এক জনসভা অনুষ্ঠিত হয়

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের জন্য এক জনসভা অনুষ্ঠিত হয়

৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগ

খন্দকার ফারুকুজ্জামান ফরিদ।। আজ ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ডাক বাংলা  বাজারে আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের জন্য এক জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জনাব এডঃ আব্দুর রশিদ সভাপতি ঝিনাইদহ সদর থানাআওয়ামীলীগ।

উক্ত জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম হিরন চেয়ারম্যান পোড়াহাটি ইউপি ও সাধারন সম্পাদক ঝিনাইদহ সদর থানা আওয়ামীলীগ।

বিষেশ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জনাব খন্দকার ফারুকুজ্জামান ফরিদ সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি ১০ নং হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ।
জনাব নাছির মালিথা চেয়ারম্যান ৬ নং গান্না ইউনিয়ন আওয়ামীলীগ।
জনাব মোঃ রিজাউল মন্ডল সভাপতি ১ নং সাধুহাটী ইউনিয়ন আওয়ামীলীগ।
 এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মোজাম্মেল হোসেন ৩ নং সাগান্না ইউপি।
উক্ত সভা পরিচালনা করেন জনাব মুন্সি মোঃ সাইদ হোসেন সাইদ সাধারন সম্পাদক ৩ নং সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগ।