বাঁশখালীতে 'ওয়ান টু নাইনটি নাইন প্লাস' শপের উদ্বোধন
বাঁশখালী পৌরসভার মিয়ারবাজারের চৌধুরী নিউ মার্কেটে 'ওয়ান টু নাইনটি নাইন প্লাস' শপ খোলা হয়েছে। গত সোমবার (১ জানুয়ারি) বিকেলে ফিতা কেটে শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী।
এসময় পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, ৩ নম্বর ওয়ার্ড কমিশনার জমশেদ কোম্পানি, মিয়ার বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন, ওয়ান টু নাইনটি নাইন শপের সত্ত্বাধিকারী মো. ইউনুছ,ড় আরিফুল হক, দেবব্রত দাশ লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী শপটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ক্রেতাদের মানসম্পন্ন পণ্যের জন্য ওয়ান টু নাইন শপে এসে কেনাকাটা করার কথাও জানান তিনি।
অত্যাধুনিক এ শপে সর্বনিম্ন ১ টাকা থেকে ৯৯ টাকার মধ্যে রকমারি কসমেটিক, জুয়েলারি, বাচ্ছাদের খেলনা, শো-পিস, ব্যাগ, জুতা, বারবি ডল, গিফট সামগ্রী, বার্মিজ পণ্যসহ নানা প্রসাধনী সামগ্রী পাওয়া যাবে। এর বাইরেও এ শপে নানা মূল্যে পণ্য ক্রয় করা যাবে।
বাঁশখালী পৌরসভার মিয়ারবাজারের চৌধুরী নিউ মার্কেটে 'ওয়ান টু নাইনটি নাইন প্লাস' শপ খোলা হয়েছে। গত সোমবার (১ জানুয়ারি) বিকেলে ফিতা কেটে শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী।
এসময় পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, ৩ নম্বর ওয়ার্ড কমিশনার জমশেদ কোম্পানি, মিয়ার বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন, ওয়ান টু নাইনটি নাইন শপের সত্ত্বাধিকারী মো. ইউনুছ,ড় আরিফুল হক, দেবব্রত দাশ লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী শপটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ক্রেতাদের মানসম্পন্ন পণ্যের জন্য ওয়ান টু নাইন শপে এসে কেনাকাটা করার কথাও জানান তিনি।
অত্যাধুনিক এ শপে সর্বনিম্ন ১ টাকা থেকে ৯৯ টাকার মধ্যে রকমারি কসমেটিক, জুয়েলারি, বাচ্ছাদের খেলনা, শো-পিস, ব্যাগ, জুতা, বারবি ডল, গিফট সামগ্রী, বার্মিজ পণ্যসহ নানা প্রসাধনী সামগ্রী পাওয়া যাবে। এর বাইরেও এ শপে নানা মূল্যে পণ্য ক্রয় করা যাবে।
0 comments: