Sunday, September 16, 2018

খুলনা রেঞ্জের মাননীয়, ডি.আই.জি


ঝিনাইদহ ডেস্ক।। আজ ঝিনাইদহ ১৬-০৯-২০১৮ খুলনা রেঞ্জের মাননীয়, ডি.আই.জি, "মোঃ দিদার আহাম্মেদ" ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটক, পুলিশ লাইনের, প্রধান ফটক সহ ঝিনাইদহের ছয় থানার প্রধান ফটকের শুভ উদ্ভোধন করেন, উপস্থিত ছিলেন ঝিনাইদহ থেকে বিদায়ী সুযোগ‍্য পুলিশ সুপার "মোঃ "মিজানুর রহমান" নবাগত সুযোগ‍্য পুলিশ সুপার "মোঃ হাসানুজ্জামান" ঝিনাইদহ গণমানুষের নেতা, জনাব,কনক কান্তি দাস চেয়ারম্যান জেলা পরিষদ ঝিনাইদহ সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।

শেয়ার করুন

1 comment: