Monday, January 1, 2018

রাজস্ব চাই,আন্দোলন চাই,,কর্মসূচী চাই লাগাতার আন্দোলন করা। আমরা সিএইচসিপি

সোহেল  আহম্মেদ
রিট করলে যে আন্দোলন করা যাবে না। এমন নিয়ম নেই। কারন সরকার জানবে না কারা রিট করছে আর কারা আন্দোলন করছে। সরকার জানবে রিটকারী সবাই আন্দোলন করছে। অনেক সিএইচসিপি বললেন সাবেক LD স্যার ডিজি স্যার ও স্বাস্থ্যমন্ত্রীর বাসায় গেছেন। আমি বলব কোন লাভ নেই। কারন তারা শুধু সারা জীবন আশ্বাসই দিবে। কোন লাভ নেই। চাকুরী রাজস্বকরণের একটাই বিকল্প পথ তা হল দলাদলি বাদ দিয়ে ১৪০০০ সিএইচসিপি মিলে এক সাথে লাগাতার আন্দোলন করা। সাথে সকল রিপোর্ট বন্ধ করা। রাজস্ব চাই, রাজস্বকরণ করতে হবে । এই দাবিতে অনিদিষ্ঠ্যকালের জন্য আন্দোলন দেন । আমরা আপনার সাথে আছি । প্রয়োজনে অমরন অনশন....... দাবী আদায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ।


শেয়ার করুন

0 comments: