Sunday, December 31, 2017

সারা বাংলাদেশের আমার প্রিয় সহকর্মীবৃন্দ ইংরেজি নববর্ষ ২০১৮-র শুভেচ্ছা নিন।

সারা বাংলাদেশের আমার প্রিয় সহকর্মীবৃন্দ ইংরেজি নববর্ষ ২০১৮-র শুভেচ্ছা নিন।

অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ

সারা বাংলাদেশের আমার প্রিয় সহকর্মীবৃন্দ
ইংরেজি নববর্ষ ২০১৮-র শুভেচ্ছা নিন।
সকলে মিলে স্বাস্থ্যখাতের অজস্র সাফল্য দিয়ে ২০১৮ সালকে স্মরণীয় করে রাখবো এই হোক আমাদের প্রতিজ্ঞা।
নিজের যতটুকু সাধ্য তা দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো।
-অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর

সু - সংবাদ ! সু - সংবাদ !! সু- সংবাদ !

সু - সংবাদ ! সু - সংবাদ !! সু- সংবাদ !

তরিকুল ইসলাম মিঠু

মোদ্দি আচে আর মাত্তরএ্যাট্টা রাইত। আগামীকাইল সকাল ১১:৩০। আমাগের “ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপির অফিস উদ্বোধন। আপনি আসচেন তো ???? মনে করিয়ে দিয়ার জন্যি এই পোস্টটা আবার দিলাম।আগামীকাইল ইংরেজী নববর্ষের পেত্তম দিন অর্থাৎ ০১/০১/২০১৮ তারিক সোমবার মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব, মোঃ জাকির হোসেন ও মাননীয় ঝিনাইদহ পৌর মেয়র জনাব মোঃ সাইদুল করিম মিন্টু সাহেব উপস্থিত হয়ে গুরুপির অপিস উদ্বোধন কত্তি সম্মতি দিয়েচেন।সেই উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সগোলি উপস্থিত হবেন, এ্যাকজুনা আরাকজুনার সাতে আরু চিনা পরিচয় হবেন, কুশলাদি বিনিময় করবেন, ইট্টু মিস্টি মুক করবেন ইডা আমরা সগোলি চাই।তাই সগোলরে বেলা ১১ ডার মোদি পাগলাকানাই মোড়ে সাআদাতিয়া মসজিদির সামনে ব্যতিক্রম মার্কেটে অবস্তিতো আমাগের অফিস ঘরে উপস্তিত থাকতি অনুরোদ কচ্চি। অনুষ্ঠান শেষে সগোল সদস্য মিলে ইরপর অল্প কয়দিনির মোদ্যি আরাট্টা বনভোজন করা যায় কিনা সেই ব্যাপারে আপনাগের সাতে আলোচনা করা হবে। কিডা কিডা এক তারিকি অপিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতি পারবেন আওয়াজ দেন দেকি।
(বিঃদ্রঃ আপনি কুনু কারণে যদি নাউ আসতি পারেন, তয় অপিসটা কলাম সগোলির। যকোনই ঝিনেদায় আসপেন, অপিসটায় চলে আসপেন। ইট্টু বসে যাবেন। প্রতিদিন সকালতে সন্দ্যে পইয্যন্ত অপিস খুলা থাকপে।)
——ধইন্যবাদ—- তরিকুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক,
“ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপ।
(বিঃদ্রঃ আপনি কুনু কারণে যদি নাউ আসতি পারেন, তয় অপিসটা কলাম সগোলির। যকোনই ঝিনেদায় আসপেন, অপিসটায় চলে আসপেন। ইট্টু বসে যাবেন। প্রতিদিন সকালতে সন্দ্যে পইয্যন্ত অপিস খুলা থাকপে।)——ধইন্যবাদ—- তরিকুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক,“ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপ।
(বিঃদ্রঃ আপনি কুনু কারণে যদি নাউ আসতি পারেন, তয় অপিসটা কলাম সগোলির। যকোনই ঝিনেদায় আসপেন, অপিসটায় চলে আসপেন। ইট্টু বসে যাবেন। প্রতিদিন সকালতে সন্দ্যে পইয্যন্ত অপিস খুলা থাকপে।)——ধইন্যবাদ—- তরিকুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক,“ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপ।


(বিঃদ্রঃ আপনি কুনু কারণে যদি নাউ আসতি পারেন, তয় অপিসটা কলাম সগোলির। যকোনই ঝিনেদায় আসপেন, অপিসটায় চলে আসপেন। ইট্টু বসে যাবেন। প্রতিদিন সকালতে সন্দ্যে পইয্যন্ত অপিস খুলা থাকপে।)——ধইন্যবাদ—- তরিকুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক,“ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপ।
(বিঃদ্রঃ আপনি কুনু কারণে যদি নাউ আসতি পারেন, তয় অপিসটা কলাম সগোলির। যকোনই ঝিনেদায় আসপেন, অপিসটায় চলে আসপেন। ইট্টু বসে যাবেন। প্রতিদিন সকালতে সন্দ্যে পইয্যন্ত অপিস খুলা থাকপে।)——ধইন্যবাদ—- তরিকুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক,“ঝিনেদার আঞ্চলিক ভাষা” গ্রুপ।

Saturday, December 30, 2017

প্লিজ সাবস্ক্রাইব ভিডিওটি দেখুন না দেখলে ভুল করবেন

প্লিজ সাবস্ক্রাইব ভিডিওটি দেখুন না দেখলে ভুল করবেন


আমরা সিএইচসিপি সব পারি ,নতুন বছরে রাজ মিডিয়া আছে আপনাদের সাথেই। সবাই ভালো থাকবেন। এবং কাছের প্রিয় মানুষটিকেও ভালো রাখবেন।বিনোদন পূর্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।সাবস্ক্রাইব করে পরিবারের অংশ করে নিন রাজ মিডিয়া কে।

আমরা সিএইচসিপি সব পারি ,প্লিজ ভিডিওটি দেখুন না দেখলে ভুল করবেন

আমরা সিএইচসিপি সব পারি ,প্লিজ ভিডিওটি দেখুন না দেখলে ভুল করবেন


নতুন বছরে রাজ মিডিয়া আছে আপনাদের সাথেই। সবাই ভালো থাকবেন। এবং কাছের প্রিয় মানুষটিকেও ভালো রাখবেন।
বিনোদন পূর্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।
সাবস্ক্রাইব করে পরিবারের অংশ করে নিন রাজ মিডিয়া কে।



এক্স‌টেনশন ডে‌লিভারী রুম নির্মাণ করা হয়।

এক্স‌টেনশন ডে‌লিভারী রুম নির্মাণ করা হয়।

এ এইচ এম ফারুক
অদ্য ৩০/১২/১৭ ইং তা‌রিখ দ‌ক্ষিণ কা‌লিকাপুর ক‌মিউ‌নি‌টি ক্লি‌নিক, রামগঞ্জ, লক্ষ্মীপুর প‌রিদর্শন ক‌রি। প‌রিদর্শনকা‌লে সিএইচ‌সি‌পি Jahir Josim স্বাস্থ্য শিক্ষা সেশন প‌রিচালনা ক‌রেন। তার নি‌জের ও ক‌মিউ‌নি‌টি গ্রু‌পের প্র‌চেষ্টায় ক্লি‌নিকে জেলা প‌রিষ‌দের অর্থায়‌নে দুই লক্ষ টাকা ব্যা‌য়ে এক‌টি এক্স‌টেনশন ডে‌লিভারী রুম নির্মাণ করা হয়। ক্লি‌নি‌কে আগত রোগী‌দের ম‌ধ্যে ক্লা‌য়েন্ট সে‌টিসফ্যাকশন বিষ‌য়ে বি‌ভিন্ন প্রশ্ন করে জান‌তে পা‌রি যে, তি‌নি নিয়‌মিত ও সময় মত সি‌সি‌তে ব‌সেন, সবাইর সা‌থে ভাল ব্যবহার ক‌রেন। তার স্বাস্থ্য সেবা ও কাউ‌ন্সি‌লিং খুবই ভাল ব‌লে রোগীগণ জানান। সিএইচ‌সি‌পি জ‌হির সা‌হে‌বের প্র‌চেষ্টায় ক্লি‌নিক‌টি‌তে স্থানীয় একজন ডোনার প্র‌তিমা‌সে বিপুল প‌রিমান ঔষধ দান ক‌রেন এবং তি‌নি সেসব ঔষধ এলাকার রোগী‌দের চি‌কিৎসার কা‌জে ব্যবহার ক‌রেন। তার প্র‌চেষ্টায় সি‌সি‌তে মর্টার, টাং‌কি সহ পা‌নি সাপ্লাই ব্যবস্থা ক‌রা হয়। তি‌নি নি‌জে অনলাই‌নের সকল কাজ নিয়‌মিত ক‌রেন এবং উপ‌জেলার সক‌লের শতভাগ রি‌পোর্ট এ‌ন্ট্রির বিষ‌য়ে সিএইচ‌সি‌পি কে~অর্ডি‌নেটর হি‌সে‌বে ভূ‌মিকা পালন ক‌রেন। ক্লি‌নিক‌টি ই‌তি পূ‌র্বে জেলায় ও উপ‌জেলায় শ্রেষ্ঠ হি‌সে‌বে পুরস্কৃত হ‌য়ে‌ছে।

Friday, December 29, 2017

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে  কমিউনিটি ক্লিনিক রাজস্ব করনের যৌক্তিকতা

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে কমিউনিটি ক্লিনিক রাজস্ব করনের যৌক্তিকতা

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে
কমিউনিটি ক্লিনিক রাজস্ব করনের যৌক্তিকতা (গুরুত্বপূর্ণ পয়েন্ট)
১.অতীতের মত সরকার পরিবর্তন হলে যাতে এ কার্যক্রম বন্ধ না হয়।
২.ট্রাস্ট এর পক্ষ্যে তাদেরকে তদারকী/ পর্যবেক্ষন করা, কাজের গুনগত মান নিশ্চিত করা সম্ভব নয়।
৩.তাছাড়া ট্রাস্টের অধীনে গেলে তারা স্বাস্থ্য মন্ত্রনালয়, স্বাস্থ্য অধীদপ্তর ও এ বিভাগের মাঠ পর্যায়ের (বিভাগীয় পরিচালক- স্বাস্থ্য, সিভিল সার্জন, ইউএইচ এন্ড এফপি ও) নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে সুতরাং মাঠ পর্যায়েরসরকারের গৃহীত বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যহত হবে।
৪.পিআইপি অপারেশন প্লান ও ৪র্থ এইচপিএনএসপিতে তাদেরকে রাজন্বকরণের কথা গৃহীত হয়েছ এর আলোকে তারা মহামান্য হাইকোর্টে রীট করেছে এবং মহামান্য হাইকোর্ট তাদের দাবীর যৌক্তিকতা বিবেচনা করে রাজস্বকরণের জন্য সরকারকে নির্দেশনা প্রদান করেছে ।
৫.বর্তমানে কর্মরত সিএইচসিপিগণ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং তারা বর্তমান সরকারের সমর্থক একটি দক্ষ কর্মী বাহিনী।
৬.আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সুতরাং সাধীনতার বিপক্ষের শক্তি বিশেষকরে বিএনপি জামাত জোট তাদেরকে লোভ লালসা, প্রলোভন, মিথ্যা আশ্বাস দেখিয়ে বিভ্রান্ত করতে পারে।
৭.ইতিমধ্যে বিপুল সংখ্যক দক্ষ্য স্এিইচসিপি হতাশাগ্রস্থ্য হয়ে চাকরী ছেড়ে চলে গেছেন, কাজেই এ দক্ষ জনগোষ্টীকে ধরে রাখতে হলে তাদের রাজস্বকরণ ছাড়া বিকল্প নেই।
৮.দেশের বেশীর ভাগ মাননীয় সংসদ সদস্যগণ মহান জাতীয় সংসদে স্এিইচসিপিদের জাতীয়করণের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে জোরালো দাবী উপস্থাপন করেছেন, ফলে তাদের চাকরী জাতীয় করণের জন্য ব্যাপক জন সমর্থন তৈরী হয়েছে।
৯.ভবিষ্যতে যেকোন রাজনৈতিক পরিবর্তন হলেও যাতে সারা বিশ্বে নন্দীত মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা প্রসুত একর্মসূচী বাধাগ্রস্থ্য না হয় এবং টেকসই রুপ লাভ করে মুল স্বাস্থ্য ব্যবস্থার অধীনে পরিচালিত হয় তার জন্য এদেরকে রাজস্বকরণ করা জরুরী।

মাননীয় প্রধানমন্রী বলেছেন নাকি কমিউনিটি ক্লিনিকে যারা চাকরী

মাননীয় প্রধানমন্রী বলেছেন নাকি কমিউনিটি ক্লিনিকে যারা চাকরী

আজ দুপুরে এফবিতে ডুকেই একটা নিউজ দেখলাম যে মাননীয় প্রধানমন্রী বলেছেন নাকি কমিউনিটি ক্লিনিকে যারা চাকরী করতে অনাগ্রহী তারা চাকরী ছেড়ে দিতে। কথাটা মোটেও বিশ্বাসযোগ্য মনে হল না।প্রধানমন্রী এভাবে বলতে পারেন না।উপজেলাতে একটু কাজ ছিল,আমার বাড়িতে ডিস লাইন নাই,তাই উপজেলার কাজ শেষে উপজেলার পাশেই আমার ফুফুর বাসায় চলে গেলাম।সেখানে গিয়েই আগে যমুনা টিভিতে নিউজটি দেখলাম।সেখানে শিরনামে দেখলাম মাননীয় প্রধানমন্রী বলেছেন কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করতে অনাগ্রহী তারা চাকরী চেড়ে চলে যেতে।শিরোনাম দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল,এমনিতেই খুব হতাশায় ভুগছি,আরও যেন বেড়ে গেল।জানিনা মাননীয় প্রধানমন্রী কেন,কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? পরে দেখি কেউ কেউ এফবিতে লিখেছেন প্রধানমন্রী chcpদের উদ্দেশ্য করে এই কথা বলেন নি,তাহলে আমার প্রশ্ন কমিউনিটি ক্লিনিকে কে থাকে/ কে সেবা দেয়?যে যাই বলেন না কেন আমার বুঝতে বাকি নাই আমাদের চাকরীর ভবিষ্যৎ কি হবে।আসলে সত্যি যদি চাকরীর বয়স থাকত তাহলে চাকরী চেড়ে যেতাম।আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আর কত হতাশায় ভুগবো, আমি তো আমার দায়িত্বে কোন অবহেলা বা ফাকি দিচ্ছি না,নিজ এলাকায় থেকে মানুষের সেবা করব বলে অন্য কোথায় চাকরীতে যাইনি।কিন্তু আজ পস্তাতে হচ্ছে,চরম হতাশায় ভুগছি।আমার মনে হয় আমার মতো ৩৫০০ chcpমুক্তিযোদ্ধার সন্তানসহ ১৪০০০ chcpআজ এই হতাশায় ভুগছে।কিন্তু আমার প্রশ্ন হল কেন আমরা এই হতাশায় ভুগবো,আমাদের চাকরী কেন রাজস্ব হবে না,আমাদের বাবা/চাচা'রা কেন জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন,chcp পদে চাকরী নেয়া কি আমাদের অপরাধ ছিল? বলা হয়ে থাকে চাকরী নাকি জাতীয়করণ হলে chcpরা নাকি কাজে ফাকি দিবে,আমি মনে করি এটা সম্পুর্ণ ভিক্তিহীন অযুহাত মাত্র।chcpসবাই যে ভাল তা আমি বলবো না,কেউ যদি কাজে ফাকি দেয় তারজন্য তো অফিসিয়াল/সরকারী চাকরীর বিধি অনুযায়ী শাস্তির বিদান রয়েছে,তবে কেন এ অজুহাত???
যেসব অঞ্চলে মৃত্যুর হার বেশি সেখানে দেখা গিয়েছে নবজাতক মৃত্যুর হার কমানোর

যেসব অঞ্চলে মৃত্যুর হার বেশি সেখানে দেখা গিয়েছে নবজাতক মৃত্যুর হার কমানোর

যেসব অঞ্চলে মৃত্যুর হার বেশি সেখানে দেখা গিয়েছে নবজাতক মৃত্যুর হার কমানোর এক প্রমাণিত কৌশল হলো জন্মের প্রথম সপ্তাহে স্বাস্থ কর্মকর্তাদের হোম ভিজিট । যেসব অঞ্চলে মৃত্যুর হার বেশি সেখানে দেখা গিয়েছে নবজাতক মৃত্যুর হার কমানোর এক প্রমাণিত কৌশল হলো জন্মের প্রথম সপ্তাহে স্বাস্থ কর্মকর্তাদের হোম ভিজিট ।যেসব অঞ্চলে মৃত্যুর হার বেশি সেখানে দেখা গিয়েছে নবজাতক মৃত্যুর হার কমানোর এক প্রমাণিত কৌশল হলো জন্মের প্রথম সপ্তাহে স্বাস্থ কর্মকর্তাদের হোম ভিজিট  ।যেসব অঞ্চলে মৃত্যুর হার বেশি সেখানে দেখা গিয়েছে নবজাতক মৃত্যুর হার কমানোর এক প্রমাণিত কৌশল হলো জন্মের প্রথম সপ্তাহে স্বাস্থ কর্মকর্তাদের হোম ভিজিট ।যেসব অঞ্চলে মৃত্যুর হার বেশি সেখানে দেখা গিয়েছে নবজাতক মৃত্যুর হার কমানোর এক প্রমাণিত কৌশল হলো জন্মের প্রথম সপ্তাহে স্বাস্থ কর্মকর্তাদের হোম ভিজিট । যেসব অঞ্চলে মৃত্যুর হার বেশি সেখানে দেখা গিয়েছে নবজাতক মৃত্যুর হার কমানোর এক প্রমাণিত কৌশল হলো জন্মের প্রথম সপ্তাহে স্বাস্থ কর্মকর্তাদের হোম ভিজিট ।


স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি

স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি

"বিসমিল্লাহির রাহমানির রাহিম" বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন এর সকল সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা সহ চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগামী ০১/০১/২০১৮ ইং তারিখ হতে ই, পি,আই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হতে বিরত থাকার জন্য অনুরোধ ক্রমে নির্দেশ প্রদান করা যাচ্ছে। আগামী ০১/০১/২০১৮ হতে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ই, পি,আই সহ সকল কর্মসূচী বাস্তবায়ন করা হতে বিরত থাকার প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কর্মসূচী সফল করার জন্য সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্ধের প্রতি বিনীত ভাবে অনুরোধ করছি। সেইসাথে মানববন্ধন কর্মসূচীতে স্বতঃস্ফুর্ত ভাবে সর্বকালর অন্যতম সেরা মনববন্ধন কর্মসূচী সফল ও স্বার্থক করার জন্য দেশের সকল স্বাস্থ্য সহকারীর প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নেই, দাবি আদায় করেই ঘরে ফিরতে চাই। জসিম উদ্দীন চৌধুরী, দপ্তর সম্পাদক, বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন।
কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিরা থাকে বলে সেচ্ছাসেবক হিসাবে রাখি যাতে করে সে কয়টা টাকা পায়।

কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিরা থাকে বলে সেচ্ছাসেবক হিসাবে রাখি যাতে করে সে কয়টা টাকা পায়।

কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিরা থাকে বলে সেচ্ছাসেবক হিসাবে রাখি যাতে করে সে কয়টা টাকা পায়। ভিটামনি এ প্লাস ক্যাম্পেইন আমাদের অবস্থান কোথায়!!!

Thursday, December 28, 2017

আশরাফুল ইসলাম শান্ত আজ মারাত্মক দূর্ঘটনায়

আশরাফুল ইসলাম শান্ত আজ মারাত্মক দূর্ঘটনায়

যখনই প্রয়োজন তখনই সমস্যা। শুকরিয়া আল্লাহর কাছে।
চাকুরী সংক্রান্ত অনেক কাজ সামনে। বড় ভাই সহকর্মী সহযোদ্ধা আমার উপজেলা সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম শান্ত আজ মারাত্মক দূর্ঘটনায় পতিত হয়েছেন। আজ অফিস হতে বাড়ি ফেরার পথে শহরের মধ্যে হতে মটর বাইক চলন্ত অবস্থায় রাস্তার পাশের খাম্বা হতে ডিশ লাইনের তার ছিড়ে গালায় আটকে গাড়ি হতে ছিটকে পড়েন রাস্তার মাঝে। মাথায় হেলমেট থাকার কারণে বড় ধরণের বিপদ হতে আল্লাহ রক্ষা করেছেন। এখন মোটামুটি স্বাভাবিক আছেন কোন প্রকার ভাঙাচোরা ও জখম হয়নি।
সকলে দোয়া করবেন শান্ত ভাইয়ের সুস্থতার জন্য।

Wednesday, December 27, 2017

ভোলা জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত “শিক্ষক সমাবেশ”।

ভোলা জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত “শিক্ষক সমাবেশ”।

ভোলা জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত “শিক্ষক সমাবেশ”।
প্রধান অতিথি: মাননীয় বানিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি: মাননীয় সাংসদ জনাব নুরুন্নবী চৌধুরী শাওন, মাননীয় সাংসদ জনাব আলী আজম মুকুল এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব আব্দুল মোমিন টুলু।
ধন্যবাদ সমগ্র জেলার শিক্ষক শিক্ষিকা বৃন্দদেরকে তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে একটি সফল অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।
শিক্ষক নেতৃবৃন্দ বর্তমান সরকারের তাদের স্বার্থসংশ্লিষ্ট সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তাদের প্রানের দাবি সকল স্তরের শিক্ষা ব্যবস্হাকে জাতীয় করনের দাবি জানান।
মাননীয় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষকদের আশ্বস্ত করে বলেন মহান জাতীয় সংসদের মাধ্যমে তারা বিষয়টিকে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে তুলে ধরবেন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।
আজ মাননীয় প্রধান মন্ত্রী  কমিউনিটি ক্লিনিক

আজ মাননীয় প্রধান মন্ত্রী কমিউনিটি ক্লিনিক


"ধন্যবাদ মা জননী জন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে"
________________________________________
আজ মাননীয় প্রধান মন্ত্রী জানানা দিলেন কমিউনিটি ক্লিনিক তার পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশ নামক স্বাধীন দেশের মানচিত্রের স্থপতি শেখ মুজিবুর রহমানের স্বপ্ন কে বাস্তবায়নে জন্য কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপিদের উচ্চ পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনে উচ্চতর স্থানে আসীনের ইঙ্গিত প্রদান করলেন।
তবে পিপাসিত সিএইচসিপিরা মা জননীর কাছে একটা ঘোষনা শুনার জন্য উদগ্রীব হয়ে আছে, আর সেটা হলো " কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি" দের চাকুরী রাজস্বের সু সংবাদ।
ওগো জননী,
তোমার সন্তানদের প্রাণে একটি বার তোমার সদয় দৃষ্টি দাও, তার সাথে ১৪ হাজার সিএইচসিপির আর্তনাদ পূরণ করো। আর এই অভাগাদের এবং সকলের পরিবারে দোয়া জন্ম জন্মান্তরে চলমান থাকবে স্বাধীন বাংলাদেশ এবং কমিউনিটি ক্লিনিক যতো দিন বেচে থাকবে।

CHCP দের আন্দোলন সম্পর্কিত অনেকে অনেক রুপরেখা তৈরী করছেন।

CHCP দের আন্দোলন সম্পর্কিত অনেকে অনেক রুপরেখা তৈরী করছেন।

সময় গেলে সাধন হবে না
CHCP দের আন্দোলন সম্পর্কিত অনেকে অনেক রুপরেখা তৈরী করছেন। অবশ্য যেকোন আন্দোলন সফল করতে হলে সঠিক পরিকল্পনা প্রয়োজন। কিন্তু মনে রাখতে হবে সব কিছুর সঠিক সময় থাকে সেই সময় পার হলে রেভ্যুনিউ আর সাধন হবে না। তাই আমার মতে পরিকল্পনা তৈরী করতে যেন আমরা অযথা সময় নস্ট না করি। কেননা সামনে নির্বাচন বিরোধী দল ও বিভিন্ন কর্মপরিকল্পনা তৈরী করছে। তাদের আন্দোলনে যেন আমাদের আন্দোলন হারিয়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তাছাড়া নির্বাচন এলে দেশ আর মন্ত্রীদের এখতিয়ারে থাকে না হয়ে যায় আমলাদের। তাই দ্রুত আনদোলনের রুপরেখা তৈরী করে আন্দোলনের ঘোষনা প্রদান করার অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে।
জয় হোক CHCP দের।
বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে অনেকেই আন্দোলনমুখী হচ্ছে।

বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে অনেকেই আন্দোলনমুখী হচ্ছে।

গায়ের জোরের মুখের বুলি...
বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে অনেকেই আন্দোলনমুখী হচ্ছে। সবার আন্দোলনের ভিড়ে সিএইচসিপিদের দীর্ঘদিনের প্রাণের দাবী রাজস্বকরণ হারিয়ে যেতে পারে! সরকারের হাতে খুব একটা সময় নেই আর। প্রয়োজনীয় আইন সংশোধন করে রাজস্ব ঘোষণা করা সরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে! শেষ পর্যন্ত কমিউনিটি ক্লিনিকের দুর্ভাগ্যের পুনরাবৃত্তি হতে পারে!
বাংলাদেশের মত আনফ্রেডিক্টেবল দেশে এটা বিচিত্র নয়। বছরকে বছর সরকারী চাকুরী করেও রাজনৈতিক বৈরিতার মুখোমুখি হয়ে শত শত সরকারী চাকুরী (সম্ভবত এক সাথে ২৮০জন) হারানোর জলন্ত নজীর সহ অসংখ্য নজীর এইদেশেই স্থাপিত হয়েছে! সুতরাং কমিউনিটি ক্লিনিক কেউ কখনো বন্ধ করতে পারবেনা কিংবা সিএইচসিপিদের চাকুরী যাবেনা এটা একটা "গায়ের জোরের মুখের বুলি" ছাড়া আর কিছুই নয়!
সিএইচসিপিদের প্রাণের দাবী এখন ভিতরে বাহিরে একটা চতুর্মুখী ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে গেছে! সরকারের স্বদিচ্ছার অভাবের পাশাপাশি নিজেদের ইচ্ছের ঘাটতি কতটা প্রবল তা তো আমি পিজি হাসপাতাল, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, কেন্দ্রীয় শহীদ মিনার, উসমানী উদ্যান, প্রকল্প অফিস সহ অনেক যায়গায়ই দেখেছি!
সুতরাং শুধু সরকাররের দোষ দিয়ে নিজেদের আত্বতৃপ্ত না করে সমস্যার গভীরতা অনুশীলন করাও সিএইচসিপিদের জরুরী!
সরকার একতরপা ভাবে সিএইচসিপিদে দিয়ে বিপুল প্রশংসা কুড়ালেও তাদের প্রতি বিন্দুমাত্র ব্রুক্ষেপ করেনি! আর সিএইচসিপিরা রাজস্বের চিন্তা বাদ দিয়ে কাঁচকি মাছ আর দাঁইড়গা (মাছের স্থানীয় নাম) মাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে! শেষ সময়ে সিএইচসিপিরা সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে রাজস্বের দাবী চাপাই রয়ে যাবে, তা আর আলোর মুখ দেখার ক্ষীন সম্ভাবনাও সন্দেহাতীত!
সবাইকে ধন্যবাদ।
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

"বিসমিল্লাহির রাহমানির রাহিম" এতদ্বারা বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয়,বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং সকল স্বাস্থ্য সহকারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৭/১২/২০১৭ ইং ডিজি স্যারের সাথে বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী ২৯/১২/২০১৭ ইং তারিখে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০.০০ টায় মানববন্ধন কর্মসূচী পালিত হবে এবং ০১ লা জানুয়ারি ২০১৮ হইতে ই,পি,আই সহ সকল কর্মসূচী বাস্তবায়ন করা হতে বিরত থাকার জন্য বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন এর সকল সদস্যকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। আমাদের কর্মসূচীর সাথে বাংলাদেশ ইন্সপেক্টর সেক্টরাল এসোসিয়েশন (BISA) পূর্ণ সমর্থন দেয়ায় BISA এর নেতৃবৃন্ধের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। জসিম উদ্দীন চৌধুরী, দপ্তর সম্পাদক, বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন।Image may contain: 4 people, people sitting

Tuesday, December 26, 2017

সময় ফুরিয়ে যায়নি, তাড়াহুড়া না করে শক্তিশালী সাংগঠনিক ফ্লাটফর্ম গঠন করুন

সময় ফুরিয়ে যায়নি, তাড়াহুড়া না করে শক্তিশালী সাংগঠনিক ফ্লাটফর্ম গঠন করুন

কিছুদিন অন্তর দেখি ফেসবুকে আন্দোলন চাই, সময় বেশি নাই বলে সিএইচসিপিরা রাজপথে আন্দোলনের কথা বলতে। বিগত সময়গুলিতে বার বার এমন বলতে দেখেছি ও শুনেছি। আসলে সময় বেশি নাই বলে তাড়াহুড়ো করে শেষমেষ ০ থেকেও মাইনাস পজিশনে চলে যায়। অথচ তখন থেকেই যদি সময় নিয়ে সাংগঠনিকভাবে জোরালো কার্যক্রমের মাধ্যমে অগ্রসর হতো তাহলে আজ রাজপথে ঠিকই নেমে যেতে পারতো। এখনো সময় বেশি নেই এটা ঠিক নয়।২০১৮ সালকে সময় ধরে নিন। ৬ মাস সংগঠনের ধারাবাহিকতা ঠিক করুন। রাজপথে ২/৪/৫ দিনের কার্যক্রম মাত্র। ৬ মাস যত কষ্ট করবেন, শেষ ৪/৫ দিনে তারই প্রতিফল পাবেন। এখনই যদি সময় নেই বলে শুধূ ফেসবুকে আন্দোলনে নামেন আন্দোলনে নামেন বলে সাফাই গাইতে থাকেন, আর নির্দিষ্ট সময়ে ফলাফল ০(শুন্য)। কি লাভ হলো? বছর খানেক ধরে সিএইচসিপিদের কেন্দ্রীয় কমিটির নামে এত বদনাম এলো, আর্থিক বানিজ্য, সাংগঠনিক কর্মকান্ডের কোন বালাই নেই, ফেসবুক নির্ভর কমিটির কার্যক্রম(তা আবার মনড়গা), কামাল সরকারকে জুতা মারা ইত্যাদি। তারপরেও দেখলামনা সেই কেন্দ্রীয় কমিটির কামাল শহিদুলকে একটা সাংগঠনিক সভা করতে। দেখলামনা কোথাও কোন কর্মকর্তার সাথে একটা আলোচনায় মিলিত হতে। তাহলে কে করবে আন্দোলন? কেন্দ্রীয় একটি ফোরাম ছাড়া কখনো আন্দোলন সম্ভব? কখনোই না। তাড়াহুড়ো করে সাংগঠনিক ফোরামে ছাড়া কখনো কোন আন্দোলন হয়না।
কিছূদিন হলো একটি ফোরামকে দেখছি কিছুটা হলেও সঠিক পথে চলার চেষ্টা করছে।সিএইচসিপি এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় আহবায়ক কমিটির মাধ্যমে তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছে। সদ্য দেখলাম তারা সহকর্মী পলাশ হত্যার পরে তার সহধর্মীনীকে চাকুরী প্রাপ্তীর চেষ্টা করতে। বিভিন্ন দপ্তরে চাকুরী রাজস্বকরনের জন্য দৌড়ঝাপ করতে। আমার বিশ্বাস এই আহবায়ক কমিটির কার্যক্রমকে সকলে সহায়তা করলে কিছূদিনের মধ্যে একটা ভাল ফ্লাটফর্ম তৈরী হবে। আর তখনই কোন আন্দোলনের ডাক দিলে সফলতা আসতে পারে।
সিএইচসিপি এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক এইচবিএম শাহিন(নারায়নগঞ্জ) অনেক চেষ্টা করছেন সকল জেলা, বিভাগ থেকে সঠিক পথের অনুসারী সিএইচসিপিদের সহযোগীতা নিতে। আমি আশা করি সঠিক পথের সেই সকল সিএইচসিপিরা শাহিন ভাইকে সহযোগীতার মাধ্যমে সিএইচসিপির কল্যানে ভুমিকা রাখতে। সকলের নাম আমি বলতে পারবোনা। তবে ফেসবুকের লেখার বিভিন্ন বিশ্লেষনে ও কারো কারো সাথে যোগাযোগের ভিত্তিতে যাদের সহযোগীতা পেলে একটা শক্তিশালী সিএইচসিপি ফোরাম তৈরী হতে পারে তারা হলো- আশরাফুল ইসলাম(মুন্সিগঞ্জ), শহিদুল ইসলাম(গাজীপুর), লিটন সরকার (মুন্সিগঞ্জ),জাহাঙ্গীর আলম(চাদপুর),জেসমিন সুলতানা পুস্প(কিশোরগঞ্জ),আফাজ উদ্দিন লিটন( বগুড়া),মাকসুদুর রহমান (ভোলা), আওলাদ হোসেন(নারায়নগঞ্জ), মহিবুল ইসলাম(নরসিংদী),মোক্তার হোসেন (যশোর), কাজী হেলাল উ‌দ্দিন (কু‌মিল্লা),মোস্তাফিজুর রহমান (রাজশাহী),জয়নাল আবেদিন (চিটাগাং), প্রীতম দেবনাথ(ফেনী), রফিকুল ইসলাম (পিরোজপুর),হাছিবুর রহমান(গোপালগঞ্জ),হানিফুল (রংপুর), শাহানারা(নড়াইল), ওয়াসিম, রাজিব মন্ডল সহ আরো অনেকে। আপনারা যত বেশি একত্রিতভাবে একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে এইচবিএম শাহিন ভাইকে সামনে দিয়ে অগ্রসর হবেন, তত দ্রুত কার্যক্রম প্রসূত একটি ফ্লাটফর্মে ফৌছাতে পারবেন।
৬ মাস কাজ করেন। ৭/৮ মাসের মাথায় আন্দোলনের ডাক দিন। আশাকরি সফলতার মূখ দেখবেন। শূধূ রাজপথে নামলেই আন্দোলন সাকসেস হয়না। কৌশলে সেই আন্দোলনে অনেক ফোরামকে সমর্থনের জন্য নিজেদের মাঝে রাজপথে অংশ নেওয়ার পরিকল্পনা রাখতে হবে। মিডিয়া কভারেজ হাই লেভেলে রাখতে হবে। এসব কাজের পরিকল্পনা তাড়াহুড়া করে, ভাসমান থেকে কখনোই সম্ভব নয়। যতক্ষন না একটি শক্তিশালী সাংগঠনিক ফ্লাটফর্ম ভুমিকা রাখছে।

Friday, December 22, 2017

আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ রোজ শনিবার দেশব্যাপি জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ রোজ শনিবার দেশব্যাপি জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

তাসরিফ বিল্লাহ
আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ রোজ শনিবার দেশব্যাপি জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। (৬-৫৯) মাস বয়সী শিশুকে ভিটামিন "এ" খাওয়াতে নিকটস্থ টিকাকেন্দ্র,পুষ্টিফ্ল্যাগ /মনিফ্লাগ সম্বলিত কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র (F.W.C), কমিউনিটি ক্লিনিক (C.C)ও অন্যান্য স্বাস্থ্য/টিকা কেন্দ্রে নিয়ে আসুন।
ভিটামিন ‘এ’ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
জনস্বার্থে দেশের জন্য প্রচার/শেয়ার করুন।

Thursday, December 21, 2017

 কাপাসিয়া উপজেলা সি ত্রইচ সিপি দের ত্রসোসিয়েশন নির্বাচন ২০১৭ উপলক্ষে

কাপাসিয়া উপজেলা সি ত্রইচ সিপি দের ত্রসোসিয়েশন নির্বাচন ২০১৭ উপলক্ষে


কাপাসিয়া উপজেলা সি ত্রইচ সিপি দের ত্রসোসিয়েশন নির্বাচন ২০১৭ উপলক্ষে আমাদের মাননীয় UH&fpo স্যার মহোদয়না অামাদের উপলক্ষে ত্রকটি মনমোগ্ধ কর গান পরিবেশন করেন click here

DG/LD/SAMIM REJA সম্মানিত স্যার মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

DG/LD/SAMIM REJA সম্মানিত স্যার মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

জেসমিন সুলতানা পুস্প
BMA থেকে অনুমোদিত বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সাম্পাদিকা-১ আমি জেসমিন সুলতানা পুস্প সকল সিএইচসিপিদের পক্ষ্য থেকে স্যার মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।স্যার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকল আমার পোষ্টে দেওয়া দুজন HA ভাই যে মন্তব্য করেছেন তা কি তাদের মন গড়া কথা না তাদের কাছে সরকারের নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের কোন গোপন চিঠি আছে?
স্যার অতি দ্রুত আমরা সিএইচসিপিরা তা জানতে চাই। তানাহলে আমরা BMRC ভবনে যেতে বাধ্য হব ইভেন অন্যান্য ব্যবস্থা নিতে বাধ্য হব।কারণ সারা বিশ্ব আমাদের কে ডিজিটাল স্বাস্থ্য কর্মী হিসেবে চিনে সেই ক্ষেএে তার কোন অবকাশ নেই।আমরাই স্বাস্থ্য বিভাগ কে রোল মডেল হেলথ সেক্টর হিসাবে বর্তমান সরকার শেখ হাসিনা কে উপহার দিয়েছি। তাই স্যারদের কে বলছি HA ভায়েরা আমাদের কে এত বড় বড় কঠিন কথা বলার সাহস পেল কোথায় থেকে?
আমরা কি তা মুখে বলব না কাজের মাধ্যমে প্রকাশ করব ইনশাল্লাহ।
সকল সিএইচসিপির পক্ষ্য থেকে HA দের এই লেখার বিচার দাবী স্যার মহোদয়ের কাছে।
পরিশেষে বর্তমান সরকারের জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন প্রোগাম সফল হউক। আমিন।
[N;B; সিএইচসিপিরা লাইক ও কমেন্টস এবং শেয়ার করে সরকারের কাছে আমাদের অবস্থা তুলে ধরুন]

"সময় কাটুক বিনোদনের সাথে" Chcp Ahmed Riyaj চ্যানেল টি সাবস্ক্রাইব করুন।

"সময় কাটুক বিনোদনের সাথে" Chcp Ahmed Riyaj চ্যানেল টি সাবস্ক্রাইব করুন।

"সময় কাটুক বিনোদনের সাথে"
এই প্রত্যয় নিয়ে এবার আসছি আপনাদের সামনে
৩টি ভিন্ন চরিত্রে। দেখতে রাজ মিডিয়া
চ্যানেল টি সাবস্ক্রাইব করুন। দেখা হবে রাজ মিডিয়ার পর্দায়।


সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি তুলে ধরা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি তুলে ধরা।

মোসারফ হোসেন
কামাল ভাই ও শহিদুল ভাইকে বলছি,ভাই আপনাদের মতামতের জন্য আমি একটি আন্দোলনের রুপরেখা তৈরী করছি।
#সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি তুলে ধরা।
১।১লা জানুয়ারি থেকে সকল ধরনের রিপোর্ট বন্ধ করা
এবং কালো ব্যাজ ধারন করে ডিউটি করা।
২।২০জানুয়ারি সারাদেশব্যপী প্রত্যেক জেলায় একই সময়ে মানব বন্ধন করা।
৩।তারপরও যদি দাবী আদায় না হয় তাহলে সারাদেশের সকল CHCP কে ঢাকায় আমরন অনশন করতে হবে,দাবি আদায় না হওয়া পর্যন্ত। #কামাল ভাই ও শহিদুল সহ এই রুপরেখার প্রতি সকলের মতামত আশা করছি। #

বাংলাদেশ সি এইচ সি পি কেন্দ্রীয় দাবি আদায় বাস্তবায়ন কমিটির কর্মসূচি

বাংলাদেশ সি এইচ সি পি কেন্দ্রীয় দাবি আদায় বাস্তবায়ন কমিটির কর্মসূচি

বাংলাদেশ সি এইচ সি পি কেন্দ্রীয় দাবি আদায় বাস্তবায়ন কমিটির কর্মসূচি তে একমত পোষণ করছি_____
কিশোরগঞ্জ জেলার সকল সি এইচ সি পি গণকে উক্ত কর্মসূচি পালনের জন্য বিশেষ ভাবে অনুরূধ করা হল।
সুদীর্ঘ ০৬ বছর যাবৎ নিষ্টার সাথে কাজ করার পরেও জাতীয় প্রোগাম ভিটামান এ প্লাস ক্যম্পেইনে সি এইচ সি পি দের কোন সুনির্দিষ্ঠ দিকনির্দেশনা নেই।
তাই ১৪ গ্রেডের একজন স্বাস্থ্যকর্মী হয়ে ভলান্টিয়ার হিসিবে আমরা কাজ করতে পারি না, করব না।
রীতিমত অপমানের শিকার এই সি এইচ সি পি রা।
তাই সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ এর সকল সি এইচ সি দের কে ভিটামিন এ প্লাস ক্যম্পেইন এ অংশগ্রহন না করার জন্য অনুরুধ করা হল।
আমরা জাতীয় প্রোগামের সফলতা কামনা করছি।
পাশাপাশি সকাল( ৯ টা থেকে ৩ টা) পর্যন্ত যথারীতি সি সি খোলা রাখার জন্য বিশেষ ভাবে অনুরুধ করা হল।
মোঃ শাকির খান
সাধারন সম্পাদক
বাংলাদেশ সি এইচ সি এসোসিয়েশন
কিশোরগঞ্জ জেলা শাখা।Image may contain: text
সিএইচসিপি দের চাকুরী সরকারীকরণ এবং প্রস্তাবিত নতুন নিয়োগবিধি

সিএইচসিপি দের চাকুরী সরকারীকরণ এবং প্রস্তাবিত নতুন নিয়োগবিধি

মোঃ আকরাম চৌধুরী

সিএইচসিপি দের চাকুরী #সরকারীকরণ এবং প্রস্তাবিত নতুন #নিয়োগবিধি/২০১৭ বাতিল পূর্বক সিএইচসিপিদের #নিয়োগবিধির আওতায় সিএইচসিপি দের #অর্ন্তভুক্ত করার দাবিতে#সিলেট_জেলা_সিএইচসিপি_এসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যান সমিতির চলমান আন্দোলনের সাথে #একাত্মতা প্রকাশ করছি।

Wednesday, December 20, 2017

         # কে তুমি?# উৎসর্গঃ সেই তোমাকে।

         # কে তুমি?# উৎসর্গঃ সেই তোমাকে।

               # কে তুমি?#
                  উৎসর্গঃ সেই তোমাকে।
           ♦মোঃ হারুন-উর-রশীদ (রুনা)♦

কে তুমি হে মোর নয়ন চূমিলে নির্জন নিশীত রাতে,
ভাঙ্গিলে ঘুম স্বপন জাগিল মোর দুটি আঁখি পাতে!

নৃত্যেরই তালে উঠিল ঝড় শিহরণ জাগিল এ দেহে,
কে তুমি মোর ভরালে হৃদয় ভালবাসা আদর স্নেহে।

স্রোতস্বিনী যেন সাগরে মিশিলো কলকল ছলছলে,
কি মায়াবী সুর বাঁজিল এ আশয়ে নিক্কনে ঐ জলে।

আঁকাবাঁকা পথ বেয়ে যে তুমি আমাতে হলে বিলীন,
মদীয় এ করণ হৃদয় ও মন তোমাতে হলো যে লীন!

পরম সোহাগের স্পর্শব্যাথায় হয়েছি আমি যে নীল,
কোথা ছিলো এত প্রেমময়তা ওগো শান্তি অনাবিল।

কোমল অঙ্গ করিলে ভঙ্গ ছুঁয়ে দিলে আমার এ মন,
চূপিচূপি কথা অমিয় সূরে গাথা মধুর সে আলাপন।

মৃদু কম্পনে খুলিল দেহগ্রন্থি যে মধু সুর আর তালে,
এত ভালবাসা প্রেমপ্রত্যাশা পাইনিতো কোন কালে?

চঞ্চু দংশনে ওষ্ঠ রাঙিলো কপোল ভিঁজিল লোলে,
অভিঘাত আর মহাশিৎকারে মধ্যম দূ'খানি দোলে।

জাগালে তুমি কে হে একি মধুঝড় পর্ণ-শাখা ভেঙ্গে,
অনাঘ্রাত এফুলের বাগান দলিলে বলিবর্দসম শিঙে।

জানিনা তো জীবনে এত মধুময় ভালবাসাবাসি হয়,
আহা!স্বর্গের সুখ অনুভবি আমি কত যে তা মধুময়!

হে মোর আরাধ্য বিষণণ থাকিতে করো প্রত্যাগমন,
কারো পুরতে দিওনা নিহারা অরবে করো হে গমন।

সবই উৎসর্গ করিলাম আমি সবই আজ তুমি নিলে,
আমরণ আমি চাহি সেই সুখ যা'তুমি আমারে দিলে?

জনম জনমের সহচর ওগো জীবনে ছেড়োনা মোরে,
দু'জীবনাঙ্গনে রেখ তব উরে বেঁধে রেখো বাহুডোরে।

আহা! এ জীবনটা হোল যে আমার বড়ই বাসনাময়,
তোমার সান্নিধ্যে মরুময়  এ সঁজীবনী হলো সুখময়!

শাশ্বত এ পুণ্যলোক হোক পার্থিব ধরণী আমাদের,
আহা!অনন্ত বাসর হবে জানিও এ অমরা মোদের!
                        ♦♦♦♦♦
              স্থানঃ কালিগঞ্জ, সাতক্ষীরা।
             তারিখঃ ২০/১২/২০১৭ খ্রিঃ।
সিএইচসিপিদের জাতীয় ভিটামিম "এ" ক্যাপসুল বিতরণ সম্পর্কিত সিদ্ধান্ত ও করনীয়

সিএইচসিপিদের জাতীয় ভিটামিম "এ" ক্যাপসুল বিতরণ সম্পর্কিত সিদ্ধান্ত ও করনীয়

সিএইচসিপিদের জাতীয় ভিটামিম "এ" ক্যাপসুল বিতরণ সম্পর্কিত সিদ্ধান্ত ও করনীয়
জেলা নেতৃবৃন্দ'র স্ব স্ব সিভিল সার্জনের সাথে সাক্ষাত
তারিখ ২১/১২/২০১৭ সময় ৩ঃ৪০ মিনিট।
--------------- রাজশাহী বিভাগীয় CHCP এ্যাসোসিয়েশন
জনাব,
প্রিয় সিএইচসিপি, চাকুরি জাতীয় করনের সংগ্রামী সালাম রইলো।
আমরা প্রত্যক্ষ করছি যে, সরকারি বিভিন্ন সিদ্ধান্তে আমাদের প্রতি অবমূল্যায়ন করা হচ্ছে। উপজেলা, জেলা, বিভাগ ও হেড অফিস পর্যায়ে প্রশাসনিক কোন প্রতিনিধি না থাকায় সিএইচসিপিগণের দায়িত্বশীল ভূমিকা থাকা সত্ত্বেও বিভিন্ন কার্যক্রমে পিছিয়ে পরছি ।

সব মিলিয়ে এবার জাতীয় ভিটামিন "এ" ক্যাপসুল বিতরন কার্যক্রমে প্রশাসনিক পত্রে আমাদের দায়িত্বশীল ভুমিকা থাকা সত্ত্বেও  আমাদের অবমূল্যায়ন করা হয়েছে মর্মে সারা দেশে কর্মরত প্রায় ১৪ হাজার সিএইচসিপিদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এহেন অবস্থায় রাজশাহী বিভাগীয় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ( সিএইচসিপি)  এ্যাসোসিয়েশন বিভাগের অন্তর্গত স্ব স্ব জেলার নেতৃবৃন্দদের স্ব স্ব জেলার সিভিল সার্জন মহোদয়কে অবগত করার মর্মে সাক্ষাত করার তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়েছে।

 সিভিল সার্জন মহোদয়গনের সাথে আলোচনান্তে সকল জেলার সিএইচসিপি নেতৃবৃন্দ ফোনালাপের পর রাজশাহী বিভাগীয় সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহন করবে।
**********************************************
★-------------------------ধন্যবাদান্তে------------------------★
-অাফাজ উদ্দীন লিটন --------- শিফাত আহমেদ খান--
------আহবায়ক ----------------------- যুগ্ম আহবায়ক--------
★রাজশাহী বিভাগীয় সিএইচসিপি এ্যাসোসিয়েশন★

Tuesday, December 19, 2017

সরকারী প্রকল্পে চাকুরি করা অভিশাপ কিনা??

সরকারী প্রকল্পে চাকুরি করা অভিশাপ কিনা??

শামিম রেজা
কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্ররভাইডার ( সিএইচসিপি) দের অনলাইন প্লাটফর্ম বেশ শক্তিশালী। বিভিন্ন গ্রুপে এমনকি আমার ব্যক্তিগত ফেসবুকে কয়েক হাজার সিএইচসিপি যুক্ত আছেন। পেজ খুললেই হাজারো প্রতিক্রিয়া দেখতে পাই। উপরের প্রশ্নটি তাদেরই একজনের।

আমি বললাম,  কেন এমন ভাবছেন?
উত্তরটা খুবই দুঃখজনক মনে হয়েছে, তিনি প্রকল্পে চাকুরি করেন বলে তার (ভালো!) বিয়ে হচ্ছে না!! তার আর এক সিএইচসিপি বন্ধুর বিয়ে ভেঙ্গে গেছে। মেয়ে পক্ষ প্রতারণার মামলা করেছে, একমাস জেলও খেটেছে! জামিন পেয়ে আবার কর্মস্থলে ফিরেছে। সে এখন এলাকায় চোরের মতো চলে। গ্রামের মানুষ, নেতা গোছের লোক, তাদের মাঠ পর্যায়ের সহকর্মী, তাদের সুপারভাইজার, এমনকি তাদের ঊর্ধ্বতন সবাই নাকি প্রতিনিয়ত মনে করিয়ে দেয়, আজ আছিস কাল নেই, তোমরা এটা পাও না ইত্যাদি। এই দুজনের উপলব্ধি হচ্ছে, শুধু এই চাকরীর কারনে তাদের এই মন্দ ভাগ্য।

চলে গেলেও পারেন? কোথায় যাব? বয়স শেষ! তাছাড়া আশায় আছি যদি রাজস্ব হয়! তাহলে আর কি, আশায় থাকেন।

বাস্তবতা হল, এই কর্মীরা বেশীর ভাগই  হতাশাগ্রস্থ !!

কর্ম বা পেশা হল মানুষের পরিচয়। সম্মানের জায়গা! পেশাগত উন্নতি সব মানুষের কাম্য এবং অধিকার। শুধু প্রকল্পে চাকরী করার কারনে এই কর্মীরা তার নিজ কর্মস্থলে Discrimination এর শিকার। কর্মস্থলের এই Discrimination  ঐ কর্মীদের পারিবারিক ও সামাজিক জীবনে প্রভাব ফেলছে। এই বিষয়টাই সবচেয়ে মারাত্মক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রাস্টের নাগরিকদের মধ্যে এই বৈষম্য  তৈরি এবং জিইয়ে রাখা নিশ্চয় সমর্থন করে না।

আমি জানি না, আবার বলতেও ভয় হয়, আমরা বলি কমিউনিটি ক্লিনিক হল বর্তমান সরকারের সবচেয়ে অগ্রাধিকার কার্যক্রম। কিন্তু বাস্তবতা হল শুধুমাত্র প্রকল্প ভিত্তিক হওয়ায় এর কর্মী সহ  ক্ষেত্র বিশেষে এই কার্যক্রম নানামুখী অসহযোগিতা ও বাঁধার সম্মুখীন হচ্ছে।

প্রাইভেট কোম্পানি, এনজিও পরিচালিত এমন কোন প্রকল্প আছে যেখানে বাৎসরিক কর্মীর বেতন বাড়ে না?? কাজের বুয়ারও বাড়ে!! তাহলে সরকারী এমন প্রকল্পে কেন বাড়ে না?? যেখানে প্রকল্প বাস্তবায়ন খরচ প্রতি বছর বাড়ে। একটা কমিউনিটি ক্লিনিকের নির্মাণ খরচ পাঁচ বছর আগে যা ছিল এখন তার পাঁচ গুন বেড়েছে। সরকারী প্রকল্পে চাকুরে দের প্রকল্প ভাতা নামে যা থাকার কথা সিএইচসিপিদের বেলায় তাও নেই।

প্রকল্পের মেয়াদে কর্মীদের বাৎসরিক increment ধরেই প্রকল্পের বাজেট করা উচিৎ। এতে আইনি বাঁধা কোথায় তা আমার মাথায় আসে না। উন্নয়ন প্রকল্পের উন্নয়নের মধ্যে কি কর্মীর উন্নয়ন পরে না??

বিদ্যমান আইন সংশোধন বা সংস্কার খুব কঠিন অথবা সময় সাপেক্ষ কোন বিষয় নয়, বিষয় হল সংশ্লিষ্ট মহলের সদিচ্ছা!! ( ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের অনেক জনবল রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়েছে!)

আপনারা হতাশ হবেন না। কাজ করে যান। কিছু দুষ্ট কর্মী ছাড়া আপনারা বেশিরভাগই বিভিন্ন ভাবে সরকারের অনেক দক্ষ কর্মী। তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার ব্যবহার, স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা ঐ দুর্গম এলাকায় একেক জন রিসোর্স হিসেবে কাজে লাগতে পারেন।!

আমাদের মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার কথা রাখবেন। এদেশে তো উনি না দেখলে কোন ভালো কিছু হয়না। দেখেন না কেউ কোন কথা বলেন না। হীন স্বার্থ চরিতার্থ কারীদের ষড়যন্ত্র ভুল প্রমাণিত করে উনি ঠিকই আপনাদের তথা কমিউনিটি ক্লিনিকের ভালই করবেন।  আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই!

ওবামা  কেয়ারের কথা একবার চিন্তা করেন!! আমেরিকার মত ধনী দেশেও সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ। সেখানে বাংলাদেশের মত একটি দেশে তা করতে পারাটা কত বড় কৃতিত্ব তা ভেবে দেখেন, যার প্রায় সবটুকুই নিজস্ব অর্থায়নে। অবশ্যই বাংলাদেশ এক্ষেত্রে রোল মডেল। এবং তা অবশ্যই মাননীয় প্রধান মন্ত্রী ও তাঁর সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ফলে। যে কোন ধরণের অস্থিতিশীলতায় বা পরিবর্তন হলে এই কার্যক্রম ঝুঁকির মুখে পরবে।

যে ছেলেটার বিয়ে ভেঙ্গে গেছে, সে একজন বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট (মাস্টার্স)। বাবা নেই মাকে নিয়ে এই চাকুরীটাই তার বেঁচে থাকার সম্বল। এই চাকুরীটা তাঁর খুব প্রিয়ও বটে!! এমনি হাজার হাজার তরুণ কর্মীকে আমাদের প্রধানমন্ত্রী নিরাশ করবেন না। তাছাড়া এই কার্যক্রমকে টেকসই করতে হলে কমিউনিটি ক্লিনিক ও এর কর্মীদের রাজস্ব খাতে  স্থানন্তরের কোন বিকল্প আছে বলে আমার জানা নেই।  জ্ঞানী দের কথা আলাদা, ধান্ধাবাজদের কথাও আলাদ।

শুধু একটাই জুজুর ভয়, চাকরী সরকারী হলে যদি ধরাকে সরা জ্ঞান করেন, আর কাজ না করেন। !! রাজনৈতিক বলি হওয়ার কথা চিন্তা করবেন না, মহান জাতীয় সংসদে আপনাদের নিয়ে কথা হয়। স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আপনাদের চাকুরী রাজস্ব খাতে নেওয়ার সুপারিশ করেছেন। মহামান্য হাইকোর্ট আপনাদের চাকুরী রাজস্ব করণের পক্ষে রায় দিয়েছেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ, ঊর্ধ্বতন বেশীরভাগ মানুষই এটা চায়, বা দাবি করে।একটি দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারই পারে সমাজের ইতিবাচক পরিবর্তন করতে। একটা কথা মনে রাখবেন, একেবারে দুর্বল গণতন্ত্রেও ন্যূন তম হলেও জনগণের নিকট  রাজনীতিক নেতৃবৃন্দের দায়বদ্ধতা থাকে।

মাননীয় প্রধান মন্ত্রী এদেশের সাধারণ খেটে খাওয়া কৃষক, দিনমজুর, প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে দরিদ্র মা ও শিশুদের জন্য সবকিছু করছেন। ১৪০০০ কর্মী ও তাদের পরিবার, প্রায় দশ লক্ষ নির্বাচিত ও অনির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি গ্রুপ , সাপোর্ট গ্রুপ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি সর্বোপরি  জনগণ এই ভালো ও গণমুখী উদ্যোগের জন্ন মাননীয় প্রধান মন্ত্রীর পাশে আছেন।

বিশেষ দ্রঃ "চাঁচার পাতে ভাত নেই"
পানামী কমিউনিটি ক্লিনিক ক্রিকেট টুর্নামেন্টের খেলা হয় ২য় খেলা অনুষ্ঠিত হলো।

পানামী কমিউনিটি ক্লিনিক ক্রিকেট টুর্নামেন্টের খেলা হয় ২য় খেলা অনুষ্ঠিত হলো।


মো তানভীর আহম্মেদ সিএইচসিপি

আজ বিজায় দিবস উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী স্কুল মাঠে " পানামী কমিউনিটি ক্লিনিক ক্রিকেট টুর্নামেন্টেরখেলা হয় ২য় খেলা অনুষ্ঠিত হলো

খেলা পরিচালনা করেন পানামী কমিউনিটি ক্লিনিক কর্মরত মো তানভীর আহম্মেদ এবং মো কালাম মাষ্টার

খেলা পরিচালনা করেন পানামী কমিউনিটি ক্লিনিক কর্মরত মো তানভীর আহম্মেদ এবং মো কালাম মাষ্টার

মো আহাদেন দল বিজায় হল ২ ‍.৩০০ পয়েন্ট
মো আহাদেন দল
১। মো আহাদ ২। তামিম ৩। রিদয় ৪। সাজ্জাদ ৫।রবিউল ৬। ইসলাম, ৭। জীরন,৮। মাফুজ, ৯। আলামিন ১০। লিখন, ১১। সাধিন, ১২। জিহাদ, ১৩। আনিচ
আপনাদের জানাই চাকুরী জাতীয় করনের সংগ্রামী শুভেচ্ছা।

আপনাদের জানাই চাকুরী জাতীয় করনের সংগ্রামী শুভেচ্ছা।

শিফাত আহমেদ খান


প্রিয় সিএইচসিপি,আপনাদের জানাই চাকুরী জাতীয় করনের সংগ্রামী শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা বিরোধী ও দূর্নিতীবাজরা সরকারের বিভিন্ন কার্যক্রমে ঘাপটি মেরে বসে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে গড়ে তোলা সিবিএইচসি এর কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রতি গুরুত্ব দিচ্ছেনা।যা অত্যান্ত দুঃখের বিষয়। এ অবস্থায় আমি ও আমরা কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) হতাশ।এ অবস্থা নিঃসন্দেহে আমরা মনে করতে পারি আমাদের রুটি রুজির নিশ্চয়তা নিয়ে পেটে লাথিমারার ষড়যন্ত্র করা হচ্ছে।তা না হলে সরকারের বিভিন্ন এমপি ( মেম্বার অব পার্লামেন্ট) সদস্যগন স্ব স্ব এলাকায় গত ৫ জানুয়ারী নির্বাচনের আগে তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের চাকুরী জাতীয় করনের ব্যাপারে সোচ্চার হতে পারতেন।
আমরা মাঠ পর্যায়ে কর্মরত থেকে স্বাস্থ্য সেবার দৃশ্যমান উন্নয়ন ঘটিয়ে সরকারের ভাবমূর্তি উজ্জল করছি। কিন্তু তারা আমাদের ব্যাপারে মাথা ঘামাচ্ছেন না। যা অত্যান্ত পীড়াদায়ক ও দুঃখজনক।
অন্যদিকে------
সিএইসিপিদের জন্য পিআইপি ( প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্লান ) পাশ ও প্রকল্প অফিস কর্তৃক সিএইচসিপিদের ইনক্রিমেন্ট বরাদ্দ বাবদ কাগজপত্র অর্থমন্ত্রণালয়ের প্রেরন করা সত্ত্বেও অর্থমন্ত্রণালয়ে অবৈধ ভাবে আটকে রাখা কর্মকর্তাদের পৈশাচিক হাসি কবে থামবে জানি না।
আমাদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ের জন্য সোচ্চার হতে হবে।
*****************************
শিফাত আহমেদ খান
জেলা সাধারন সম্পাদক, সিরাজগঞ্জ।

যুগ্ম আহবায়ক
বিভাগীয় সিএইচসিপি এ্যাসোসিয়েশন রাজশাহীImage may contain: 1 person, sitting and indoor

Monday, December 18, 2017

দোয়া/জুরুরী সহযোগিতা চাই

দোয়া/জুরুরী সহযোগিতা চাই

আজ ১৮/১২/১৭ইং দুপুর ১২টার সময় চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার সিএইচসিপি সুবর্ণ রানী মারাত্বক ভাবে রোড একসিডেন্ট করেছে।
তার অবস্থা খুবই আশংকা জনক।তাকে এখন মিরসরাই উপজেলা থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
তার B+ রক্তের প্রয়োজন হবে।তাই সকলের কাছে দোয়া ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
**বিশেষ করে আমাদের চট্রগ্রাম জেলার মাননীয় সিভিল সার্জন মহোদয়,চট্রগ্রাম বিভাগের মাননীয় পরিচালক(স্বাস্থ্য) মহোদয়&স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় ডিজি মহোদয় সহ সকল সিএইচসিপি দের দৃস্টি আকর্ষন করতেছি।
যোগাযুগের জন্য...
মোঃ মহিউদ্দিন মনি ০১৮৭৪৪৫১৮৪৫
মোঃ জেবাউল নকিব ০১৮১৩১২১৫৪৫

Sunday, December 17, 2017

পানামী কমিউনিটি ক্লিনিক ক্রিকেট টুর্নামেন্টের খেলা হয় ১ ম খেলা অনুষ্ঠিত হলো।

পানামী কমিউনিটি ক্লিনিক ক্রিকেট টুর্নামেন্টের খেলা হয় ১ ম খেলা অনুষ্ঠিত হলো।


মো তানভীর আহম্মেদ সিএইচসিপি

আজ বিজায় দিবস উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী স্কুল মাঠে " পানামী কমিউনিটি ক্লিনিক ক্রিকেট টুর্নামেন্টের খেলা হয় খেলা অনুষ্ঠিত হলো

খেলা পরিচালনা করেন পানামী কমিউনিটি ক্লিনিক কর্মরত মো তানভীর আহম্মেদ এবং মো কালাম মাষ্টার

জীহাদের দল বিজায় হল ২ ‍পয়েন্ট পেল আর আনিচের দল পরাজয় হল -০৫৫২ পয়েন্ট

মো জিহাদের দল
১।মো জিহাদ ২। রাজু ৩। রিয়াজ ৪। রিদয় ৫। নাছির ৬। হামজা ৭। রকিব ৮। মিরাজ২ ৯। ১০। ওয়াজেদ ১১। রিয়াজ২ ১২। জিহদ

মো আনিচের দল
১। মো আনিচ ২। আন্তর ৩। মেহেদী ৪। রাব্বি ৫। নাছির ৬। আলিফ ৭। হুসাইন ৮। মারুফ ৯। শাহিন ১০। রিয়াদ ১১।